নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Epshi007

ঈপ্সিতা চৌধুরী

I wanna know the wonders around me

ঈপ্সিতা চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

ইচ্ছে করছিল তাকে কোন পাহাড়ে নিয়ে গিয়ে ধাক্কা দিয়ে ফেলে দেই ...

১৭ ই অক্টোবর, ২০১৪ রাত ৮:৫১

অপ্রত্যাশিত বলবো না... প্রত্যাশিতই ছিল... তবে এমনভাবে নয়, এত দেরীতে নয়, যে ভাবে নিষেধ করা সত্ত্বেও পাগলাটা আবার ঝড় তুলেছিল মুঠোফোনে ... ! জানতাম, ইচ্ছে করেই তার এই যন্ত্রনা আমাকে দেয়া, স্তব্ধতা আর বুকের ভেতরের দ্রিম দ্রিম শব্দটাকে উপেক্ষা করে বললাম, নিষেধ করেছিলাম, আমাকে আর জ্বালাবি না... শুনলি না কেন? পাগলার উত্তর এক প্রকার এমন ...আমার ইচ্ছে! রাগে-অভিমানে তাকে জিজ্ঞেস-ই করিনি- কেমন আছিস? বদমাশটা সেটা বুঝেই বলেছিল- কেমন আছি এটা জিজ্ঞেস করতেও পারলি না? এটা জিজ্ঞেস করতে পয়সা লাগে না রে ! আরোও বেশি অভিমান হয়েছিল! পরে আর একদিন বকা দিয়েছিলাম, দুদিন পর সরি বলে, বলেছিলাম... কারো যে তোকে খুব দেখতে ইচ্ছে করে এটা বুঝিস? কেউ যে প্রতিক্ষায় ছিল তোর, সে কথা ভুলে গেছিস...? পাগলার উত্তর- আমাকে দাওয়াত দিলে অবশ্যই আসবো দাওয়াত খেতে! কত্ত বড় বদমাশ! বুঝতে পারি সে ইচ্ছে করেই আমাকে জ্বালাতে ঝড় তুলেছে... কারন আমার কষ্টটা তাকে অদ্ভুদ রকম শান্তি দেয়...! যেন এই পৃথিবীতে সে এই একটি মানুষকে জ্বালিয়ে নিজের কষ্ট ঢাকে! আমার তাকে দেখতে ইচ্ছে করে, আর সে বলে- আমার বাসায় দাওয়াত খাবে! কত্ত বড় হারামী আর বদের হাড্ডি হলে এইসব বলতে পারে? ইচ্ছে করছিল তাকে কোন পাহারে নিয়ে গিয়ে ধাক্কা দিয়ে ফেলে দেই ... কিংবা ওর চুলগুলা কেটে টাক্লা বানিয়ে দেই... মাথায় এক বালতি পানি ঢেলে দেই...না হয় পিঁয়াজের মত কুচিকুচি করে কাটি! কিন্তু পারছি না...! কেন যে তাকে এত ভালোবাসি ! বদমাশটাকে লিখলাম- “ দাওয়াত কনফার্ম পাবি! আমার চল্লিশার দাওয়াত খেতে আসার নিমন্ত্রন তোকে অবশ্যই দেয়া হবে”! আর মনে মনে প্রার্থনা করলাম- ওর সেই দাওয়াত খাওয়ার ইচ্ছেটা যেন পূরণ হয়...কারন ওর এই ইচ্ছেটা পূরণের মধ্য দিয়েই আমার জয় হবে...! সেই থেকে বদের হাড্ডিটা লাপাত্তা! ভেবেছে, আমি বুঝি ব্যাকুল হয়ে তাকে আসতে বলবো ...! হাহ্‌! মরে যাবো তবুও বলবো না- আয়...খুব কাছে থেকে তোকে একবার দেখি...! তুই মর গা... জাহান্নামে যা গা... আমার কি?

মন্তব্য ২০ টি রেটিং +০/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১৭ ই অক্টোবর, ২০১৪ রাত ৯:০৯

নিষ্‌কর্মা বলেছেন: তোমাদের ভেতরে বুঝি খুব ভালোবাসা? খুব ভালো লাগল পড়ে তোমার মনে কথা। অনেক টা আমার মনের কথার মতই।

১৭ ই অক্টোবর, ২০১৪ রাত ৯:২৮

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু ভালোবাসি ...! সত্যিকার অর্থে যারা ভালবাসে তাদের সকলের মনের কথা এমন-ই হয়! অনেক ধন্যবাদ !

২| ১৭ ই অক্টোবর, ২০১৪ রাত ৯:২৩

মুকতোআকাশ বলেছেন: চমৎকার ! চমতকার-মনের আলো-আঁধারের খেলা! স্পর্শ করে মন কে।

১৭ ই অক্টোবর, ২০১৪ রাত ৯:২৮

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ !

৩| ১৭ ই অক্টোবর, ২০১৪ রাত ৯:৩১

নীল রাত বলেছেন: আহা....
একদম খাঁসা ভালবাসা.....

১৭ ই অক্টোবর, ২০১৪ রাত ৯:৪৮

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু ভালোবাসা এমন-ই হতে হয়!

৪| ১৭ ই অক্টোবর, ২০১৪ রাত ৯:৫১

অপূর্ণ রায়হান বলেছেন: ইয়ে , পাহাড় থেকে ধাক্কা দেওয়ার আগে তার মানিব্যাগটা রেখে দিতে ভুলবেন না @ইপ্সি ;) ফেরার ভাড়া তো লাগবে B-) B-) B-)

আপনাদের জন্য অনেক শুভকামনা 8-| 8-| 8-|

১৭ ই অক্টোবর, ২০১৪ রাত ৯:৫৫

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহা! তার মানিব্যাগ নাই সে সব সময় আমার পার্স থেকেই টাকা ছিন্তাই করে ...ভাড়া দেয়, বিল দেয়! (তবে কল্পনায় কল্পনায়) ! আপনারা ... হহা! আমরা বাস্তবতার বেড়াজালে বন্দী! অনেক ধন্যবাদ !

৫| ১৭ ই অক্টোবর, ২০১৪ রাত ১০:৪১

সজীব বলেছেন: :!> :!>

১৮ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৩:০৩

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ?????????

৬| ১৭ ই অক্টোবর, ২০১৪ রাত ১০:৫১

রেজা এম বলেছেন: মার্কেটিং B-) B-) B-) B-) B-)

১৮ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৩:০৪

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: কি মার্কেটিং ?

৭| ১৮ ই অক্টোবর, ২০১৪ সকাল ৯:০৮

তুষার কাব্য বলেছেন: ইটিশ পিটিশ প্রেম... ;) সাথে মান অভিমান আনলিমিটেড... :D ভালো লাগলো...

১৮ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৩:০৪

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহা- প্রেম-পিরিতিতে এরকম ইটিশ-পিটিশ, মান-অভিমান না থাকলে কি তা জমে? অনেক ধন্যবাদ !

৮| ১৮ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:৪০

ইমতিয়াজ ১৩ বলেছেন: তুই মর গা... জাহান্নামে যা গা... আমার কি?






একাই মরবে , জাহান্নামে যাবে নাক এই সন্ত্রাসীটাও ভালবাসার টানে সঙ্গী হবে???










ভাল থাকুক এই ব্লগ সন্ত্রাসীটা।

১৮ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:১৯

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহা! নাহ্‌ বদমাশ, বদের হাড্ডিটা আমাকে সাথে নিবে না তো! আপনিও ভাল থাকুন, তা না হলে কে আমাকে ভাল থাকার দোয়া করবে?

৯| ১৮ ই অক্টোবর, ২০১৪ রাত ৮:২৩

ইমতিয়াজ ১৩ বলেছেন: লেখক বলেছেন: হাহহা! নাহ্‌ বদমাশ, বদের হাড্ডিটা আমাকে সাথে নিবে না তো!

না নিয়ে কি উপায় আছে? ওে ঘারে মাথা কয়টা?

১৯ শে অক্টোবর, ২০১৪ দুপুর ২:৩৮

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহা কি জানি কয়টা মাথা আছে?

১০| ১৯ শে অক্টোবর, ২০১৪ দুপুর ২:৫১

জামান শেখ বলেছেন: =p~ :>

১৯ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:০৩

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হেহহে!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.