নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Epshi007

ঈপ্সিতা চৌধুরী

I wanna know the wonders around me

ঈপ্সিতা চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

এমন দুষ্টু বান্দরের সাথে কে পারবে......?

১০ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৩৭

দুপুরে পেপার পড়ছিলাম বিছানায় শুয়ে! কানে আসছিলো কেজি পড়ুয়া পিচ্চি কাজিন হাসানের -“ পাঁকা পেঁপে পাখি খায়” এই ডায়লগ একাসাথে বারবার বলতে না পারার হাসি, সেই সাথে আমার ছোট বোনের ওকে আমার ঘরে পাঠিয়ে দেয়ার ফন্দি! যাক, দুষ্টু বান্দর ঘরে প্রবেশের আগেই আমি পেপার দিয়ে মুখ ঢেকে ফেলি আর বান্দর হুরমুর করে ঘরে এসে বলে-
>খুব তো স্কুলে গিয়ে এইটা সেইটা প্রশ্ন করো এখন এইটা বলতো- “পাকা পেঁপে পাখি খায়” - দেখি কেমন পারো? আমি চুপ করে আছি! আর ও বলে চলেছে-পড়া পারে না, বলতে পারে না আবার মুখ ঢেকে রাখছে! এদিকে আমার হাসতে হাসতে দম বন্ধ হয়ে আসছিলো! ও আমার সাড়া শব্দ না পেয়ে চলে যায়! অমনি আমি ওকে ডাকি- হাসান্নন্নন্নন্নন্ন!
>ও আসে! এইবার ও বলে- খুব তো স্কুলে খাতা হাতে নিয়ে বোর্ডে লিখো আর বল- অ্যাই লিখো সবাই! এখন নিজে কিছু বলতে পারে না! আমি হাসি থামিয়ে বলি- আমার পা টিপে দে! বান্দর বলে- আমি কি তোমার চাকর না কি? বললাম- না চাকর না ভাই! টিপে দে! ও বলে- খালি পা টিপে দিতে বলে, আমারটা তো একদিনও দাও না! আমি খালি শুনি আর হাসি!
>আবার মাঝে মাঝে নিজে এসে বলবে- দাও তো দাও তো তোমার পা টিপে দেই! তুমি না কি অসুস্থ! এরপর থ্যাপ থ্যাপ করে পা টিপে দিয়ে, চকলেট বক্স থেকে দুইটা চকলেট নিয়ে দে দৌড় ! ছোট বোনকে গিয়ে বলবে- দেখো- চকলেট কামাই করে আসলাম, বয় আপুর পা টিপে দিয়ে! দুইটা নিয়ে চলে আসছি, তারপর কি হাসি!
> দুষ্টু এই বান্দরের কারনে আমরা মাঝে মাঝে নির্মল আনন্দ খুঁজে পাই!

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১০ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৫৯

নুরএমডিচৌধূরী বলেছেন: দুষ্টু এই বান্দরের কারনে আমরা মাঝে মাঝে নির্মল আনন্দ খুঁজে পাই!
আজকের এই হাসিমাখা কথার ঝুলি
একদিন স্মৃতি হয়ে নাড়া দিবে
ভাল লাগল
লিখায়+++

১১ ই নভেম্বর, ২০১৪ দুপুর ২:৫৪

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু ভাইয়া ! এসব স্মৃতি হয়ে থাকবে! অনেক ধন্যবাদ !

২| ১১ ই নভেম্বর, ২০১৪ সকাল ১০:৩৯

ইমতিয়াজ ১৩ বলেছেন: এই পিচ্চি গুলো আছে বলেই হয়তো শত ব্যস্তার মাঝে নির্মল আনন্দ খুজে পাই, ভাল থাকুক আপনাদের হাসান সহ সকল নিস্পাপ শিশু গুলো।





ভাল থাকুক এই ব্লগ সন্ত্রাসীটা।

১১ ই নভেম্বর, ২০১৪ দুপুর ২:৫৪

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু এরা আছে বলেই আমরা একটু নির্মল আনন্দ পাই! অনেক ধন্যবাদ ভাইয়া!

৩| ১১ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:০৯

ভূতের কেচ্ছা বলেছেন: পাকা পেঁপে পাখি খায়”

১১ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪১

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: পাকা পেঁপে ভূতের কেচ্ছা খায়”

৪| ১১ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:১০

ভূতের কেচ্ছা বলেছেন: পাকা পেঁপে পাখি খায়
পাকা পেঁপে পাখি খায়
পাকা পেঁপে পাখি খায়
পাকা পেঁপে পাখি খায়
পাকা পেঁপে পাখি খায়
পাকা পেঁপে পাখি খায়
পাকা পেঁপে পাখি খায়
পাকা পেঁপে পাখি খায়
পাকা পেঁপে পাখি খায়
পাকা পেঁপে পাখি খায়
পাকা পেঁপে পাখি খায়
পাকা পেঁপে পাখি খায়

কে বলল বলা যায় না এই তো আমি অনেকবার বললাম. :D :D :D :D :D :D

১১ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪০

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হহাহাহ! লিখতে তো আমিও পারি!

৫| ১১ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:১৩

আদম_ বলেছেন: এ রকম দুটা বান্দরের কারণে এখনো বেচে আছি..........তারা হাসলে আমি হাসি, তারা কানলে আমি কান্দি।
আমার ভাইগ্না।

১১ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪১

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু! এরা আছে বলেই তো আমরা মন খারাপের মাঝেও ভাল থাকি! অনেক শুভ কামনা আপনার ভাইগ্নাদের জন্য!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.