![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
> কেমন আছিস?
>খোঁজ নেয়া কি শেষ হয়নি? এইবার অফ যা! আচ্ছা, অন্য কারো মেসেজ কি এখানে দিয়েছিস?
> এত ত্যাড়া কথা বলিস কেন? তোরেই মেসেজ দিছি! অপরাধ হইছে?
>হু হইছে! আর ১০০বার ত্যাড়া কথা বলবো , দরকার হলে গালিও দেবো!
>হহাআহা! দে গা গালি... !
>এত জ্বালাতন করিস কেন?
>শুনতে চাস কেন করি?
>হু
>সত্যি শুনতে চাস?
>বললাম তো হু!
> আমার ইচ্ছে!
>মানে কি?
>মানে কিছু না!
>অই বলবি? না কি তোর মাথার চুল ন্যাড়া করে দেবো?
>কেন তুই কি নাপিত্নী না কি?
>দেখ মেজাজ খারাপ করাবি না কইলাম, গালি দিমু কিন্তু!
>দে না গালি! তুই কি গালি দিতে জানিস?
>অই না জানলেও, মানুষের কাছ থেকে শিখে গালি দেবো...
>>এইভাবে বার্তায় বার্তায় চলে... অহেতুক রাগারাগি... একজন জানতে চায়, কেমন আছি? তাকে বলা হয় না কিংবা কি করে বলি- “ খুব খারাপ আছি” ! তাকে কিছুতেই জিজ্ঞেস করা হয়ে ওঠে না -“ তুই কেমন আছিস”?
এভাবেই------
দিন শেষে রাতের আঁধারে মেয়েটির অনুভূতিগুলি লেপ্টে যায় চোখের কাজলে...
আর রাত শেষে ভোরের আলোয় ছেলেটির অনুভূতি গুলি .........
নিকোটিনের ধোঁয়ায় উড়তে থাকে...!
ধোঁয়াশা থেকে ধোঁয়াশায় ...
কাজলের কালো কুয়াশায় ডুবতে থাকে ছেলেটি আর মেয়েটির স্বপ্নগুলি... !
ছেলেটির একলা ঘরে... একলা চায়ের কাপে...
মেয়েটির ঝুল বারান্দায় এক একটা বিষণ্ণ বিকেলে ......
দুজনের মায়া আজোও তবু লুকোচুরি খেলে বেড়ায় দুজনের অজান্তে ......
ভুলে ভুলে ছুঁয়ে যায় আবার তারা একে অপরকে... !
০৮ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:০৮
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহা- স্বপ্ন ও বাস্তবের মাঝে হাবুডুবু খাচ্ছি... কিন্তু ডুবে যাচ্ছি না... উঠতেও পারছি না... !
২| ০৬ ই নভেম্বর, ২০১৪ রাত ১০:২১
সকাল হাসান বলেছেন: চোখের কাজল লেপ্টে যাওয়া আর নিকোটিনের ধোয়ায় উড়ে যাওয়া - দুটো ব্যাপারই খুব নিত্যনৈমিত্তিক ব্যাপার!
কেন যে ঘটে কে জানে?
০৮ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:০৯
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু...... কেন যে হয় কে জানে!
৩| ২১ শে নভেম্বর, ২০১৪ সকাল ১০:৪৩
একনীল বনসাই বলেছেন: আমি জানি ,
তুমি সব জানো
তাই কিছুই বলবে না
০৬ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৩৮
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: তাই না কি?
©somewhere in net ltd.
১|
০৬ ই নভেম্বর, ২০১৪ দুপুর ২:৫০
ইমতিয়াজ ১৩ বলেছেন: ভুলে ভুলে ছুঁয়ে যায় আবার তারা একে অপরকে... !
এই ভুল গুলো ভেঙ্গে বাস্তাবতায় ফিরে আসুক কল্পনার এই দুটি চরিত্র।
ভাল থাকুক এই ব্লগ সন্ত্রাসীটা