নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Epshi007

ঈপ্সিতা চৌধুরী

I wanna know the wonders around me

ঈপ্সিতা চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

কিছু ছেলে মেয়েদের মোবাইল নং পেলে.........

১৭ ই অক্টোবর, ২০১৪ সকাল ১১:৪৭

>>পুরাই কুত্তার মত সেই নং এর পেছনে ছোটে! একটা নং পাইলেই হইল! ২০০৮ সালে ইত্তেফাকের পাঠকের বন্ধু বিভাগে নং সহ একটা লেখা প্রথম ছাপা হয়! সেখানে নিয়ম-ই ছিল নং সহ দিতে হবে লেখা! যাক সেই লেখা আসার পর পুরাই চেলিব্রেটি! ফোন আর মেসেজে মাথা খারাপের মত অবস্থা! অনেকের প্রশ্ন- মেয়ে হয়ে কেন মোবাইল নং দিলাম! এরপর তাদের সেই কথার ভিত্তিতে দিলাম আর একটা লেখা- এইবার ঝাক্কাস! এইবার লেখার ব্যাপারে মানুষের উৎসাহ আমাকে লিখতে আগ্রহী করল!
>এখন কথা হল- আমার মাথায় এতটাই ঘিলু কম নেই যে, আমি আমার ফ্যামিলি এন ফ্রেন্ডস নং টা পাব্লিকের জন্য দিয়ে দেবো! আমার ২টা সেট, ২টা নং! সো যেটা আমার ২ নং সিম, যেখানে হাজারটা, মেসেজ, ফোন আসলেও আমার যায়- আসে না এবং সব সময় সেই ফোন আমি রিসিভ করি না সেটাই দিয়েছিলাম লেখার সাথে! অনেক ভাল কিছু মানুষের সাথে পরিচয় হয়েছে, এখনো তারা বন্ধু/ভাই হয়ে আছে কিন্তু কাউকে কাউকে দেখলাম- পুরাই পাগলা কুত্তার মত যেন সেই নং এর পেছনে ছুটছে!যাক, এই ব্যাপারে আমি ভাল মত তাদের নিয়ন্ত্রন করি সেই ক্ষমতা আমার আছে, কারন আমি মনে করি, চাইলেই কেউ আমাকে ডিস্টার্ব করতে পারে না, যতক্ষন না আমি ডিস্টার্বিত হচ্ছি!
> এটা তো গেল, আমার পাব্লিশ হওয়া নং নিয়ে সেই নং এর পেছনে ছোটার কাহিনী এর বাইরেও কিছু ছেলে আছে, যারা কোন ভাবে একটা মেয়ের নং পেলে সেই নং এর পিছে পাগলা কুত্তার মত ছুটতে থাকে! ভুক্তভোগী কিছু মেয়েদের কথার প্রেক্ষিতেই আমার অভিজ্ঞতা সহ লিখা! (মেয়েদের এমন করতে অন্তত আমি দেখিনি, আবার করতেও পারে!)

মন্তব্য ১৮ টি রেটিং +০/-১

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১৭ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১২:০৩

শরীফ মাহমুদ ভূঁইয়া বলেছেন: আমার অভিজ্ঞতা আছে, যখন আমি থার্ড ইয়ার কিংবা সেকেন্ড ইয়ারে ছিলাম অনেকগুলা মেয়ে আমার নং প্রথম আলোর অদল-বদল থেকে নিয়ে আমাকে ফোন করত, তবে ডিস্টার্বের পর্যায়ে না।

১৭ ই অক্টোবর, ২০১৪ দুপুর ২:২৬

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু... মেয়েরা মনে হয় এতটা ডিস্টার্বিং হয় না...!

২| ১৭ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১২:১১

সজীব বলেছেন: /:) /:) /:)

১৭ ই অক্টোবর, ২০১৪ দুপুর ২:২৭

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহ্‌!

৩| ১৭ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১:২৩

ঢাকাবাসী বলেছেন: পরিবার থেকে যেরকম দেখে তাই শিখে!

১৭ ই অক্টোবর, ২০১৪ দুপুর ২:২৭

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: আসলে সব কিছুই পরিবারের দোষ না, নিজের মন মানসিকতা + কিছুটা অসৎ সঙ্গ বুঝি এমনটা পাগলা তাদের বানায়!

৪| ১৭ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৩:০৯

ভিটামিন সি বলেছেন: দুই-একটারে ডাইক্কা আইন্ন্যা ভাই-বেরাদার দিয়া ডলা দিলেই তো হইতো।

১৭ ই অক্টোবর, ২০১৪ রাত ৮:৪৯

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: আপ্নে থাকলে না ডাকতাম তাদের একটু ডইলা দিতে! কেমন আছেন?

৫| ১৭ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৩:৩১

অগ্নি সারথি বলেছেন: ভিটামিন সি বলেছেন: দুই-একটারে ডাইক্কা আইন্ন্যা ভাই-বেরাদার দিয়া ডলা দিলেই তো হইতো।
খিক।

১৭ ই অক্টোবর, ২০১৪ রাত ৮:৪৯

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: খিক্স!

৬| ১৭ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৪:১১

নতুন বলেছেন: অগ্নি সারথি বলেছেন: ভিটামিন সি বলেছেন: দুই-একটারে ডাইক্কা আইন্ন্যা ভাই-বেরাদার দিয়া ডলা দিলেই তো হইতো।
খিক


আসলেই ঐসব পুলাপাইনেরে ডলা দেওয়াই দরকার...

১৭ ই অক্টোবর, ২০১৪ রাত ৮:৫০

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: খিক খিক! আরে আগে কইবেন না আপনারা আছেন, তাইলে না আপ্নাগো দিয়া ওদের ডলা দিতাম!

৭| ১৮ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:৩৫

ইমতিয়াজ ১৩ বলেছেন: চাইলেই কেউ আমাকে ডিস্টার্ব করতে পারে না, যতক্ষন না আমি ডিস্টার্বিত হচ্ছি! ------- ভাল উক্তি


:( :( তাইতো বলি এই ব্লগ সন্ত্রাসীটাকে ডিষ্টার্ব করার সাহষ পায় কে ;) ;) ;)








ভাল থাকুক ছোট্ট ব্লগ সন্ত্রাসীটা।

১৮ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:১৯

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহা! হু ভাইয়া চাইলেই কেউ আমাকে......। আমি ছোট্ট না কিন্তু, তবে আপনার কাছে ছোট্ট থাকতে চাই!

৮| ১৮ ই অক্টোবর, ২০১৪ রাত ৮:২৭

ইমতিয়াজ ১৩ বলেছেন: বয়স যদি ৩০ পার না হয়ে থাকে তবে তো আমার ছোট্ট্-ই





অনেক ভাল থাকুক ছোট্ট ব্লগ সন্ত্রাসীটা। আমার ছোট বোন ফারজানার মতোই।

১৯ শে অক্টোবর, ২০১৪ দুপুর ২:৩৯

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ৩০ পার হয়ে গেছে তো! এখন কি হবে? না আমি ছোট আপুই থাকবো!

৯| ১৯ শে অক্টোবর, ২০১৪ দুপুর ২:৪৮

ইমতিয়াজ ১৩ বলেছেন: ছোট্ট থাকার মজা আছে। সকল আবদার পূরণ হয় বিনা বাক্য ব্যায়ে।

১০| ২২ শে অক্টোবর, ২০১৪ রাত ৮:২৫

এম ই জাভেদ বলেছেন: গত দুই দিন যাবত একটা নাম্বার থেকে আমাকে রাতে ফোন করে ডিস্টার্ব করছে কাঁচা ঘুম ভাঙ্গিয়ে দিয়ে। কিন্তু ফোন রিসিভ করলে কোন কথা বলেনা। আপত্তিকর আওয়াজ শুনি। গতকাল রাতে বিরক্ত হয়ে বালিশের নিচে ফোন রিসিভ করা অবস্থায় রেখে দিয়েছি আধা ঘন্টা। বেকুবটা দেখি তাও ফোন কাটেনা।

আজ দিনের বেলায় ঝাড়ি দেওয়ার জন্য ফোন দিয়ে নিশ্চিত হলাম ওটা একটা মেয়ের নাম্বার। আমার গলার টোন শুনে ঝাড়ির বিষয়টা আঁচ করে ফোন কেটে দিয়েছে।

বিশ্বাস না হলে আমি আপনাকে নাম্বারটা দিতে পারি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.