নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Epshi007

ঈপ্সিতা চৌধুরী

I wanna know the wonders around me

ঈপ্সিতা চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

ইচ্ছে করে তাকে প্রচন্ড রোদের মধ্যে দড়ি দিয়া বাইন্ধা ছাদে ফেলে রাখি...

০৯ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৩০

হুট হাট করে আসা প্রত্যাশিত ফোনটার রিংটোনে চমকে ...
মোবাইল স্ক্রিনে ভেসে ওঠা তার নামটা দেখে ...
আজো বুকের ভেতর শুরু হয় দ্রিম দ্রিম শব্দ...
আগে সে শব্দে ছিল অদ্ভুদ একটা শিহরণ......
আর এখন পিলে চমকে যাওয়ার মত শব্দ... !
নিজেই ভয় পেয়ে যাই কেউ শুনে ফেলছে না তো সেই শব্দ...
অজানা একটা ভয় আর শঙ্কায় ফোনটা ধরা হয় না...
বলে ফেলি তা নিঃসংকোচে ......... মুঠোবার্তায় ...
গাধাটা বুঝে, না কি, না বুঝে লিখে ফেলে আজো-
> “ ভাব ধরেছিস”?
>বলি-- তুই তো জানিস-ই আমি ভাব ধরা পাব্লিক!
>হারামীটা লিখে- কথা সত্য!
>> ইচ্ছে করে তাকে প্রচন্ড রোদের মধ্যে দড়ি দিয়া বাইন্ধা ছাদে ফেলে রাখি...
নয়তো বাসার সামনে থাকা পাশের বাড়ির সজনা গাছের সাথে বেঁধে রাখি...
নয়তো ওর মাথায় এক বালতি ফ্রিজের ঠান্ডা পানি ঢেলে দেই... !
@হাহহা! বালক, শরতের বৃষ্টির মত লুকোচুরি তুমি কেন খেলছো
সময়ে অসময়ে মুঠোফোনে হানা দিয়ে...।।
এজন্যই তো ইচ্ছে করেই বারবার ভালোবাসার কথা বলে যাই
যা বলার অধিকার আমার নাই...
কিন্তু বালক, আমাকে রুখে দেবার ক্ষমতাও তোমার নাই!
@ রাত- বিরাতে বেড়ে চলে আকাংখাগুলা...
যতটা কষ্টে আছি... জেনে যাই তবু ভালবাসি... !
তোর চিন্তাতেই আমি ডুবে থাকতে চাই...
শত ঝড় -ঝঞ্জাতেও তোকে ভালবাসতে চাই...
তোর না করা সত্ত্বেও ঝুম বৃষ্টিতে ভিজে অসুখ বাঁধাতে চাই...
আমার উপর চলবে না তোর কোন বারণ ...
বারবার আমি-ই তোকে দেবো ভালবাসার মরণ ...!

মন্তব্য ১২ টি রেটিং +৩/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৯ ই নভেম্বর, ২০১৪ রাত ৮:৪৭

তুষার কাব্য বলেছেন: ভালোবাসাময় কবিতা ভালো লেগেছে...

০৯ ই নভেম্বর, ২০১৪ রাত ৯:০৫

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ ! তবে এটা ঠিক কবিতা না... যাপিত জীবনের কথন!

২| ০৯ ই নভেম্বর, ২০১৪ রাত ৯:২২

মিজভী বাপ্পা বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~

১০ ই নভেম্বর, ২০১৪ দুপুর ২:৩০

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হিহিহি!

৩| ০৯ ই নভেম্বর, ২০১৪ রাত ১০:২৯

আবু শাকিল বলেছেন: শিরোমনাম টা মজার =p~ =p~

১০ ই নভেম্বর, ২০১৪ দুপুর ২:৩০

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহা! শিরোনাম মজার না দিলে তো পড়তেন না!

৪| ১০ ই নভেম্বর, ২০১৪ সকাল ১০:১২

ইমতিয়াজ ১৩ বলেছেন: যাক বৃষ্টিতে ভেজা শেষ করে এখন রোদ নিয়ে খেলা শুরু হয়েছে। বালকের কাপালে দু:খ ই আছে।




ভাল থাকুক এই ব্লগ সন্ত্রাসীটা।

১০ ই নভেম্বর, ২০১৪ দুপুর ২:৩০

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হহাহা ভাইয়া আমরা রোদ/ বৃষ্টি সব কিছুতেই খেলি! এরপর আসবে বালককে পিটানোর দৃশ্য !

৫| ১০ ই নভেম্বর, ২০১৪ সকাল ১০:২১

সোহানী বলেছেন: নয়তো বাসার সামনে থাকা পাশের বাড়ির সজনা গাছের সাথে বেঁধে রাখি... এইটা ঠিক আছে..... বেধেঁ না রাখলে পানি ঢালবেন কি ভাবে !!!!!

কবিতায় ++++++++

১০ ই নভেম্বর, ২০১৪ দুপুর ২:৩০

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হহাহা হু আপু! আগে বাঁধতে হবে এরপর আচ্ছামত পানি ঢালবো ! তবে আমার ইচ্ছে ছিল- বালিকা পানি ঢালতে পারবে না অসুস্থতায়, বালককে বলবে, বালতিটা তুলে ধর, এরপর বালক সেই কথা শুনে হতবিহবল হয়ে যাবে... আর রেগে না গিয়ে সত্যি সত্যি বালতি তুলে ধরবে আর বালিকা তার মাথায় পানি ঢেলে দিবে! কেমন হবে বলেন তো?

৬| ১০ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৪:৪৪

কলমের কালি শেষ বলেছেন: ক্যামতে কি !!,,,, ;) ;) ;)

১১ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:০৫

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: কেমতে আবার এমতে!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.