নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কি জানি কি হয়েছে বালিকার...
তাই শুধু ভালোবাসি ভালবাসি বলতেই থাকে...
যন্ত্রনাবিগ্ধ বালক... সত্যি সত্যি যন্ত্রনায়
না কি ভয়ে... না কি অন্য কোন কারনে
সে কি হুঙ্কারে বারবার বালিকার মুখ চেপে ধরে...
রাগ-অভিমানে বালিকা বারবার ফুঁসে ওঠে...
মনে মনে ভাবে - ভালবাসবো না আর...
কিন্তু পরক্ষনেই আবার কি যে হয়...
বলে ফেলে ভালোবাসি ...
এরপর ভয় আর আশঙ্কায়
অপেক্ষা বালকের হুঙ্কারের...
হাহহা বালক কোন একদিন অলস দুপুরে...
বিষণ্ণ বিকেলে ... সন্ধ্যার উদাসীনতায় ...রাতের নির্জনতায়...
তুমি ঠিক-ই বুঝে যাবে
আমার চেয়ে বেশি ভাল আর কেউ বাসে নি তোমায় ...
অন্য কাউকে এতটা কষ্ট দাওনি তুমি
যতটা দিয়েছো আমায়... !
তোমার অদ্ভুদ আচরণ আমাকে স্তব্ধ করে দিয়েছিলো
আমি তো মুক্তি-ই চেয়েছিলাম বালক...
সব কিছু থেকে ...
তুমি-ই চেয়েছিলে...খামোখা অন্য একটা রেশ টেনে রাখতে...
বলেছিলাম না...।।
অথচ দেখো ঠিক ঠিক সেই আগের মতই আমি
অক্টোপাসের মত আঁকড়ে ধরে আছি তোমায়...
তোমারি আড়ালে... !
তোমার সাহসের বড়াই তুমি কর,
আমি বলি অমন সাহসের বড়াই ভিতুরাই করে
যারা সময়ে সাহসিকতার পরিচয় না দিয়ে পাশ কাটিয়ে চলে যায়...
আমার দুঃসাহস আছে বালক-
তাই শত হুঙ্কারেও বলতে পারি- চিৎকার করে বলতে পারি ভালোবাসি ...
সবার সব ক্ষমতা থাকে না...
যেমন তোমার নেই বাস্তবতার মুখোমুখি হওয়ার ...
কিন্তু আমার আছে চিৎকার করে ভালোবাসি বলার ক্ষমতা ...
তুমি হুঙ্কার আর হুমকিতে আমাকে দগ্ধ করতে চাও...
দম বন্ধ করে মেরে ফেলতে চাও...
আমি ফাঁকফোকর গলিয়ে বেড়িয়ে এসে বলি- ভালোবাসি ...
তুমি আমাকে অপমান কর... অবহেলা কর,
আমার প্রতি উদাসীনতা দেখাও ...
আমি তোমাকে ভালোবাসা দিয়ে দিয়ে ডুবিয়ে দেই...
তুমি পারো না সেই ভালোবাসার মুখোমুখি হতে...
তাই বকবক...হুঙ্কার আর হুমকি না দিয়ে অন্যদিকেই যাও...।
৩০ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:৪৬
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: এই মুহূর্তে কিছু বলার নাই ভাইয়া! আপনিও ভাল থাকুন সব সময়!
২| ০১ লা নভেম্বর, ২০১৪ রাত ১১:০৫
রেজা এম বলেছেন: জানি তো
০২ রা নভেম্বর, ২০১৪ দুপুর ২:২৪
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: তাই না কি?
৩| ০২ রা নভেম্বর, ২০১৪ দুপুর ২:৩৪
ভূতের কেচ্ছা বলেছেন: এরপর ভয় আর আশঙ্কায়
অপেক্ষা বালকের হুঙ্কারের...
হাহহা বালক কোন একদিন অলস দুপুরে...
বিষণ্ণ বিকেলে ... সন্ধ্যার উদাসীনতায় ...রাতের নির্জনতায়...
তুমি ঠিক-ই বুঝে যাবে
আমার চেয়ে বেশি ভাল আর কেউ বাসে নি তোমায় ...
০২ রা নভেম্বর, ২০১৪ বিকাল ৩:০০
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু বালক এসে আজাইরা হুমকি দেয়...... !!!!!!
©somewhere in net ltd.
১| ৩০ শে অক্টোবর, ২০১৪ দুপুর ২:২৯
ইমতিয়াজ ১৩ বলেছেন: ভাল লাগলো।
এটা কি বাস্তব অভিজ্ঞতার কথা বললনে। যদি তা-ই হয় তবে, যে যাবার সে চলে গেছে আরো আপন হবার আগে। জীবন থেকে খারাপ সময়টা চলে গেছে, মানে রাত্রি এখন ভোর হচ্ছে, হিমেল হাওয়ায় সিক্ত হবে ভবিষ্যৎ জীবন।
আপনার জন্য অনেক অনেক শুভকামনা।
ভাল থাকুক এই ব্লগ সন্ত্রাসীটা।