নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Epshi007

ঈপ্সিতা চৌধুরী

I wanna know the wonders around me

ঈপ্সিতা চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

মেয়েশিশুর জন্য নিরাপদ শহরের আগে নিরাপদ পরিবার দরকার!

২৭ শে অক্টোবর, ২০১৪ দুপুর ২:২৭

>>দৈনিক যুগান্তরের এক গোলটেবিল বৈঠকে “ মেয়েশিশুদের জন্য নিরাপদ শহর” এর দাবী জানানো হয়! কিন্তু নিরাপদ শহরের আগে নিরাপদ পরিবার দরকার! যেখানে শিশুরা সব ধরনের বৈষম্য কাটিয়ে নিরাপদে বড় হতে পারবে!
>>অনেকেই হয়ত অস্বীকার করবে এই কথাটা যে, বেশির ভাগ শিশুই পরিবারের নিকট আত্মীয় দ্বারা নির্যাতিত বা নিপীড়িত হয়! কিন্তু আসল সত্যিটা-ই হল এটা! যেটা আমাদের জানার বাইরে থেকে যায়! এই নিয়ে এর আগেও লিখেছিলাম! তাই শিশুদের ছোটবেলা থেকেই নিজেকে রক্ষা করার কিছু কৌশল হিসেবে- জুডো-কারাত শেখানো সহ নিজের চারপাশের পরিবেশ বুঝে চলতে সহায়তা করা দরকার! সর্বোপরি একজন মেয়েশিশুর শুধু না একজন ছেলেশিশুর বয়ঃসন্ধিকালটায় বাবা-মা’র আচরণ যেন বন্ধুর মত হয়,এদিকটাও খেয়াল রাখা দরকার!
>আপনার মেয়েশিশু এবং ছেলেশিশু দুজনের-ই বেড়ে ওঠার সময়টুকুতে বিশেষ নজর রাখুন, বন্ধুর মত পাশে থাকুন! নিজে সচেতন হোন, অন্যকেও সচেতন করুন!

মন্তব্য ১২ টি রেটিং +৩/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৭ শে অক্টোবর, ২০১৪ দুপুর ২:৪৮

ইমতিয়াজ ১৩ বলেছেন: আপনার মেয়েশিশু এবং ছেলেশিশু দুজনের-ই বেড়ে ওঠার সময়টুকুতে বিশেষ নজর রাখুন, বন্ধুর মত পাশে থাকুন! নিজে সচেতন হোন, অন্যকেও সচেতন করুন!



একমত, একমত এবং একমত।




মাঝে একদিন (২৬-১০-২০১৪ইং তারিখে) সামুতে আসেন নি কেন? স্বপ্নপুরী কেমন বেড়ালেন?

২৭ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:৪২

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু ধন্যবাদ ভাইয়া! স্বপ্নপূরী ভালোই বেড়ালাম, বিজি ছিলাম তাই আসা হয়নি!

২| ২৭ শে অক্টোবর, ২০১৪ দুপুর ২:৪৮

ইমতিয়াজ ১৩ বলেছেন: লাইকটা আমার দেয়া।

২৭ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:৪২

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহা ধইন্না পাতা!

৩| ২৭ শে অক্টোবর, ২০১৪ দুপুর ২:৫০

ইমতিয়াজ ১৩ বলেছেন: ভাল থাকুক এই ব্লগ সন্ত্রাসীটা।

২৭ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:৪২

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: আপনিও ভাল থাকুন সব সময়!

৪| ২৭ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৩:০৬

সোহানী বলেছেন: সহমত। কারন শিশুরা প্রথম নির্যাতিত হয় খুব কাছের মানুষ দ্বারা... তারপরে অন্য কারো দ্বারা।

২৭ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:৪২

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ধন্যবাদ আপু! হু এটা অনেকেই স্বীকার করে না, এবং জানার চেষ্টাও করে না!

৫| ২৭ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:১০

তুষার কাব্য বলেছেন: সহমত ...

২৯ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:১৪

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু ধন্যবাদ ভাইয়া!

৬| ২৯ শে অক্টোবর, ২০১৪ রাত ১:০৭

অপূর্ণ রায়হান বলেছেন: ভালো লিখেছেন @ইপ্সি , একমত ।

শুভ রাত্রি :)

২৯ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:১৪

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু ধন্যবাদ ভাইয়া!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.