নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Epshi007

ঈপ্সিতা চৌধুরী

I wanna know the wonders around me

ঈপ্সিতা চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

এমন একজনকে মনে হয় কিংবা প্রয়োজন হতে পারে ...........

১১ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৩৫

>সকাল থেকে ছুটোছুটি করে ক্লান্ত দুপুরে এমন একজনকে মনে হয় কিংবা প্রয়োজন হতে পারে

যে কি না দুপুরের সমস্ত নিঃসঙ্গতাকে নানা খুনসুটিতে ভেঙ্গে দিতে পারে......

>বিষণ্ণ বিকেলে যে ছাদে এসে চমকে দিয়ে পাশাপাশি হাঁটতে পারে ...গাছে পানি দেয়ার অজুহাতে যেকি না পানি নিয়ে ছিটাছিটি করতে পারে......

>সন্ধ্যা লগ্নে যার একলা চায়ের কাপে হুরমুরিয়ে ভাগ বসানো যায়...

>রাতের আঁধারে ঘুম না আসলে সে বাচ্চাদের মত করে বুকে জড়িয়ে নিয়ে ঘুম পাড়িয়ে দেবে ...

>গরমের রাতে লোডশেডিং এর সময়ে সে পাঙ্খা দিয়ে বাতাসের অজুহাতে দুষ্টুমিতে মেতে উঠবে...

>শীতের রাতে কম্বলটিকে ঠিক-ঠাক মত গায়ে দিয়ে দেবে কিংবা

ঘুমের ঘোরে পড়ে যাওয়া কম্বলটিকে আলতো করে ঠিক করে দেবে ঘুম না ভাঙ্গিয়ে...

>চাঁদনী রাতে যে ছাদে শুয়ে আউলা- ঝাউলা গানে মুগ্ধতায় ভাসাতে পারবে...

>শিশিরভেজা ভোরে আলতো করে কাছে টেনে একটু একটু করে ঘুম ভাঙ্গাবে...

>মন খারাপের সময়গুলিতে ঝলমলে হাসি-ঠাট্টায় মাতিয়ে দিতে যে ব্যস্ত থাকবে...

>হুটহাট মুঠোবার্তা... ফোনালাপ... চ্যাটে ঝগড়া- ঝাঁটি আর ভাললাগায় মাতামাতি...মাঝে মাঝে অদ্ভুদ সুন্দর কষ্ট কষ্ট সুখের ছোঁয়ায় মেইলে আসা চিঠি... !

কখনো গালাগালি... মান- অভিমান ঢালাঢালি।।

কখনো ঝাড়ি তো কখনো আছড়া- আছড়ি......!

কখনো চুড়ির বায়না... তো কখনো অপেক্ষার যন্ত্রনা... !

কখনো কান ধরে উঠ- বস তো কখনো ভালবাসায় বশ!

>>আর আর সবার আগে ঠিক ঠিক জন্মদিনের শুরুতে রাত বারোটায় - বুড়া বয়সে জন্মদিনের শুভেচ্ছা চায়?

বুড়ি হয়ে গেছিস সে খেয়াল আছে রে হারামী? যা দিলাম শুভেচ্ছা, এখন কেক খাওয়া...এভাবেই যেন রাগিয়ে দেয়... !

কিংবা জন্মদিনের সকালে মুঠোফোনে তার ফোন- অই তোর বাড়ির ঠিকানা বল রে হারামী?

আমি বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি! তোর নাকি জন্মদিন আজ- তাই?

শালা, গাড়ি ভাড়াটা দিয়ে দিস আর তোর জন্য

কেক/ গিফট কিনতে হবে সেই টাকাটাও ধার দিস, পরে শোধ দেবো নে......... !





মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১১ ই নভেম্বর, ২০১৪ রাত ৮:২৪

অপূর্ণ রায়হান বলেছেন: মাঝে মাঝে কেন ! সবসময় দরকার @ঈপ্সি :)

শুভেচ্ছা :)

১২ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৪০

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহা! হু সব সময়-ই দরকার! ভাল থাকুন!

২| ১১ ই নভেম্বর, ২০১৪ রাত ৯:৩০

ময়না বলেছেন: দিলেন তো মেজাজটা খারাপ করে.।.।.। X( X( X(

১২ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৪০

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: কেন কেন?

৩| ১২ ই নভেম্বর, ২০১৪ রাত ১২:৫৪

কান্ডারি অথর্ব বলেছেন:


বুড়া বয়সে আবার জন্মদিন কিসের ?

:D :D :P

১২ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৪০

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হহাহা! বদমাশটা এমন-ই বলে!

৪| ১২ ই নভেম্বর, ২০১৪ সকাল ১০:০০

ইমতিয়াজ ১৩ বলেছেন:






কেক/ গিফট কিনতে হবে সেই টাকাটাও ধার দিস, পরে শোধ দেবো নে......... !


কি আবদার, কী ভালবাসা



অটুট থাকুক এই ভালবাসা আর ভাল থাকুক ব্লগ সন্ত্রাসীটা।

১২ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৪১

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহা! হু ভাইয়া! এরকম আকুতি ছাড়া ভালোবাসা হয় না কি? অনেক ধন্যবাদ !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.