![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মনের মাঝে প্রতিদিনের কিলবিল করা ভাললাগার অনুভূতিগুলির মিছিলে তুই যতই ১৪৪ ধারা জারি করিস না কেন...
আমি বারবার সেটা ভেঙ্গে ফেলবো ...
রোজ তোকে যন্ত্রনা দিয়ে এই ধারা ভেঙ্গে আত্মসমর্থন করাবো... !
চোখ গরম করে যতই তুই আমাকে পাহারা দিস না কেন...
আমি সেই গরমের থোড়াই কেয়ার করি... !
তোর হুমকি শুনতে হবে...
এসব ভাবনা আর চিন্তাগুলিকে অগ্রাহ্য করে
আমার মনের আকাশে ভালোবাসার ঘুড়িটা উড়াবোই...
তুই ধরতে গিয়েও ধরবি না জেনেও সুতো ছেড়ে দেবো তোর নাগাল পর্যন্ত ...!
আমার আকাশে টাঙানো থাকবে প্রতিদিনের প্রকাশিত
আর অপ্রকাশিত রাগ/ অভিমানের/ জ্বালা / যন্ত্রনার/ গুন্ডামির/
ভাললাগার/ ভালবাসার নানা অনুভূতির বিলবোর্ড........!
তুই কতবার ফুঁ দিয়ে তা ভেঙ্গে ফেলবি...
আমি সেটাই দেখবো ... হু?
১৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:১৩
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহা! অনেক ধন্যবাদ ভাইয়া! ভাল থাকুন!
২| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:৩৯
অপূর্ণ রায়হান বলেছেন: আপনি দেখি কবিতায়ও মারপিট করেন
১ম ভালোলাগা ++++
ভালো থাকবেন সবসময়
১৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:১৪
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহা! ভাজ্ঞিস বলেন নি- মেয়েগুন্ডী ! আমার এই খেতাবটা ও আছে! অনেক ধন্যবাদ ! আপনিও ভাল থাকুন!
৩| ২০ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:০২
কলমের কালি শেষ বলেছেন:
ভালবাসার বিদ্রহী কবি ।
২০ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:০৪
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ধন্যবাদ ভাইয়া! ভাল থাকুন!
৪| ২১ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:১৩
ইমতিয়াজ ১৩ বলেছেন: তুই কতবার ফুঁ দিয়ে তা ভেঙ্গে ফেলবি...
আমি সেটাই দেখবো ... হু?
১৪৪ ধারাটা কে অপমান করা হয়েছে?????
২১ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:০৫
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহা! এইসব ভুংভাং ১৪৪ ধারাকে এভাবেই ভেঙ্গে ফেলতে হয়!
৫| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:১৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: তুমিতো বোকাসোকা আবেগী পাগলী
যেখানে স্পর্শে গলে যায় প্রতিরোধ
যেখানে দৃষ্টিতে গ্রেফতার হয়ে যায় মন
যেখানে আলিঙ্গনে ভেঙ্গে যায় সব বাঁধ
১৪৪ দেবার মতো বোকা আমি নই
জলকে বইতে দিলেই জল শান্ত-
শুধু কৌশলে বিদ্যুতে টুকু রেখে দেয়া !
৫২তে রক্ত দিয়ে যা ঠেকাতে হয়েছে
১৪তে দেখো বিনা রক্তপাতে অবিরাম
তু তু ম্যায় ম্যায় কোটি মানুষের মূখে!!!
তবে আর মিছে মিছি গুন্ডামি কেনো?
কেবলই মখমল আদরে
বিদ্রোহিনী হয়ে যাবে প্রণয়িনী।
বিষ টুকু গোপন থাকবে মধূবাণে!
৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৫৭
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: আপনি কিছু লিখলে আমি উত্তর দিতে পারি না... ! কি যন্ত্রনা!
©somewhere in net ltd.
১|
১৯ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:৩৩
আবু শাকিল বলেছেন: বাহ চমৎকার ।
বিদ্রোহী ভাব সহকারে পড়লাম।
কবিতায় +।