নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Epshi007

ঈপ্সিতা চৌধুরী

I wanna know the wonders around me

ঈপ্সিতা চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

ছোট্ট ছোট্ট অনুভুতিতে ভালোবাসা ......! (১)

১২ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৩:৩৯

##>প্রতি সকালে তার মেসেজ...
এখন যদি পাশে থাকতিস, তোর পাশে শুয়ে আলতো করে
তোর কপাল ছুঁয়ে কানের পাশে মুখ নিয়ে বলতাম- ভালোবাসি,ভালোবাসি,
তুই কি আমার সব হবি?
> হতে পারি যদি প্রতিদিন এভাবেই ভালোবাসি বলিস!
এখন আমাকে বিছানা থেকে তুলে ওয়াশ রুমে দিয়ে আয়...
আমি একা যেতে পারবো না... !
>এই দেখ, তোকে আলতো করে তুলে ওয়াশ রুমে দিয়ে আসলাম, এই যে তোর ব্রাশ, তোর তোয়ালে সব রাখা আছে... এখন ফ্রেশ হয়ে নে! বল ভালোবাসি ...?
> হু বাসি! বাসি বাসিইইইইইইই !

## > ভালোবাসা মানে দুপুর হলেই তার ফোন... অ্যাই কি করিস?
>কিছু না শুয়ে আছি...
>এই অবেলায় শুয়ে আছিস কেন?
>এমনি!
>মন খারাপ?
>উহু না...
>বল না...? কি হয়েছে?
>বলবো না...
>আচ্ছা, আমার বুকে এসে, আমাকে জড়িয়ে ধরে বল, কি হয়েছে ?
>হু... মন খারাপ!
>কারণটা কি?
>কারন টা তুই!
>হাহহা! মানে কি রে হারামী! শোন, তোকে বুঝতে হবে, সবাই এক রকম না!
>জানি তো! তবুও...!

## > সন্ধ্যে হলেই - মিস করছি! ( মোবাইলে মেসেজ) !
>অই অই অন্য কারো মেসেজ বুঝি আমাকে দিয়েছিস?
>কেন তোকে মিস করতে পারি না? ফেবুতে আয়।
>আসলাম, কিসের এত্ত মিস করা রে?
>কেন আমি মিস করলি কি কোন পাপ হবে?
>হাহহা! না তা হবে কেন? তোর তো মিস করার মত মানুষের অভাব নেই! তাই ভাবলাম !
>হু, তোকেই করছি হারামী! যা আর করবো না!
>কেন কেন? শাকচুন্নি আর কটকটি বেগমেরা বুঝি অনলাইনে এসে গেছে?
>হাহহা! শয়াতান্নী! না তুই আছিস এখন তাই আর মিস করছি না!

## >ভালবাসা মানে রাত হলেই তাকে দেয়া মেসেজ- ঘুম আসছে না!
>পরক্ষনেই সে লিখে - এই দেখ, আমি তোকে একদম বাবুদের মত করে বুকে আগলে নিয়ে ঘুম পাড়িয়ে দিচ্ছি! ঘুমা এখন পাগলী! কাজ করছি!
>মেসেজটা পড়েই অন্যরকম শান্তিতে চোখ জুড়ে ঘুম... !

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১২ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৪:০১

অদ্ভুত_আমি বলেছেন: ভালোবাসা বেঁচে থাকুক সতত ।

১৪ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৩:১৫

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু ভাইয়া!

২| ১২ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৪:২৭

ইমতিয়াজ ১৩ বলেছেন: আমি তোকে একদম বাবুদের মত করে বুকে আগলে নিয়ে ঘুম পাড়িয়ে দিচ্ছি! ঘুমা এখন পাগলী! কাজ করছি!
<মেসেজটা পড়েই অন্যরকম শান্তিতে চোখ জুড়ে ঘুম... !



এই ঘুম যেন হয় পরম শান্তির, ঘুম থেকে উঠেই যেন পাওয়া যায় ভালবাসার মানুষটাকে বাস্তবে।






ভাল থাকুক এই ব্লগ সন্ত্রাসীটা।

১৪ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৩:১৬

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহা কি জানি পাওয়া হবে কি না......।

৩| ১২ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৪:৫৫

জোৎস্নার কান্না বলেছেন: আসলেই কি সবাই এই ভালবাসা পায় নাকি নিজেই নিজেকে স্বান্তনা দেয় সে অনেক সুখী। /:) /:) /:)

১৪ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৩:১৬

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: কেউ কেউ না পেলে তো এসব গল্পে আসতো না...আর কেউ কেউ হয়তো কল্পনায় ভাবে!

৪| ১২ ই অক্টোবর, ২০১৪ রাত ৯:৪২

অপূর্ণ রায়হান বলেছেন: ;) 8-| :#> :#> :P :P

ভালো থাকুন , সুন্দর থাকুন :)

১৪ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৩:১৬

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ধইন্না ধইন্না পাতা!

৫| ১৪ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:৩২

বিদ্রোহী ভৃগু বলেছেন: কেউ পেয়ে চুপ করে যায়
সূখের আবেশে বুদ হয়ে থাকে- বলার সময় কই;
কেউবা সোল্লাসে চিৎকার করে ইয়া হু..
কেউবা মুচকি হেসে আবেগের ঘরে দেয় শিকল
কে জানে সূখটুকু যদি কেউ চুরি করে নেয়!

কেউ না পেয়ে করে হা হুতাশ
কেউ বিবর্ণ ব্যথায় পাথর হয়ে যায়
কেউবা যাতনায় নিজেকে কষ্ট দেয়
কেউবা হৃদয়ের গভীর কুঠুরে তালা দিয়ে জীবনে তাল মিলায়
আবার
কেউ না পাওয়ার স্বপ্ন গুলোকে স্বপ্নের মতো করে
সাজিয়ে সাজিয়ে স্বপ্নটাকে বাঁচিয়ে রাখে-
হাসির আড়ালা লুকানো দু:খের মতো

....

এত এত স্বপ্নের ক্যাটাগরি কোনটা :P B-) =p~ =p~ =p~ =p~

১৪ ই অক্টোবর, ২০১৪ রাত ৮:৪০

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহা এটা স্বপ্ন নয় বাস্তবতা... ! আবার বাস্তবতা থেকে উঠে আসা কিছু স্মৃতি ... কিছু কষ্ট কষ্ট সুখ!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.