নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
##সব সময়-ই ভাবতাম মাঝ রাতে আমার ঘুম ভাঙ্গানোর অভ্যাসটার কথা তুই ভুলে যাসনি ... এখন যে ঘুম-অঘুমের মাঝে ঘোরলাগা ভাবে অপেক্ষায় থাকি... কষ্ট পাই তোর ফোন না আসাতে সেটা তুই, আমি মুখে না বললেও বুঝে যাস...
ঘুম ভেঙ্গে বালিশের কাছে থাকা মোবাইলটা হাতে নিয়ে তোর মুঠোবার্তা দেখে ঝলমলে হয়ে শুরু হত দিনটা ভাবতাম সে কথা তুই ভুলে যাসনি ... এখন দিনের শুরুটা হয় মোবাইলে তোর মুঠোবার্তা না দেখে একরাশ হতাশায় ... আমি সে কষ্টের কথা মুখ ফুটে বলতে না পারলেও ভাবতাম তুই বুঝে যাস তা...
দুপুরের একাকীত্বে খুনসুটিতে তোকে কাছে না পাওয়ার কষ্টটা তুইও বুঝি টের পাস বিছানায় শুয়ে...ভাবতাম আমি...
বিকেলে একাকী ছাদে হেঁটে বেড়াতে গিয়ে বারবার যে উদাসীনতা ঘিরে ধরে, ভেবেছিলাম, আমি না বললেও ঘুম ভেঙ্গে পাশ ফিরে শুয়ে দেয়ালের দিকে তাকিয়ে তুই ও উপলব্ধি করিস আমার বিষণ্ণ বিকেলটিকে ......
সন্ধ্যার একলা চায়ের কাপে চুমুক দিতে গিয়ে বারবার তোর চায়ের কাপে ভাগ বসানোর কথা ভেবে যে কষ্টটা আমাকে ছুঁয়ে যায়... ভাবতাম অফিসে বসে চা খেতে খেতে তুইও বুঝি তা বুঝে ফেলিস...
চ্যাটে কতদিন সবুজ বাতিটা দেখি না...কতদিন সন্ধ্যায় মোবাইলে কারো মিসডবার্তা আসে না... ভাবতাম এই কথাগুলি বুঝি তুইও ভবাছিস একাকী হাজার হাজার মাইল দূরে বসে...
ক্লান্ত পথ একাকী চলতে গিয়ে বারবার নিজের আঙ্গুলে তোর আঙ্গুল চেপে ধরে হাঁটছি এই স্পর্শটা অনুভব করতে গিয়ে আমি বারবার হতাশ হয়ে যাই... ভাবতাম, তুইও সেই স্পর্শের কথা ভেবে কষ্ট পাস...
ঘুম আসছে না আমার, অপেক্ষায় আছি কারো ঘুম পাড়ানী মেসেজের, চোখ বন্ধ করে পাশ ফিরে হাতড়ে খুঁজি কাউকে... তাকে না পাওয়ার যন্ত্রনাটা কামড়ে ধরে আমাকে, ক্লান্ত শরীরে অফিস থেকে বাসায় এসে বিছানায় নিজেকে এলিয়ে দিয়ে... এপাশ ওপাশ করে তুইও বুঝি বুঝে ফেলিস তা - আমি ভাবতাম... !
আজকাল বুঝি এইসব ট্যালিপ্যাথি কাজ করে না... তাই না? কারন এত্ত এত্ত মানুষের ভাবনার ভিড়ে এই একটা মানুষের ভাবনা আজ তোকে আর ভাবায় না... আজকাল ভাবনার নেটওয়ার্ক বুঝি অন্যদিকে ঘুরে গেছে... ?
২৩ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:৫১
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহা! ধন্যবাদ ভাইয়া! কিন্তু চারপাশে এখন এত্ত এত্ত নেটওয়ার্ক ......।
২| ২৩ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:০১
ইমিনা বলেছেন: খুব ভালো লিখেছেন আপু। সেই সাথে অবাক না হয়ে পারছি না ...
ভালো থাকবেন। শুভকামনা ।।
২৫ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:১৯
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহা ধন্যবাদ ! অবাকের কারনটা কি? আপনিও ভাল থাকবেন!
৩| ২৩ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:০৩
ইমতিয়াজ ১৩ বলেছেন: এ ক্ষেত্রে তো আর একটার বেশী নেটওয়ার্ক ব্যাবহার করা যায় না। সো এত্ত এত্ত নেটওয়ার্ক থেকে যে কোন একটা নেটওয়ার্ক নিয়ে নিলেই হয়।
ভাল থাকুক এই মিষ্টি ব্লগ সন্ত্রাসীটা।
২৫ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:১৯
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহা! আমি তো একটাতেই আছি... কল্পিত চরিত্র অনেকগুলাতে আছে মনে হয় ভাইয়া!
৪| ২৪ শে অক্টোবর, ২০১৪ রাত ১:২৪
কলমের কালি শেষ বলেছেন: তুই এতো অভিমান করিস কেন ?..
ভাল অনুভূতি । টাটকা অভিমান ।
২৫ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:২০
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: আহহাহ! টাটকা অভিমান...
৫| ২৬ শে অক্টোবর, ২০১৪ সকাল ৯:৫২
ইমতিয়াজ ১৩ বলেছেন: লেখক বলেছেন: হাহহা! আমি তো একটাতেই আছি... কল্পিত চরিত্র অনেকগুলাতে আছে মনে হয় ভাইয়া!
টের পেয়েছি অনেক আগেই, কিন্তু ... ... ... ... ...
শুভ কামনা এবং অনেক অনেক দোয়া এই ছোট ভাই (কল্পিত বড় ভাই ) এর পক্ষ থেকে।
২৭ শে অক্টোবর, ২০১৪ দুপুর ২:২৯
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: কিন্তু কি ভাইয়া? আর আপনি কল্পিত ভাই হবেন কেনু?
৬| ২৮ শে অক্টোবর, ২০১৪ দুপুর ২:০৫
ইমিনা বলেছেন: কথাগুলো তো আমারই ছিল। সেগুলো কিভাবে যে আপনি লিখে ফেললেন তা ভেবেই অবাক হয়েছি।
তবুও এমন আরো অনেক অনেক লেখা চাই।
শুভকামনা রইলো আপুনি।।
২৯ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৩:০৬
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হহাহা! আসলে সব ভালোবাসা ... ভাললাগার অনুভবগুলি বুঝি এক-ই হয়! আর তাই ভালোবাসার আর ভাললাগার কথাগুলির সাথে একজনের ভাবনার সাথে আর একজনেরটা মিলে যায়-- মনে হয়-- আমিও তো এমনটাই ভেবেছি! অনেক ধন্যবাদ ! শুভ কামনা আপনারও জন্য!
©somewhere in net ltd.
১| ২৩ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:৫৫
ইমতিয়াজ ১৩ বলেছেন: না ঘুরে যায় নি। দেখবেন আপনাকে অবাক করে দিয়ে ফুল নেটওয়ার্কে আপনার সামনে হাজির থাকবে। তখন ........
ভাল থাকুক এই ব্লগ সন্ত্রাসীটা।