![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
> বালিকা সান স্ক্রিন ক্রিম মেখে ছাতা মাথায় ছাদে দাঁড়িয়ে আছে, আর কয়েকজন সাঙ্গোপাঙ্গকে বলছে ভাল করে বাঁধ দড়ি দিয়ে বদমাশটাকে! বদমাশটার কি চিল্লানি! তোরে পাইলে কিন্তু জুতা দিয়া পিটাইয়া ভর্তা বানামু! বালিকা হাসছে আর হাসছে! বালককে বাঁধা শেষে পিচ্চি সাঙ্গোপাঙ্গগুলা চকলেট নিয়া, বালককে ছাদের প্রচন্ড রোদে শুইয়ে রেখে দৌড় ! বালিকা ধীরে সুস্থে ছাতা বন্ধ করে সিড়িঘরের মাথায় গিয়ে বসলো ! বালক কষ্টে চিঁ চিঁ করে বলছে- প্লিয লাগে তোর ছাতাটা এখানে দিয়া যা, গরম লাগে তো! বালিকা মুচকি মুচকি হাসে! এরপর পাশে রাখা আচারের বাটিটা নিয়ে খেতে থাকে! বালক কাঁদো কাঁদো হয়ে বলতে থাকে- দে না একটু রে হারামী? অই, অই দে না একটু কি খাচ্ছিস? ক্ষুধা লাগছে খুব! বালিকা এক মনে আচার খেয়ে চলে! এরপর কি মনে করে বালকের কাছে ছাতা মাথায় দিয়ে গিয়ে দাঁড়ায় ! বালক চিল্লায়- শালা হারামী! ছাতা মাথায় দিয়া দাড়াইছোস! বান্ধন খুইলা দে এরপর দেখিস তোরে কি করি! বালিকা হাসতে হাসতে লুটিয়ে পড়ে ! বালক বলতে থাকে ভাল হবে আমি কালো হয়ে গেলে তোকে সবাই কাইলার বউ বলবে! বালিকা হাসতে হাসতে বালকের পাশে বসে একটু আচার তার মুখে দেয়... বালক ওয়াক ওয়াক করে... তুই খা শালা... খামু না যা!
@ >বালকের মেসেজ- কি রে এত ক্ষ্যাপ লি কেন? বাপ রে! খুব ভয় পাইছি! তুই শালা তো আস্ত একটা হারামী! চুড়ি কিনে দেবো না বলাতে এত্ত ক্ষ্যাপলি?
>মেসেজ দেয়া বন্ধ কর কইলাম!
>আরে বাবা ভুল হইছে তো! ওকে যা সরি !
>কোন সরি ফরি নাই! কান ধর! কান ধরে ১০বার উঠ-বস কর আর সেই ছবি তুলে আমাকে পাঠা!
>ওকে যা কান ধরলাম! সত্যি কইতাছি কান ধরছি!
> ছবি দে!
>আরে ছবি তুলবো কেম্নে? কান ধরে আছি তো!
>এক হাতে কান ধর, অন্য হাত দিয়ে ছবি তোল, এরপর পাঠিয়ে দে, নইলে ভাগ কইলাম!
>অই না না প্লিয! তুই হারামী আছিস! ছবি মানুষকে দেখাবি! সত্যি বলছি তিন সত্যি- কান ধরছি, উঠ-বস ও করছি! দেবো তো তোকে চুড়ি কিনে! মাফ কর!
@ > শোন কোন কথা নাই! আমি তোর মাথায় পানি ঢালবোই !
>মানে কি?
>মানে কিছু না ! তুই আমারে অপেক্ষা করাইছিস! আমি পানি ঢেলে তার শোধ নেবো!
>ওকে বাপ! ঢাল! তবুও শান্ত হো!
>ওয়াশ রুমে চল!
>কেন ওয়াশ রুমে কেন? ঘরে পানি নাই? গ্লাসে পানি নিয়া ঢাইলা দে!
>আমি এক বালতি পানি ঢালবো !
>ওকে চল! নে আসলাম! এইবার ঢাল!
>বালতিটা উঁচু কর ধর পাগলা! আমার শক্তি নাই!
>হহাহহা! এই শক্তি নিয়া তুই আসছিস আমার মাথায় পানি ঢালতে?
> ধরবি? না সাঙ্গোপাঙ্গ ডাকবো!
>অই অই না থাক! কাউরে ডাকিস না বাপ! তুই কি সত্যি -ই পানি ঢালবি?
>হু ঢালবো কিন্তু তুই বালতি উঁচু করে ধরবি, আমি ঢেলে দেবো!
>>এইবার বালক হতবিহবল হয়ে যায় বালিকার কথা শুনে... চুপচাপ কিছুক্ষন তাকিয়ে থেকে আস্তে করে বালতিটা তুলে ধরে, বালিকা হাসতে হাসতে সেই বালতিতে হাত ছুঁয়ে বালকের মাথায় সব পানি ঢেলে দেয়!
১২ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৪১
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হহাহা ভাইয়া! ভাবছি ছিনেমা বানাবো! আর তার প্রথম দৃশটা এইরকম হবে! তবে প্রেম-পিরিতিতে এরকম খুনসুটি আর একটু আধটু গুন্ডামী না থাকলে/করলে মজা নাই! অনেক ধন্যবাদ !
২| ১২ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৩৬
ভিটামিন সি বলেছেন: আমি কিন্তু দৌড় দিলাম। আমারে আর কোন বালিকাই ধরতে পারবো না।
ইস কি প্রেম রে বাবা!! বালক-বালিকা বয়সেই এতোকিছু। বাকি সময় তো পইড়াই রইছে।
১২ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৪৪
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: পালাবেন কোথায়? ভাবীকে নিয়ে আমি দৌড় দেবো আপনাকে ধরে আনতে......... কেমন আছেন?
৩| ১২ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৩৭
জেরিফ বলেছেন:
১২ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৪৫
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ?????????
৪| ১২ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৩৮
মাহমুদুল হাসান (সুমন)। বলেছেন: বালক ও বালিকার মধ্যে খুবই প্রেম... ++
১২ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৪৫
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহা! অনেক ধন্যবাদ !
৫| ১২ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৩৯
ইমতিয়াজ ১৩ বলেছেন: এই বালিকাটা আমাদের ব্লগের ঈপ্সিতা চৌধুরী আর বালকটা কে তা এখনো রিরুপণ করা যায় নাই।
ভালবাসা অটুট থাকুক সবচেয়ে কঠিন সময়গুলোতে।
ভাল থাকুক ব্লগ সন্ত্রাসীটা।
১২ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৪৫
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহাহ! বলা তো যাবে না- তাহলে তো আমাকে আস্ত রাখবে না! তবে বালিকাটা ঈপ্সিতা নাও হতে পারে! হতে পারে এটা কাল্পনিক একটা চরিত্র আবার হতে পারে, জীবন ও কল্পনার কিছু মিশ্রন!
৬| ১২ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৪০
বলেছেন: হাসান মাহবুব বলেছেন: খাইছে! এই বালিকার সাথে প্রেম করে কোন হতভাগা?
১২ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৪৬
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হহাহা ভাইয়া! ভাবছি ছিনেমা বানাবো! আর তার প্রথম দৃশটা এইরকম হবে! তবে প্রেম-পিরিতিতে এরকম খুনসুটি আর একটু আধটু গুন্ডামী না থাকলে/করলে মজা নাই! অনেক ধন্যবাদ !
৭| ১২ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৪:১১
অদ্ভুত_আমি বলেছেন:
১২ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:২৯
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ?????????? কি হলো চিন্তিত?
৮| ১২ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৫:২৪
ভূতের কেচ্ছা বলেছেন: অহনি থানায় গিয়া একখান ডায়েরি করাইয়া রাহি .
বালক মইরা গেলে কাজে লাগব.
১২ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:২৯
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহা আরে বালক এত সহজে মরিবে না......।।
৯| ১২ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৫:৫৬
সকাল হাসান বলেছেন: হাহাহহা! সন্ত্রাসী প্রেমিকা!
১২ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:২৯
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহা! বালক যখন গুন্ডা তখন বালিকাকে তো একটু গুন্ডামি করতেই হয়!
১০| ১২ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:০৪
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: গুন্ডার স্ত্রীলিঙ্গ কি হইপে গো ----
১২ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৩৯
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: গুন্ডা = গুন্ডি ......... কেন ভাইয়া? হাহহা!
১১| ১২ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:১২
মুহাম্মদ তৌহিদ বলেছেন: ওরে সর্বনাশ! এ তো দেখি গুন্ডি।
১২ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৪০
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: গুন্ডামির কি আর দেখলেন! সবে শুরু! হাহা!
©somewhere in net ltd.
১|
১২ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:০৭
হাসান মাহবুব বলেছেন: খাইছে! এই বালিকার সাথে প্রেম করে কোন হতভাগা?