নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Epshi007

ঈপ্সিতা চৌধুরী

I wanna know the wonders around me

ঈপ্সিতা চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

কোন একদিন কি এমন সত্যি সত্যি আসবে- ...........

২৭ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:৪৬

বদের হাড্ডিটাকে বললাম, এক সাথে চা খাবো?

>বদমাশ বলল- ওকে সন্ধ্যার আগে ডেকে দিস!

> বললাম- ডাকতে গিয়ে আবার বকা খাবো না কি?

>বদটা বলে- খেতেও পারিস !

>বললাম- তোকে দুইটা লাত্থি কুত্তা !

>পাঁজিটা এইবার বলে- ওকে ঠিক আছে,ভেবে জানাবো!

>বললাম- কি ভাববি ? আর এতে ভাবার কি আছে?

>আরে বাবা, এমন করিস কেন?

>বললাম- অই যা চা খেতে হবে না! তুইএকাই না হলে শাঁকচুন্নি/ কটকটি এইসব ফাত্রীগুলাকে নিয়ে খা!

>আচ্ছা, খাবো!

> হুর... তোকে তিন লাত্থি! তোর চা তুই খা! আমি খাবো না!

>আচ্ছা, না খাস, আমি চা বানাবো, তুইএকটা একটা করে সব জিনিস আমার হাতের কাছে এগিয়ে দিস কেমন?

>আমি কিছু করতে পারবো না... শুধু পাশে দাঁড়িয়ে থেকে তোর চা বানানো দেখবো!


>>> আচ্ছা? কোন একদিন কি এমন সত্যি সত্যি আসবে-

যেদিন বদের হাড্ডিটা মনোযোগ দিয়ে চা বানাবে ..........

আর তার পাশে মুগ্ধতার আবেশে দাঁড়িয়ে থাকবে মেয়েটি...?


......... সেদিন ঝুম বৃষ্টি হবে, বদের হাড্ডিটা চা মেয়েটির হাতে দেয়ার আগেই .........

মেয়েটি ছুটে ছাদে চলে যাবে ভিজতে...

আর পেছন থেকে বদটা চিল্লাইতে থাকবে... চা টা খেয়ে যা...

এরপর পাঁজিটা নিজেও চা না খেয়ে ছুটে যাবে ছাদে...!

ছাদের দরজায় পৌছে অপলক দৃষ্টিতে তাকিয়ে দেখবে মেয়েটির ছুটোছুটি ......।।

মেয়েটি হুট করে ছেলেটিকে দেখে এক পা এক পা করে এগিয়ে এসে .........

বৃষ্টির পানি ছেলেটির মুখে ছিটিয়ে দিয়ে দৌড়ে পালাবে...

ছেলেটি চমকে উঠে ...হারামী, শয়তান্নী বলেই মেয়েটির পিছু পিছু ছুটবে...

তারপর মেয়েটির হাত ধরে আলতো করে তাকে কাছে টেনে এনে তার দু'চোখে ডুব দেবে...!

এরপর মেয়েটি হ্যাচ্চও হ্যাচ্চও করতে থাকবে...

আর বলবে- চা খাবো -- চল...নিচে নেমে যাই...

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৭ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:৪৫

বদিউজ্জামান মিলন বলেছেন: ফাটাফাটি..অপূর্ব...

২৭ শে অক্টোবর, ২০১৪ রাত ৮:২৯

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ ! ভাল থাকবেন!

২| ২৭ শে অক্টোবর, ২০১৪ রাত ৮:২২

দীপংকর চন্দ বলেছেন: ভালো লাগলো।

শুভকামনা জানবেন। অনিঃশেষ।

২৭ শে অক্টোবর, ২০১৪ রাত ৮:২৯

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ধন্যবাদ ! শুভ কামনা রইল!

৩| ২৭ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:০৯

আবু শাকিল বলেছেন: হ্যাচ্চো....
পড়ায় মজা পেলাম আপু।

২৯ শে অক্টোবর, ২০১৪ দুপুর ২:৫৮

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহা! ধন্যবাদ ভাইয়া!

৪| ২৮ শে অক্টোবর, ২০১৪ সকাল ১০:৪১

ইমতিয়াজ ১৩ বলেছেন: আর বলবে- চা খাবো -- চল...নিচে নেমে যাই...


চা খাওয়ার কোন দরকার নাই, শাকচুন্নিটা বৃষ্টিতেই ভিজুক।




ভাল থাকুক এই ব্লগ সন্ত্রাসীটা।

২৯ শে অক্টোবর, ২০১৪ দুপুর ২:৫৮

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহা! আমি শাঁকচুন্নি না তো! তবে বৃষ্টিতে ভিজতেই থাকি এরকম রেকর্ড আছে! ভাল থাকুন ভাইয়া!

৫| ২৯ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:২৮

কলমের কালি শেষ বলেছেন: হুম চা খেতে হবে তোমার হাতের ;) ;) :P :P

২৯ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:১৪

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: আমার হাতের --হহাহা?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.