নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Epshi007

ঈপ্সিতা চৌধুরী

I wanna know the wonders around me

ঈপ্সিতা চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

ছাত্র যখন পিছু নেয়......।

২৯ শে অক্টোবর, ২০১৪ দুপুর ২:৪১

>কাল ক্লাস ওয়ানের সবচেয়ে দুষ্টু ৪জন ছেলে/মেয়ের কাছ থেকে মানিব্যাগ সহ টাকা/ স্টিকার (একজন আবার স্টিকার বিক্রি করছিলো) / একটা খেলনা পিস্তল জব্দ করি, এরপর ওগুলো নিজের ব্যাগে ঢুকিয়ে নিয়ে বলি- এসব আর ফেরত দিবো না! ক্লাসেই বাচ্চাগুলি -ম্যাডাম প্লিয দেন, আর আনবো না- বলতে থাকে! কিন্তু আমি দেই না, ওদের ছুটি শেষে আমি আমাদের টিফিন টাইমে বাসায় আসছি, দুষ্টু ছেলেটা আমার পিছু নেয়,ম্যাডাম টাকাগুলা দেন না, আমি মাঠে থাকা বড় ম্যাডামকে দেখিয়ে হাসতে থাকি, ম্যাডাম বলে দিয়ে দাও, আমি দেই না, স্কুলের এক দরজা দিয়ে বেড়িয়ে দরজা বাইরে থেকে আটকিয়ে দেই, ছেলেটা অন্য দরজা দিয়ে দৌড়িয়ে আমার পিছু নিয়ে বাসা পর্যন্ত আসতে থাকে আর পেছন থেকে বলতে থাকে- ম্যাডাম মানিব্যাগ না দেন, টাকাগুলা দেন না... ( স্কুল থেকে বাসা এক মিনিটের রাস্তা) পথিমধ্যে সকলে ওর কান্ড দেখে হাসতে থাকে, আমার বাপজানও সে সময় বাজারে যাচ্ছিল- এইদেখে বাপজান হেসে বলে-
কি রে? ছাত্র কি তোকে টিজ করছে না কি?
>বাচ্চাগুলার দুষ্টামিও মাঝে মাঝে মজার হয়! আমাদের সময়ে এরকম দুঃসাহস দেখানোর কথা আমরা ভাবতেও পারিনি! আমার ব্যাগ থেকে ক্লাস নাইনে যখন তিন গোয়েন্দার বই ( স্কুলের মেয়েদের ব্যাগে চিঠি-পত্র খুঁজতে গিয়ে ) সিজ করে স্কুলের ম্যাডাম সেদিনের কথা এখনো ভুলিনি! এরপর যখন অভিভাবককে স্কুলে ডাকে, ওরে বাপস্‌! কি ভয়ঙ্কর দিন ছিল! টিসি যদি দিয়ে দেয় এই নিয়ে! যদিও কিছু হয় নাই

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৯ শে অক্টোবর, ২০১৪ দুপুর ২:৪৮

ভূতের কেচ্ছা বলেছেন: মজার.......................

২৯ শে অক্টোবর, ২০১৪ দুপুর ২:৫৮

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহা! ধন্যবাদ!

২| ২৯ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৩:৩১

ইমতিয়াজ ১৩ বলেছেন: যেমন শিক্ষিকা তেমন তার ছাত্র.........................




ভাল থাকুক এই ব্লগ সন্ত্রাসীটা।

২৯ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:১৩

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহা! ভাইয়া আমি বুঝি অই পিচ্চির মত!!!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.