![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
>দিন দিন পারিবারিক কলহের জের ধরে খুব ছোট-খাটো বিষয়ে হত্যা সহ নানারকম সহিংসতা বৃদ্ধি পাচ্ছেই! পরকীয়ার জের/ যৌতুক/ দাম্পত্য সমস্যা / মাদকাসক্তি/ প্রেম/বিয়ে ইত্যাদি মুল কারন! এইসব কারনের জের ধরে স্বামীর হাতে স্ত্রী খুন, স্ত্রীর হাতে স্বামী খুন, যৌতুকের কারনে বউকে খুন অহরহ ঘটছে! এইসব সহিংসতা থেকে পরিবারের ছোট্ট শিশুটাও বাদ যাচ্ছে না! আবার কেউ কেউ আত্মহত্যার পথও বেছে নিচ্ছে!
>এক্ষেত্রে আমার যা মনে হয়- পরিবারের মানুষগুলির মধ্যে সহনশীলতা কমে যাচ্ছে, একে ওপরের প্রতি শ্রদ্ধা বোধ উঠে যাচ্ছে, পরিবারের মানুষগুলির মধ্যে বোঝাপড়াটা ঠিক-ঠাক মত না হয়ে তা টানাপোড়নে রূপ নিচ্ছে! আবার অনেকে পরিবারের মধ্যে ঘটে যাওয়া সহিংসতার ঘটনাগুলি চেপে যাচ্ছে! প্রত্যেকটা পরিবারেই কিছু না কিছু সমস্যা থাকবে আর সেটার সমাধান পরিবারের মানুষগুলিকেই খুঁজতে হবে কিন্তু তা না করে অনেকেই এইসব বিষয়ে নির্মম আচরণ করছে যেটা কাম্য নয়!
>আইন দিয়ে পারিবারিক সহিংসতা কমানোর আগে পরিবারের মানুষগুলিকে নিজেদের মানসিকতার পরিবর্তন করতে হবে, পরিবারে থাকা মানুষগুলির প্রতি সহিংস আচরণ না করে সহনশীল হতে হবে!
১৩ ই নভেম্বর, ২০১৪ দুপুর ২:৩৫
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: আমার লেখার সব লাইকগুলা মনে হয় আপনি- ই দেন তাই না?
২| ১৩ ই নভেম্বর, ২০১৪ দুপুর ২:৩২
ইমতিয়াজ ১৩ বলেছেন: সহিংসতা নয় সহনশীলতাই হোক পারিবারিক জীবনের মূল ভিত্তি। এটা তো শ্লোগানের মতো হয় গেল। আসলে ধর্মীয় অনুভূতী কম হওয়াও এর একটি কারণ। যার যার অবস্থান থেকে সহনশীল হওয়া খুব জরুরী।
ব্লগ সন্ত্রাসীটা দেখছি ঘঠনমূলক লেখাও লেখতে পারে।
ভাল থাকুক ব্লগ সন্ত্রাসীটা । সবসময়।।
১৩ ই নভেম্বর, ২০১৪ দুপুর ২:৩৬
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হহাহা আমি সব ধরনের লেখাই লিখি-- পেছনে গেলে আরো অনেক মজার লেখা পাবেন! না স্লোগান না ভাইয়া! আসলে পরিবারগুলিতে খোঁজ নিলেই বোঝা যাবে আমরা পরিবারে থাকা মানুষগুলি একে- অপরের প্রতি কতটা সহনশীল! আর সহনশীল নই বলেই, বোঝাপড়াটা ভাল নেই বলেই কিন্তু টানাপড়েনের সূত্রপাত আর সেখান থেকেই সহিংসতা!
৩| ১৩ ই নভেম্বর, ২০১৪ দুপুর ২:৪৩
ইমতিয়াজ ১৩ বলেছেন: লেখায় লাইক আছে কি না সেটাই বড় কথা, কে দিল সেটা নয়।
১৩ ই নভেম্বর, ২০১৪ দুপুর ২:৫৫
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: আমি কিন্তু কেঁদে ফেলবো হু!! ভাবীর কাছে নালিশ করবো!
৪| ১৩ ই নভেম্বর, ২০১৪ দুপুর ২:৫৯
ইমতিয়াজ ১৩ বলেছেন: কাঁদার প্রয়োজন নাই, তবে ভাবীর কাছে বলতে পারেন।
১৩ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৩১
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: কাঁদবো + নালিশ করবো আপনি বকেছেন আমাকে!
৫| ১৩ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:১৬
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: লেখাটা ভালোই হয়েছে। তবে যদি আর খানিকটা লিখতেন, কিছু কেস স্টাডি দিতেন বা আরো খানিকটা বিস্তারিত আলোচনা করতেন, তাহলে পোষ্টটা যেমন স্বয়ংসম্পূর্ন হতো, পাশাপাশি পোষ্টটা নির্বাচিত পাতায় যেতে পারত।
১৩ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৩১
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু ভাইয়া! পোস্টটা আরো ভালভাবে দেয়া যেত! এখন আফসোস হচ্ছে! এই নিয়ে অনেক আগে ইত্তফাকের পাঠকের অভিমতে লিখেছিলাম! অনেক ধন্যবাদ !
৬| ১৩ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৩০
বলেছেন:
১৩ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৩১
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: চিন্তিত?
৭| ১৩ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৪:১০
মাহমুদুর রহমান সুজন বলেছেন: ভাল লাগল পোষ্ট। ভাল থাকবেন।
১৩ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৩১
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ ! অনেকদিন পর?
৮| ১৪ ই নভেম্বর, ২০১৪ রাত ২:১১
তুষার কাব্য বলেছেন: হুম...
১৪ ই নভেম্বর, ২০১৪ দুপুর ২:৫৪
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হুম-২!
©somewhere in net ltd.
১|
১৩ ই নভেম্বর, ২০১৪ দুপুর ২:২৭
ইমতিয়াজ ১৩ বলেছেন: ১ম লাইক আমার, মন্তব্য করবো একটু পড়ে।