নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Epshi007

ঈপ্সিতা চৌধুরী

I wanna know the wonders around me

ঈপ্সিতা চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

জন্ম থেকেই লাঞ্ছিত চাই মানুষের মত বাঁচতে ...

১১ ই নভেম্বর, ২০১৪ দুপুর ২:১৬

>বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে আয়োজিত এক পরামর্শ সভায় এভাবেই সমাজের তৃতীয় লিঙ্গ হিসেবে স্বীকৃত হিজড়ারা তাদের সমাজে মানুষের মত বেঁচে থাকার আকুতি জানিয়েছে! (ইত্তেফাক) !
> আমার কাছে যেটা মনে হয়, সামাজিকভাবে স্বীকৃতি পাওয়ার আগে তাদের পারিবারিক স্বীকৃতিটা আগে জরুরী! কারন এ ধরনের মানুষেরা পরিবার থেকেই আগে বেশি লাঞ্ছিত হয়! এরপর আমরা যারা আছি এই সমাজের দুই লিঙ্গ তাদেরও উচিৎ এই অসহায় মানুষগুলিকে মানুষ হিসেবে মেনে নিয়ে সহযোগিতা করা!
>আর বেঁচে থাকার তাগিদে কিংবা খেতে- পড়তে না পেরে হিজড়ারা যে চাঁদাবাজি করছে কিংবা অন্য কোন উপায়ে মানুষের বাড়ী বাড়ী গিয়ে কিংবা রাস্তায় নানারকম অপকর্ম করার চেষ্টা করে তার কারনটা কিন্তু এই আমরাই এই সমাজের মানুষেরাই সৃষ্টি করে দেই... এখন ভেবে দেখুন সেটা কিভাবে করি......?
> আসুন এই মানুষগুলিকে আর লাঞ্ছনা/ বঞ্ছনা না করে তাদের সম্মান দেই, মানুষের মত বেঁচে থাকতে দেই, তাদের পাশে দাঁড়াই ... তাদেরকে আপন করে নেই!

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১১ ই নভেম্বর, ২০১৪ দুপুর ২:৩৩

ইমতিয়াজ ১৩ বলেছেন: অবশ্যই তাদের সন্মান করতে হবে। কিন্তু ক্ষেত্র বিশেষ এদের বাড়াবাড়ি মাত্রা /ধৈর্যের সীমা ছাড়িয়ে যায়।



লেখায় +


ভাল থাকুক এই ব্লগ সন্ত্রাসীটা।

১১ ই নভেম্বর, ২০১৪ দুপুর ২:৫৩

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু জানি ভাইয়া মাত্রা ছাড়িয়ে যায় কিন্তু কারন খুঁজলে দেখা যাবে- তাদের অভাবটাই প্রধান! যারা কাজের সুযোগ পায় না তারা বেঁচে থাকতে গিয়ে এরকম কিছু ছাড়া আর কি করবে! আর আমরাও তো আমাদের বাড়ি তারা সাহায্য নিতে আসলে দূর দূর করি... !
তবে আমার অভিজ্ঞতা আছে এরক্ম একজনের সাথে ছোটবেলায় খেলা করার! সে আমার প্রতিবেশী ছিল! সে সময় অনেকেই এই নিয়ে আমাকে ক্ষ্যাপা তো! সে প্রতিদিন বিকেলে আমাই যেখানে খেলতাম সেখানে এসে বসে থাকতো আমার সাথে খেলতো!

২| ১১ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:০৭

ভূতের কেচ্ছা বলেছেন: আসুন এই মানুষগুলিকে আর লাঞ্ছনা/ বঞ্ছনা না করে তাদের সম্মান দেই, মানুষের মত বেঁচে থাকতে দেই, তাদের পাশে দাঁড়াই ... তাদেরকে আপন করে নেই

১১ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৩৯

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু !

৩| ১১ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:৪৪

সকাল হাসান বলেছেন: আপন করে নিতে চাইলেই কি নেওয়া যাবে?

তাদের মাঝের অভাবের কথা বলছেন? একটু আপন করে নিলেই তো তাদের অভাব মেটাতে গিয়ে হিমশিম খেতে হবে!

আর ক্ষেত্র বিশেষে যন্ত্রনা তো আছেই! আপন করে নিলেই যে এই যন্ত্রনা কমে যাবে - তারই বা নিশ্চয়তা কি?

আসলে, আপন পর ব্যাপার নাহ! তাদেরকে শুধু বুঝাতে হবে সমাজে কিভাবে ভাল ভাব চলা উচিৎ! যদি বুঝতে পারে, নিজে থেকেই আপন হয়ে যাবে! কিন্তু কেউ ই সাহস করে ওদের বুঝাতে যায় না! আমাদের অক্ষমতাটা ঐ জায়গাতেই! আসল সময়ে সাহস পাই না!

১৩ ই নভেম্বর, ২০১৪ দুপুর ২:৩১

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ওদের আগে কি আমাদের বোঝা উচিৎ না? আমাদের আচরণ, ওদের সহজভাবে নেয়া, সহযোগিতা করা এটা কিন্তু ৯৯%-ই নেই তাহলে কি দাঁড়ালো ? ওরা যেটা করছে প্রয়োজনে কিংবা নিরুপায় হয়ে কারন ওদের পুনর্বাসনের ব্যবস্থাও কিন্তু এখনো ঠিকমত হয়নি! আর বাড়াবাড়ি যেটা ওরা করছে বা করে ফেলে আমার কাছে মনে হয় এর থেকে আমাদের-ই দোষ বেশি! অনেক ধন্যবাদ !

৪| ১২ ই নভেম্বর, ২০১৪ রাত ১:০৫

কান্ডারি অথর্ব বলেছেন:


ইমতিয়াজ ভাইয়ের সাথে সহমত।

ব্লগ সন্ত্রাসীটা আরও প্রচন্ড রকম ভাবে তার এমন সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাক এই কামনা করি।

১৩ ই নভেম্বর, ২০১৪ দুপুর ২:৩২

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহা! তাহলে ভাইয়াকে দেয়া রিপ্লাইটা দেখে নিয়েন কেমন! হাহহা আমাকে সন্ত্রাসী বানিয়ে ফেলছেন সবাই! একদিন কিন্তু আপনাকেও ইয়াআআআ ঢিসুম ঢিসুম করে...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.