![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হাঁদারাম, তুই তো জানিস-ই তোকে নিয়ে কত কি ভাবি... কত স্বপ্ন এঁকে চলি...
তোর হাত ধরেই তো আবার রোদ- বৃষ্টিতে হেঁটে বেড়াবো ...
রাস্তার পাশে মাঠে থাকা আখের রসে কিংবা আইস্ক্রিমে ভাগ বসাবো...
গরমে আমার নাকের উপর জমে থাকা ঘাম হাতে নিয়ে ফু দিয়ে উড়িয়ে বলবি- জানিস নাকে ঘাম জমলে কি হয়...! আমি না জানার ভান করবো... লজ্জা লজ্জা মুখে অন্যদিকে তাকিয়ে থাকবো... ! আবারো কোন এক বৃষ্টিস্নাত সন্ধ্যায় আমরা এক সাথে স্বপ্ন দেখবো... তুই আগের মতই ডুব দিবি আমার চোখে... আমি আইস্ক্রিম ঘষে দেবো তোর নাকে! প্রতি সন্ধায় হবে আবার... মারামারি...খুনাখুনি... গুন্ডামী আর খামচামী...! প্রতি রাতে আবার আসবে ঘুম পাড়ানী মেসেজ... ! মধ্যরাতে হাজার হাজার মাইল দূরে থাকা দু’জন মানুষ কুটুরকুটুর করে গল্প-সল্প করবে...! প্রতি সকালে আসবে কিছু মায়াবী বার্তা ...! ফোন বন্ধ পেয়ে শুরু হবে গালাগালি...! মাঝে মাঝে -মাঝ রাতে ভয়ঙ্কর কোন স্বপ্ন দেখে মেসেজ যাবে তোর কাছে- তুই বলবি- “কি স্বপ্ন দেখেছিস? আমি মরে গেছি...হাহাহা”! আমি রেগে গালি দিতে শুরু করবো, নয়ত নীরবে চোখের পানি ফেলবো ...চুপ করে থাকবো... ! তুই বলবি- অই পাগলী কথা বল? আমি কল্পনায় তোকে শক্ত করে জড়িয়ে ধরবো আর তুই আলতো ঠোঁটের স্পর্শে আমার কপাল ছুঁয়ে দিবি...! তারপর-ই শুরু করবি- তোর আউলা -ঝাউলা পঁচা গান... আমি থাম তো থাম তো বলে হেসে উঠবো ... ! রাতের কালো আঁধারে দু’জন দু’জনের নিঃশ্বাস দিয়ে দু’জনের অস্তিত্বকে জানিয়ে দেবো... ! তুই মাঝে মাঝে আমার চুলে বেনী করে দিবি... চোখে কাজল পড়িয়ে দিবি, কপালে কালো টিপটি পড়িয়ে দিয়ে বলবি- দেখ তো কেমন লাগছে... আমার ... বউকে!
আমি কিছু না বলে শুধু কাঁদতেই থাকবো...
তুই চিল্লাতে থাকবি- অই অই কাঁদিস কেন হারামী...?
চোখের কাজল ধেবড়ে যাবে... এইবার তুই বলবি-
ভাল হয়েছে- এখন তোকে পেত্নী দেখাচ্ছে!
এরপর চোখের পানি মুছিয়ে দিয়ে কাছে টেনে বলবি- পেত্নী বউ আমার!
আমি দুম দুম করে তোর বুকে-পিঠে মারতে থাকবো...
আর তুই হাসতে হাসতে বলতে থাকবি- মার...
পরে কিভাবে শোধ নেই দেখিস হারামী...পেত্নী!
১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:০৪
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহা! ধন্যবাদ !
২| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:০৫
অপূর্ণ রায়হান বলেছেন: এভাবে মারামারি করতে থাকলে কে যে কখন অক্কা পেয়ে বসে , তাই ভাবছি
শুভ সন্ধ্যা
১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:১৮
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহা! এটা তো চোখে চোখ রেখে খুন হওয়া ... কারো ভালবাসায় ডুবে ডুবে গুন্ডামী করা আর মারামারি সেটা তো আদুরে মারামারি... এতে কেউ অক্কা পাবে না... বরং ভালবাসা/ ভাললাগা বাড়বে... !
শুভ সন্ধ্যা!
৩| ২১ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:১২
ইমতিয়াজ ১৩ বলেছেন: প্রতি সন্ধায় হবে আবার... মারামারি...খুনাখুনি... গুন্ডামী আর খামচামী...! প্রতি রাতে আবার আসবে ঘুম পাড়ানী মেসেজ... !
আপনি এমন কেন? সন্ত্রাসী একটা
২১ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৪১
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহা! গুন্ডার সাথে গুন্ডামি না করলে চলবে কিভাবে? আর এসব তো আদুরে গুন্ডামী!
৪| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:৫২
বিদ্রোহী ভৃগু বলেছেন: আহালে কত লুতুপুতু স্বপ্ন!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
স্বপ্ন আর স্বপ্ন
স্বপ্ন আর স্বপ্ন.......... স্বপ্ন আনলিমিটেড
৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:৫১
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহা লুতুপুতু স্বপ্ন ! বেঁচে থাকার জন্য ভাল থাকার জন্য কিছু লুতুপুতু স্বপ্ন এভাবেই বাঁচিয়ে রাখতে হয়!
©somewhere in net ltd.
১|
১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৩১
যমুনার চোরাবালি বলেছেন: আমি ভাবছিলাম বুকে পিঠে দুম-দাম কিল খেয়ে তার আর শোধ নেবার সৌভাগ্য হবেনা, এজনমে। ভালো লেগেছে।