নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মনে মনে সবসময় চাইতাম আমাদের যেদিন দেখা হবে... সেদিন যেন আকাশটা মেঘলা থাকে... হু হু করে মাতাল করা বাতাস যেন থাকে... আর সাথে ঝুম বৃষ্টি ! মেঘলা আকাশকে সঙ্গী করে...মাতাল করা বাতাসের স্পর্শে ... এলো চুলে দু’জনে রিকশায় করে দূরে কোথাও যাবো... খুঁজে নেবো কাশবনের পাশে বয়ে যাওয়া এক নদীকে...! রিকশা থেকে নেমে নরম ঘাসে পা ফেলে পাশাপাশি দু’জনে দু’জনের আঙ্গুলের স্পর্শে জড়িয়ে হেঁটে যাবো... ঘাটে বাঁধা নৌকা পর্যন্ত ... ! মাঝে ঘাস পাতা দিয়ে তুই আমার পায়ে পড়িয়ে দিবি পায়েল... হাতে চুড়ি... কাশবন থেকে কাশফুল ছিড়ে নিয়ে পড়িয়ে দিবি আমার এলো চুলে... আমি আলতো করে কাশফুল ছুঁয়ে দেবো তোর কপালে...! এরপর দু’জনে নৌকায় গিয়ে বসবো... আমার হাত ধরে তুই নিয়ে যাবি... নৌকায় বসতে না বসতেই শুরু হবে টিপটিপ বৃষ্টি ...ভাবতো... কি দারুন সেই দৃশ্য ... ! নদীর পানিতে বৃষ্টির অপরূপ খেলা... আমি দু/ এক ফোঁটা পানি হাতে নিয়ে ছিটিয়ে দেবো তোর মুখে...! কিছুক্ষন পরেই যখন ঝুম বৃষ্টি হবে... তুই উতালা হয়ে উঠবি... আমাকে বৃষ্টির পানি থেকে বাঁচাতে ... যদি জ্বর হয় এই চিন্তায় তুই চিল্লা-চিল্লি শুরু করবি...! আর আমি ভেতরের দম বন্ধ করা সব কষ্টগুলোকে ভুলে...প্রান খুলে হেসে উঠবো...... !
আহ্! মেঘলা বাতাস... কাশবনে বৃষ্টি ... নৌকায় বৃষ্টিতে ভিজে দু’জনের চোখে ডুব দেয়া... এরপর আবার রিকশায় করে বাড়ীর পথে... রাস্তায় কোন এক দোকানে দাঁড়িয়ে এক কাপ চায়ে ভাগ বসানো... আমার জোরাজুরিতে আইস্ক্রিম কিনে দিতে তুই বাধ্য ... যতটুকু খাই তার থেকে বেশি তোর নাকে ঘষে দেয়া...
তোর চিৎকার...
সব মিলিয়ে সাধারণ কিছু ছোট্ট ব্যাপার ...
কতটা অসাধারণ যে হতে পারতো... সেটা তুই জানিস?
হু... শুধু তোর কারনেই সব কিছু থেকে বঞ্চিত হচ্ছি আমি... !
কি হত রে আমার আশ্বিন হলে?
২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:০৪
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ !
২| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:৫৬
ইমতিয়াজ ১৩ বলেছেন: রিকশা থেকে নেমে নরম ঘাসে পা ফেলে পাশাপাশি দু’জনে দু’জনের আঙ্গুলের স্পর্শে জড়িয়ে হেঁটে যাবো... ঘাটে বাঁধা নৌকা পর্যন্ত ... !
নৌকা পর্যন্ত কেন , আরো বহুদূর অনেক দূর সীমাহীন পথ পর্যন্ত ............
হু... শুধু তোর কারনেই সব কিছু থেকে বঞ্চিত হচ্ছি আমি... !
কি হত রে আমার আশ্বিন হলে?
সত্যিই তো কি এ....ম....ন হত ?????
ভাল থাকবেন।
২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:০৫
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু... যাওয়া যেত... কিন্তু তখন তো নৌকায় উঠতেই যাচ্ছিলাম তাই...
হু।। তার-ই কারনে বঞ্চিত হচ্ছি... ! অনেক ধন্যবাদ ভাইয়া! আপনিও ভাল থাকুন!
৩| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৪৮
একজন ঘূণপোকা বলেছেন: +++++++++++++++
২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:০৫
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া এত্তগুলা + এর জন্য! ভাল থাকুন সব সময়!
৪| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৪৯
একজন ঘূণপোকা বলেছেন: +++++++++++++++
২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:০৫
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া এত্তগুলা + এর জন্য! ভাল থাকুন সব সময়!
৫| ০১ লা অক্টোবর, ২০১৪ বিকাল ৪:৪৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: এত করে বলি
আবেগের ঘোড়ায় লাগাম দে..
কে শোনে কার কথা!
আশ্বিনের স্বপ্ন অঘ্রানের আগুনে পুড়ুক
পৌষের শীতে বুকের কাঁপনে
স্বপ্নগুলো হোক আরো বেপরোয়া
অত:পর বসন্তে -
কৃষ্নচূড়ার লালে খুঁজে নিস
তোর স্বপ্ন ভাঙ্গার বেদনা
নাকি স্বপ্ন পূরনের রক্তিমাভা
বাসন্তী রঙ্গে রাঙ্গাবো বলেই
আশ্বিনে নিরব।
সব বলে দিতে হয় কেনু!??
বুঝে নিতে পারিস না-হৃদয় দিয়ে।।
১০ ই অক্টোবর, ২০১৪ দুপুর ২:৪৭
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: না পারি না তো......! কিছু কথা এভাবেই শুনতে ভাল লাগে... কিছু আবেগ এভাবেই প্রকাশ করতে হয়... কখনো কখনো জানিয়ে দিতে হয়... হু ভালবাসি... বড্ড ভালবাসি...
©somewhere in net ltd.
১| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৫৮
মাহমুদুর রহমান সুজন বলেছেন: খুিব সুন্দর , অনেক ভাল লাগা রইল।