নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Epshi007

ঈপ্সিতা চৌধুরী

I wanna know the wonders around me

ঈপ্সিতা চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

সংকেত /বৃষ্টি /সীমানা/ দূরত্ব ও বাস্তবতায় ভালবাসা!

২২ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:১৩

## ৩ নম্বর সংকেত !

তোর ৩ নম্বর সংকেতে আমি ভয় পাই না কি রে?

আমি থোরাই কেয়ার করি এই ৩ নম্বর সংকেতকে.......!

আমি জানি তোর রাগের লঘুচাপ ঘুরপাক খেতে খেতে.....

কুন্ডুলি পাকিয়ে হিমেল বাতাস হয়ে আলতো করে আমায় ছুঁয়ে যাবে...

বজ্রপাতের মত হুমকিগুলি কিছুক্ষন পরেই থেমে গিয়ে ......

ভাললাগার বর্ষণে ভিজিয়ে দেবে আমায়...!



## ভিজলেও মেরে ফেলবো না ভিজলেও মেরে ফেলবো ......।।

আহ্‌ ঝুম বৃষ্টি ... উপায় নাই ভেজার...

কারন ছুপা জ্বর আর হ্যাঁচ্চোউউঅ .........

বারণ সত্ত্বেও বারান্দায় দাঁড়িয়ে গ্রিলের ফাঁক দিয়ে .....

বৃষ্টির পানি হাতে নিয়ে একটুখানি ছোঁয়াছুঁয়ি খেলা খেললাম ...

হঠাৎ মনে হল- ফোনটা বাজছে ...

ইচ্ছে হল না ভেতরে যেতে কিন্তু কি এক দুর্লভ আকর্ষণে ....

অহেতুক চিন্তাটাকে সাথে নিয়ে ফোনটা হাতে নিলাম...

নাম্বারটা অপরিচিত কিন্তু মনে হল... বহুদিনের চেনা সেই মানুষটি নয়ত ?

ফোনটা রিসিভ করতেই- চেনা সুরে কেউ বলে উঠলো-

>কি রে হারামী ? কি করিস?

> বুকের ভেতরের দ্রিম দ্রিম শব্দটাকে উপেক্ষা করে কোনরকমে বলে উঠলাম-

>ভিজবি আমার সাথে?

>চেনা কন্ঠ বলে উঠলো আগের মতই- জুতা চিনিস?

>বললাম- না ভিজলে তোকে কিন্তু মেরেই ফেলবো !

>আর যদি ভিজি তাহলে কি করবি?

>অদ্ভুদ হাসিতে তাকে চমকে দিয়ে বললাম- ভিজলেও মেরে ফেলবো !



## সীমানা পথে ভালবাসা!

আরে পাগল !

ভালোবাসার পথে কাঁটাতারের সীমানা বেঁধে দিয়ে লাভ নেই ...

চুপিসারে নয়/ রাতের আঁধারে নয় একদম ভরদুপুরে

তোর চোখের সামনে দিয়ে সেই তারের সীমানা ভেঙ্গে

আমি বারবার ওপারে প্রবেশ করবো...

দেখতে চাই কিভাবে তুই পাখির মত গুলি করে মেরে ফেলিস আমায়

কিংবা মেরে ঝুলিয়ে দিস সেই তারের বেড়ায়......!



## দূরত্ব / বাস্তবতায় ভালবাসা!

সত্যিকারের তীব্র ভালবাসা আর গভীর প্রেমে .........

দূরত্ব বা বাস্তবতার বাঁধা বলে আসলে কিছুই থাকে না... !

হাজার হাজার মাইল দূরে থেকেও...

বাস্তবতার নাগপাশে বন্দী থেকেও.........

পরস্পরকে ভালোবেসে এক হওয়া যায়... !

কষ্ট কষ্ট সুখের আশ্বাসে ...

লক্ষ বার কানের কাছে মুখ নিয়ে বলা যায়- ভালোবাসি ...!

এইত পাশে আছি......!

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২২ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:২৭

ইমতিয়াজ ১৩ বলেছেন: গল্পের ধারাবাহিকতা ভাল লাগা লাইন



লক্ষ বার কানের কাছে মুখ নিয়ে বলা যায়- ভালোবাসি ...!
এইত পাশে আছি......!



শুভ কামনা এই ব্লগ সন্ত্রাসীটার জন্য।

২২ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৩৮

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহা ভাইয়া! শেষ পর্যন্ত সন্ত্রাসী ব্লগার বানিয়ে দিলেন! ভালবাসায় একটু-আধটু গুন্ডামী আর সন্ত্রাসীগিরি না করলে ভালবাসা কি জমে? আর এটার মজাই আলাদা! ভাল থাকুন!

২| ২২ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:০৮

আমি ময়ূরাক্ষী বলেছেন: ভালোবাসার স্বপ্ন নাকি স্বপ্নের ভালোবাসা?

২২ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৪০

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: দুটোই .........।

৩| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:২৯

অপূর্ণ রায়হান বলেছেন: এখানেও হুমকি ধামকি , থ্রেট :-& :-& :-& :-&


ভালো থাকবেন সবসময় :)

৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৫৪

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহা এইসব আদুরে হুমকি-ধামকির মজাই আলাদা! আপনিও ভাল থাকুন!

৪| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৪৮

একজন ঘূণপোকা বলেছেন: ++++++++++

৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৫৫

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.