নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
## > ভালবাসা মানে- আমার কপালের টিপ ঠিক করে দেয়ার অজুহাতে আলতো করে তার আমার কপাল ছুঁয়ে দেয়া... ! টিপটাও ঠিকমত পড়তে পারিস না পাগলী?
>অই অই কি করিস? খালি মিথ্যা কথা? টিপ তো এতক্ষন ঠিক-ই ছিল রে হারামী? বুঝছি- সুযোগ পেয়ে ছোঁয়াছুঁয়ি খেলা, তাই না?
>হাহা! একটু ছুঁয়ে দিলে কি হয়? বলে- কয়ে ছোঁয়াতে যতটা না ভাল লাগে এভাবে হুট করে তোর কপালের টিপ কিংবা চুলগুলি ঠিক করে দিতে অনেক ভাল লাগে রে পাগলী!
> হু বুঝছি বুঝছি!
## ভালবাসা মানে- যখন-তখন তার হুমকি আর গালা-গালি-
>অই তোর ফোন বন্ধ কেন? তোর ফোন নিয়া তোরে সহ আছাড় মারুম কিন্তু!
>মারিস... ফোন এ চার্জ ছিলো না...
>কার লগে কথা কইছিস?
>কারো সাথেই না! এমন করিস কেন?
>এখনো কিছু করি নাই, সামনে পাইলে জুতা দিয়া পিটামু কইলাম!
>আমিও দড়ি রেডি রাখবো! তোরে বাইন্ধা পিটাবো?
>হহাআ! মানে কি? তুই আমার সাথে পারবি?
>না পারবো না! সাঙ্গ -পাঙ্গ রেডি রাখবো!
>আমি তোর সাঙ্গপাঙ্গ সহ সব কটারে পিটাইয়া ভর্তা বানাই দেবো!
>আমি তোর ঠ্যাং কেটে হাতে ধড়িয়ে দেবো!
>হাহা! গুন্ডি!
## ভালবাসা মানে- আমাকে রাগানো...
রাগ না ভাঙ্গিয়ে দিনের পর দিন কথা না বলা...
আর চুপ করে মজা দেখে মুচকি মুচকি হাসা!
>ভালবাসা মানে অকেশন এলেই আমার চুড়ির বায়না...
চুড়ি কিনে দিবে না এই নিয়ে তার কত টালবাহানা!
>ভালবাসা মানে ঘুরতে গিয়ে, খেতে গিয়ে আমার পার্স নিয়ে তার টানাটানি...
সুদে-আসলে শোধ নেবো সব এই বলে মানামানি... !
>ভালবাসা মানে ঝুম বৃষ্টিতে ভিজতে ভিজতে তার চোখে ডুব দেয়া
ইচ্ছে করে জ্বর বাঁধিয়ে তার কাছ থেকে আদুরে সেবা নেয়া... !
>ভালবাসা মানে চাঁদনী রাতে আলোর বৃষ্টিতে পাশাপাশি বসে থাকা
শুনতে না চাইলেও তার পঁচা গানে ভাললাগার মুগ্ধতা...!
১৫ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:৩৫
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহা... বাস্তবের কথোপকথন ...এখন স্মৃতিতে কল্পনার মতন!
২| ১৬ ই অক্টোবর, ২০১৪ সকাল ৯:৪৮
ইমতিয়াজ ১৩ বলেছেন: জটিল প্রতিউত্তর
১৬ ই অক্টোবর, ২০১৪ দুপুর ২:৩৪
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহা!
৩| ১৬ ই অক্টোবর, ২০১৪ সকাল ১১:৪৮
অপূর্ণ রায়হান বলেছেন: ভালুবাসা ভালু না :#>
১৬ ই অক্টোবর, ২০১৪ দুপুর ২:৩৪
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহা! কেনু বালা না! ছেকু খাইছেন জনাব?
©somewhere in net ltd.
১| ১৫ ই অক্টোবর, ২০১৪ দুপুর ২:৪০
ইমতিয়াজ ১৩ বলেছেন: ভালবাসার মানুষের সাথে কাল্পনিক কথাপোকথন, এর বাস্তবতার ... ... ... .... ....