নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবনে যখন তোর প্রয়োজন ছিল খুব বেশী সে সময়-ই তুই হাতটি ছেড়ে দিয়েছিস...
অথচ এই তুই-ই কি না বলতিস-যতই ঝড়- ঝঞ্জা আসুক না কেন, দু’জনেই তা ফেস করবো!
এই আমি-ই না তোকে বৃষ্টিতে ভেজার কথা বলতাম আর তুই কি সুন্দর করে আমাকে ভিজিয়ে দিতিস...
এই তুই-ই না আমায় একটুখানি ছুঁয়ে দিতে চেয়েছিলি?
এই আমি-ই তোকে খামচি দিয়ে ভাগিয়ে দিতে চেয়েছি...
এই আমি-ই তো তোর অফিস থেকে ফেরার প্রতীক্ষায় থাকতাম...
এই তুই-ই তো অফিস থেকে এসে আমায় গভীর আলিঙ্গনে পরম মমতায় জড়িয়ে নিতি...
এই আমার-ই তো বিয়ের রাতে তোর ৩৩৩টা পঁচা গান শোনার কথাছিলো... !
শোন, শোন, আমাকে তুই যতটা লুতুপুতু ভেবেছিস না?
আমি ততটা লুতুপুতু না অনেক বেশী স্বৈরাচারী ...
আর আমার ভালবাসাটাও না লুতুপুতু না ভীষণ বিপ্লবী...
তুই তোর সাহসের বড়াই করতিস আর আমি বলেছিলাম,
আমার সাহস নেই কিন্তু দুঃসাহস আছে...
সেটা নিজেকে নির্দ্বিধায় আগুনে ফেলে দেয়ার মত ভয়ঙ্কর সুন্দর হবে...
হুমকি দিতে এখুনি তুই কেঁপে উঠিস না রে পাগল...
শর্তের ভালোবাসায় খেলতে খেলতে আগে নিজেকে
সত্যিকারের প্রেমিক হিসেবে তৈরী কর...
একদিন পা মাড়িয়ে যাওয়া ভালোবাসার অহেতুক ভারে
তুই যতই যন্ত্রনাবিগ্ধ হবি...
আমার চোখের কোণে জমতে থাকবে ততই কষ্ট কষ্ট সুখের জল...!
আমি দেখবো সেই জলে তুই ভিজিস কি না...
দেখবো হুলুস্থুল ভালোবাসার এই আয়োজনে তুই ডুবিস কি না...
০৪ ঠা নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৫৩
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহা অনেক ধন্যবাদ !
২| ০৪ ঠা নভেম্বর, ২০১৪ বিকাল ৪:৪৩
কান্ডারি অথর্ব বলেছেন:
শোন, শোন, আমাকে তুই যতটা লুতুপুতু ভেবেছিস না?
আমি ততটা লুতুপুতু না অনেক বেশী স্বৈরাচারী ...
০৪ ঠা নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৫৩
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু মাঝে মাঝে স্বৈরাচারী হতে হয়... গুণ্ডির রুপে গুন্ডামী করতে হয় নইলে প্রেমিকেরা .........। হাহহা!
৩| ০৪ ঠা নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৫৫
কান্ডারি অথর্ব বলেছেন:
এমনে হইলে একসময় সব প্রেমিকেরা রাস্তায় নেমে আন্দোলন শুরু করে দিবে। তখন আর প্রেমিক খুইজাও পাওয়া যাবে না।
০৪ ঠা নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:০০
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহাহা ... আর যদি বলি কেউ কেউ লুতুপুতু প্রেমিকা না স্বৈরাচারী প্রেমিকা চায়... ! হাহহা! তখন প্রেমিকারাও তাদের ঘরে ফেরাতে ব্যস্ত হবে, তবে হাতে ফুল না থেকে অন্য কিছুও থাকতে পারে...।
৪| ০৪ ঠা নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:০৪
কান্ডারি অথর্ব বলেছেন:
এমন প্রেমিকও আছে নাকি জানা ছিলো না !!!
তবে আন্দোলনের সময় ফুল কেন; ফুলের ঝাড়ু হলেও কোন কাজে দিবে না।
০৪ ঠা নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:১০
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহাহ আছে আছে! কাজে দিবে না মানে? অবশ্যই কাজে দেবে... সুরসুর করে ফিরে আসবে......।
৫| ০৪ ঠা নভেম্বর, ২০১৪ রাত ৮:২১
অপূর্ণ রায়হান বলেছেন: মানি না । মানবো না । এভাবে আর চলতে দেওয়া যায় না । যুবক সমাজ , প্রেমিক সমাজ , সংরামি বিপ্লবী ভ্রাতারা আমার - আসুন প্রতিবাদ করি । রেস্টুরেন্টে রেস্টুরেন্টে পার্কে পার্কে কঠোর আন্দোলন গড়ে তুলি , অহিংস আন্দোলন !
০৪ ঠা নভেম্বর, ২০১৪ রাত ৯:৩৯
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: কেনু কেনু? এত্ত আন্দোলন কেনু? বুঝতে হবে ভ্রাতা বালিকাকে স্বৈরাচারী কে বানিয়েছে...! আন্দোলন যদি ভালোবাসার হয়... স্বৈরাচারী নিপাত যাবে... ভালোবাসায় নিজেই হুমড়ি খাবে... ! “আসুন আসুন প্রেমিকা সমাজ, যারা আপনাদের লুতুপুতু ভেবে পটকাচ্ছে আর সময় আসলে পালাচ্ছে তাদের বিরুদ্ধে স্বৈরাচারী হয়ে উঠুন... বুঝিয়ে দিন প্রয়োজনে পুতুপুতু ভালোবাসাও বিপ্লবী হতে পারে... লুতুপুতু প্রেমিকাও স্বৈরাচারী হতে পারে......”
হাহহাহ! দেখলেন কেমন স্লোগান দিলাম?
৬| ০৪ ঠা নভেম্বর, ২০১৪ রাত ৯:৫৯
অপূর্ণ রায়হান বলেছেন: হাহাহাহা ইয়ে মানে , হল গিয়ে , আন্দোলন তো হল গিয়ে ভালোবাসার , অবশ্যই :#>
ভালো থাকবেন , আর কম মারামারি করবেন
০৫ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৩৭
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: আরে একটু- আধটু মারামারি না করলে ভালবাসাবাসি জমে না কি?
৭| ০৫ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১২:১৭
ইমতিয়াজ ১৩ বলেছেন: বালকটার কপাল সত্যিই খারাপ, ও কি জানত না ঈপ্সিতা চৌধুরী একটা ভালবাসা সন্ত্রাসী ?
ভাল থাকুক এই ভালবাসা সন্ত্রাসী টা।
০৫ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৩৮
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহা- আপনি না আমাকে সন্ত্রাসী বানিয়েই ছাড়বেন! বালক যে নিজে একটা গুন্ডা!
৮| ২১ শে নভেম্বর, ২০১৪ সকাল ১০:৪৬
একনীল বনসাই বলেছেন: আমার চোখের কোণে জমতে থাকবে ততই কষ্ট কষ্ট সুখের জল.
ভাল লিখা.
০৬ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৩৯
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ !
©somewhere in net ltd.
১| ০৪ ঠা নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৩৩
ভূতের কেচ্ছা বলেছেন:
সেইরাম হইছে.।