নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কেউ কেউ পুরনো সম্পর্কের রেশ ভুলতে ...
কিংবা নিজের চাহিদা মেটাতে... শুধুমাত্র টাইম পাস করতে
এক একটা সম্পর্কে জড়ায়... অথচ সে জানে-
সেই সম্পর্কটা ধরে রাখার ক্ষমতা তার নাই,
যাকে নিজের সাথে জড়ায় সেই মানুষটি এই চরম সত্যটা জানতে পারে না,
যখন জানে তখন পরিণতিটা এতটাই ভয়াবহ হয়ে যায় যে,
একজনের ভুলে / অন্যায়ে আর একজনের জীবনটাই বরবাদ হয়ে যায়!
কাউকে সত্যিকার অর্থে ভালবাসতে পারলে,
সারাজীবন তার হাতটি ধরে রাখার ক্ষমতা থাকলে
তবেই ভালবাসার সম্পর্কে জড়ানো উচিত,
কারো দিকে হাত বাড়িয়ে দেয়া উচিৎ !
শুধু শুধু নিজের চাহিদা মেটাতে কিংবা
অন্য কোন উদ্দেশ্য নিয়ে কারো সাথে সম্পর্কে জড়িয়ে
আবার তা ভেঙ্গে কারো জীবনকে এতটাই বিষাদময়
কিংবা জটিল করে দেয়া ঠিক নয় যাতে
সেই মানুষটার বেঁচে থাকার ইচ্ছেটাই মরে যায়!
২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:২৬
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু ভাইয়া, এরকম-ই করা উচিৎ কিন্তু বেশির মানুষ -ই টাইম পাস করছে! সত্যিকারের ভালোবাসা খুব মানুষের ভাগ্যেই জুটে! আপনার বেঁচে থাকার ইচ্ছেটা আরো স্বাস্থ্যবান হোক, সব সময় ভাল থাকুন এই শুভকামনা রইল!
২| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:২২
অপূর্ণ রায়হান বলেছেন: ভয়ে ভয়ে পোষ্টে ঢুকলাম :-&
সহমত জানিয়ে গেলাম ।
ভালো থাকবেন অনেক
৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:৫২
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহা ভয় কিসের? হাঙ্গামার?
৩| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:০৮
রেজা এম বলেছেন: সত্য
৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:৫৩
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু জানি!
৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৪০
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: রেজা এম, নতুন পোস্টটা ফেবু থেকে দিয়েছিলাম, ফেবুতে ২দিন আগে দেই, আজ ব্লগে দেয়ার আগ পর্যন্ত জানতাম মানে কালকে ও দেখেছিলাম যেটার বিরুদ্ধে লিখেছি সেটা আছে, কিন্তু আপনার করা প্রশ্নর পরেই অই লিঙ্কে গিয়ে দেখি লেখা সরিয়ে ফেলেছে! তাই পোস্টটা ডিলিট করে দেই!
৪| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:১৭
রেজা এম বলেছেন: লেখক বলেছেন: রেজা এম, নতুন পোস্টটা ফেবু থেকে দিয়েছিলাম, ফেবুতে ২দিন আগে দেই, আজ ব্লগে দেয়ার আগ পর্যন্ত জানতাম মানে কালকে ও দেখেছিলাম যেটার বিরুদ্ধে লিখেছি সেটা আছে, কিন্তু আপনার করা প্রশ্নর পরেই অই লিঙ্কে গিয়ে দেখি লেখা সরিয়ে ফেলেছে! তাই পোস্টটা ডিলিট করে দেই!
এটা না বললে হত না!!!
১০ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৩:০০
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: না বললে যদি আপনি ভুল বুঝতেন!
৫| ০১ লা অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:৩৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: সময়ের বেপরোয়া সহবাসে
এমন হয়!
এই দেশে এক কালে নারীর হাত ধরতেও বুক কাঁপতো বীরদেরও..
অত:পর সময়
বদলে গেল দ্রুত...
ভালবাসা হয়ে গেল টাইম পাস
ফাস্টফুডের মতো রেডিমেইড..
যে নারীর প্রতি ছিল দুর্বার অাকর্ষন
সেই যখন হল উন্মাতাল
ভ্রমরকে আর পায় কে
ছলনায় ছলনায় ছলকে গেল
ভেসে গেল - সকল সনাতন বোধ!!
একত্বের নীতিতে যে থাকে
সে হয়ে যায় বোকাই!!!
২,৩ ৫ ব্রেক আপ সকাল বিকাল
ফ্যাশন হাউজের সাথে পাল্লা দিয়ে
ভালবাসার প্যাসন বদলে যায় ফ্যাসনে!
অত:পর সময়ের মুখােমুখি
হিসেব মেলানো-চির আরাধ্য
হয়ে গেল টাইম পাস!
ধর্মকে দূরে রেখে
বস্তুবাদের ইদুর দৌড়ে
শুধু অর্থ মূল্য সব কিছুকে মাপতে মাপতে
এখন তবে আর কেন -বাটখারা বদল!!!!
মনে মনে একমন না হলে
ওজনতো মিলবেই না।।
১০ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৩:০০
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: বাপরে ! আপনার কমেন্ট পড়লে রিপ্লাই কি দেবো তা ভাবতে গেলেই মাথা ঝিম ঝিম করে! মনে মনে মিল হয় বলেই কেউ কেউ সামনে পা বাড়ায় কিন্তু এরপর ও কখনো কখনো মাঝ পথে এসে সব কিছু গড়মিল হয়ে যায় তখন ভাবতে হয়- মিলটা কি তাহলে দেখনো ছিল? এরপর আর করার কিছুই থাকে না!
©somewhere in net ltd.
১| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:২০
ইমতিয়াজ ১৩ বলেছেন: কাউকে সত্যিকার অর্থে ভালবাসতে পারলে,
সারাজীবন তার হাতটি ধরে রাখার ক্ষমতা থাকলে
তবেই ভালবাসার সম্পর্কে জড়ানো উচিত,
সম্পূর্নরুপে একমত।
সেই মানুষটার বেঁচে থাকার ইচ্ছেটাই মরে যায়!
হুম, আমরা জীবনে একবার এরকম হয়ছিল, বেচে থাকার ইচ্ছাটাই মরে গিয়েছিল। তবে শুকরিয়া এখন বেচে থাকার ইচ্ছাটা বেশ স্বাস্থ্যবান হয়েছে।
আপনাকে ধন্যবাদ পোষ্টের জন্য।