নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Epshi007

ঈপ্সিতা চৌধুরী

I wanna know the wonders around me

ঈপ্সিতা চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

আরে বুদ্ধু বিপদ সংকেত অমান্য করাই তো আমার কাজ!

১৩ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:২৮

কথা ছিল এক চাঁদনী রাতে আর এক চাদনীর হাত ধরে
সাগরের ঢেউয়ের তালে তালে নোনা জলের সাথে মিলেমিশে পাশাপাশি হেঁটে যাবে বালক ...!
হু হু করে ওঠা নোনা বাতাস, পায়ের নিচে ছোট ছোট ঢেউ... জোৎস্নার আলো মাখামাখি...!
আচ্ছা, কেমন হত সেই হেঁটে যাওয়াটা ......? বল তো? এই দেখ- আমি দেখাচ্ছি-
সমুদ্রে ৩ নম্বর বিপদ সংকেত ! অন্ধকারে লাল পতাকা দেখা যায় না......
বিপদ সংকেত অমান্য করে বালিকা হাঁটতে চাইছে...
মিশে যেতে চাইছে সাগরের ঢেউয়ের সাথে...
বালক এবার তা বুঝতে পেরে চিৎকার করছে...
কি করিস হারামী...? মরবি না কি?
এইবার খিলখিল করে হেসে উঠছে বালিকা ...
আর আরো জোরে হাতটা চেপে ধরছে বালকের ...
তারপর সহসাই ধাক্কা দিয়ে তাকে ঢেউয়ের মাঝে ফেলে
হেঁটে যেতে চাইছে দূরে বহুদূরে ... মিশে যেতে চাইছে ঢেউয়ের সাথে... !
ঢেউয়ের মাঝে ডুবে যাওয়া বালক এইবার এক ঝটকায় উঠে পড়ে
দৌড়ে গিয়ে জাপ্টে ধরে তাকে... কি হচ্ছে এইসব শুনি?
হেসে হেসে বালিকা বলে চলে- আরে বুদ্ধু বিপদ সংকেত অমান্য করাই তো আমার কাজ! !
তা না হলে ক্যামনে বুঝতাম তোর এত উৎকণ্ঠা আছে?
সমুদ্রের ঢেউয়ে আর অন্য কোথাও টান থাকে একটা.........!
আমাদের মত কি তা......।।?
জানি না! জানি না!

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৩ ই নভেম্বর, ২০১৪ রাত ১০:১৯

অপূর্ণ রায়হান বলেছেন: হয়তো সুন্দর একটা কবিতা হতে পারতো , ঈপ্সি@

ভালো থাকবেন :)

১৪ ই নভেম্বর, ২০১৪ দুপুর ২:৪৬

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহাহ! ধরে নিন কবিতাই... এলোমেলো কবিতা! আপনিও ভাল থাকবেন!

২| ১৪ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:১৪

অদ্ভুত_আমি বলেছেন: ভালোই তো লাগলো আপু :)

১৪ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:১৩

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ !

৩| ১৬ ই নভেম্বর, ২০১৪ সকাল ১০:১৭

ইমতিয়াজ ১৩ বলেছেন: হেসে হেসে বালিকা বলে চলে- আরে বুদ্ধু বিপদ সংকেত অমান্য করাই তো আমার কাজ! !



বিপদ সংকেত অমান্য করার মধ্যমে বালক বালিকার প্রেম এগিয়ে যাক অসামান্য সফরতার দিকে।




ভাল থাকুক এই ব্লগ সন্ত্রাসীটা।

১৬ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:১৬

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহহা! সফল হোক- স্লোগান ! আপনিও ভাল থাকুন!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.