নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Epshi007

ঈপ্সিতা চৌধুরী

I wanna know the wonders around me

ঈপ্সিতা চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

প্রবীণদের নিয়ে আসলেই আমরা কতটা ভাবি...?

০১ লা অক্টোবর, ২০১৪ দুপুর ২:২১

>> আমাদের প্রত্যেকের বাসায় কেউ না কেউ প্রবীন আছেন, কারো বাবা-মা, কারো দাদা-দাদী, নানা-নানী! এই মানুষগুলোর প্রতি আমরা কতটা খেয়াল রাখি-এমন প্রশ্ন করলে হয়তো আমরা অনেক গাল- গল্প ছেড়ে দেবো কিন্তু আসলেই কতটা তাদের দেখ-ভাল করি কতটা দায়িত্ব ও কর্তব্য পালন করি এটা যাচাই করলে দেখা যাবে- কতটা অবহেলার শিকার হোন আমাদের বাবা-মা, দাদা-দাদী, নানা-নানীরা ! (ব্যতিক্রম কিছু আছে) !
>>আর এই অবহেলা থেকেই তাদের আশ্রয় হয় ঘরের কোনে বা বৃদ্ধাশ্রমে ! কারন আমাদের সময় নেই তাদের সময় দেয়ার, আমাদের ঘরে জায়গা নেই তাদের আশ্রয় দেয়ার! অথচ এই মানুষগুলিই তাদের সবটুকু সময়, সঞ্চয়, ভালোবাসা দিয়ে তাদের বুকের মধ্যে আগলে আমাদের বড় করেছেন, আগলে রেখেছিলেন!
>>লজ্জা লাগে যখন দেখি- কিছু কুলঙ্গার সন্তানের জন্য -পিতা-মাতার ভরণপোষণের জন্য আইন তৈরি করতে হয়েছে! সত্যি কথা বলতে কি- এইসব আইন বা আবেগ দিয়ে নয়, বাস্তবতার নিরিখে আর বিবেক ও মনুষ্যত্ব দিয়ে আমাদের ঘরে থাকা সব প্রবীণদের জন্য আমাদের ভাবা উচিৎ , দেয়া উচিৎ নিজেদের কিছু সময় তাদের! কোন প্রবীণকেই যেন অবহেলা আর অযত্নে ঘরের কোনে বা বৃদ্ধাশ্রমে পড়ে থাকতে না হয়, যেতে না হয় এমনটাই প্রত্যাশা রাখি নিজের ও সবার কাছে! ভাল থাকুক আমাদের বাবা-মা, দাদা-দাদী, নানা-নানীরা আমাদের কাছে!

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০১ লা অক্টোবর, ২০১৪ দুপুর ২:৪৫

ইমতিয়াজ ১৩ বলেছেন: ব্যস্ত এই পৃথীবিতে আমরা সবাই নিজেকে নিয়েই বেশী ব্যস্ত।


গত কয়েকদিন আগে আমার ছেলেটা বেশ অসুস্থ ছিল টানা প্রায় ৩ রাত ঠিক ভাবে ঘুমাতে পারি নি। এর দুই দিন পর মা অসুস্থ হয় সকালে ঘুম থেকে উঠে দেখি ছোট বোন মায়ের মাথায় পানি ঢালছে। ছোট বোন কে প্রশ্ন করায় উত্তর দিল আমার ঘুমের সমস্যা হবে তাই ডাকে নি।

যে আমি টানা তিন রাত সজাগ ছিলাম সেই আমি মা এর জন্য ১ রাত ব্যয় করতে পারলাম না।


আমার জন্য ও এরক একটা দিন অপেক্ষা করছে মনে হয় , শুধু চেলেটা একটু বড় হোক ।


পরিশেষে

ভাল থাকুক আমাদের বাবা-মা, দাদা-দাদী, নানা-নানীরা আমাদের কাছে!






শুভ কামনা এই ব্লগ সন্ত্রাসীটার জন্য।

১০ ই অক্টোবর, ২০১৪ দুপুর ২:৫৭

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু ভাইয়া! আমরা নিজেদের নিয়ে ব্যস্ত! আমাদের সময় কোথায় তাদের নিয়ে ভাবার?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.