নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Epshi007

ঈপ্সিতা চৌধুরী

I wanna know the wonders around me

ঈপ্সিতা চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

সব-ই বুঝিস, তবুও বুঝলি না আমার এই ছোট্ট আবদারটিকে !

১৫ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৫১

অই পাগলা, আমাদের না ঝুম বৃষ্টিতে ভেজার কথা ছিলো? ভুলে গেছিস?

তুই তো শরতে এসে শীতে দেখা দিয়েছিস...তাহলে ভিজবো কি করে বল?

ওকে আমরা না হয়... শীতের শিশির ভেজা ভোরেই ভিজবো... পাশাপাশি ভেজা ঘাসে...হেঁটে বেড়াবো...

ছড়িয়ে- ছিটিয়ে থাকা শিউলি ফুলগুলো কুড়াবো!

তুই কি জানিস- সেই ছোটবেলায় প্রতি শীতের ভোরে ঘুম থেকে উঠে নামায পড়েই দৌড় দিতাম শেফালী ফুল কুঁড়াতে ...

কি যে ভাল লাগা ছিলো ! শোন, ফুলগুলি কুঁড়িয়ে আমি মালা গাঁথবো আর তুই পড়িয়ে দিস তা আমার খোঁপায় ...

একটা মালা হাতে পড়িয়ে দিস.........!

দেখ, দেখ, তোর পয়সা বাঁচিয়ে দিলাম রে পাগল! চুড়ি কেনার পয়সা !

কথা ছিলো- আমাকে শাড়ী পড়তে হবে... হাত ভর্তি চুড়ি থাকবে!

চুড়ি কেনার টাকাটাও না কি আমাকে দিতে হবে! পরে সব শোধ দিয়ে দিবি!

এইতো বলেছিলি তাই না? আমি সেই কথাটা তোকে মনে করিয়ে দিলাম এভাবে-

>ভুলে গেছিস আমাকে চুড়ি কিনে দেয়ার কথা? আর আমার জন্মদিনের পার্টি ?

শোন, চুড়ির দাম মাত্র ৪০টাকা, কিনে পাঠিয়ে দে কুরিয়ারে!

> আমি বড় অভাবে আছি! টাকা ধার দে, কিইন্না পাঠামু!

>চুড়ির দাম মাত্র ৪০টাকা! ওকে বল তোকে কিভাবে টাকা পাঠাবো?

>>কথাগুলি এভাবে মেসেজে আর চ্যাটে কথা হয়েই রইলো...

কতবার প্রসঙ্গটা আসলো ... কতবার আমি অপেক্ষা করলাম...

আর শোকেসে সাজানো চুড়ির দিকে একবার, আর একবার নিজের হাতের দিকে তাকালাম...।

ইচ্ছে গুলি কেবল ইচ্ছে হয়েই থেকে গেলো রে ফকিরটা.......!

চুড়ির কথা বললেই তোর টাকা থাকে না... এই সেই কত অজুহাত !অথচ এদিক- সেদিক কতই না খরচ করছিস...!

এখন বলবি- তোর কাছে তো টাকা ধার চাইলাম, দিলি না, তাহলে দেবো ক্যামনে ?

>>আমি তো তবুও দিতে চেয়েছিলাম... তুই লাপাত্তা হয়ে চুপ্টি করে রইলি কেন রে?

সব-ই বুঝিস, তবুও বুঝলি না আমার এই ছোট্ট আবদারটিকে !

যাহ্‌! লাগবে না তোর চুড়ি..........!

না হয় নাই বা পড়লাম তোর দেয়া চুড়ি এই হাতে...!





মন্তব্য ২৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ১৫ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৫২

 বলেছেন: ++++++++ :D

১৫ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৫৪

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ধইন্না পাতা! পড়ছেন তো না কি এমনি এমনি + দিলেন? হাহহা?

২| ১৫ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:১৯

ত্রিমাত্রিক শব্দলোক বলেছেন: ভাব প্রকাশ অস্থির ছিল। সত্যিকারে ভালোবাসা জাগিয়ে তোলে। B-)

তবে এখন আর প্রেমিক প্রেমিকা দের এমন করে কথা বলতে শোনা যায় না।অন্তত আজ পর্যন্ত শুনিনাই।এমন কথপকথন সুধু মাত্র বই এর পাতায় পাওয়া যায়। :(

১৫ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৩৪

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: কে বলেছে এমনটা শোনা যায় না... এই যে আমি বললাম! জীবনের কথাই তো এভাবে গল্পে/ কবিতায়/ কথোপকথনে উঠে আসে...! তবে হ্যাঁ সেটা বলতে জানতে হয়......! অনেক ধন্যবাদ ভাইয়া!

৩| ১৫ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:২০

বিদ্রোহী ভৃগু বলেছেন: আহা কি সূখ ....সেই
শিউলি শেফালি বকুল কুড়ানোর দিনগুলোতে!
শিহরনের, সূখের, রোমাঞ্চের সেই মাদকতা
পার্লারে প্রকৃতি বদলে আসার নারীর মাঝে কই!!
কেবলই রুটিনোৎসবে মাতামতি!
নাগরিক প্রেমে শুধুই কর্পোরেট দেয়া নেয়া....
আনন্দহীন সঙ্গমে
দিনরাত বড্ড ক্লান্ত!!!

সেই স্বপ্নগুলো কি ফিরবে কোনদিন?

সেই মেঠো মেলায় মন্ডা-মিঠাই
সেই অল্পদামী চূড়িতে কি সূখের ঝিলিক!
আঁধো আঁধার সাঝে- পাশাপাশি একটু ছোঁয়ায়
স্বর্গের সূখ! কলাপাতার মতো কাঁপতে থাকা
বুকের ভেতর- তিরতির!!!!

একদিন -ঠিক তোকে ফাসিতে ঝোলাব
মৃত নদীতে জোয়ার আনিস বলে!
খুচাখুচি করে হৃদয় রক্তাক্ত করিস বলে
ভূলে যাওয়া সব স্মৃতির ঘরে-বাতি দিস বলে..

সেদিন- ফাঁসির পরে
আবার দু'জনে-
ফিরে আসবো শিউলি তলে
বকুলের মালা হাতে
সাঁঝের আঁধারে
আধখানা চাঁদের আলোয়
কলাবাগানের আড়ালে হারাব
আবার বুক তিরতির সেই সূখের খনিতে।।


১৫ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৩৫

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: একদিন -ঠিক তোকে ফাসিতে ঝোলাব
মৃত নদীতে জোয়ার আনিস বলে!
খুচাখুচি করে হৃদয় রক্তাক্ত করিস বলে
ভূলে যাওয়া সব স্মৃতির ঘরে-বাতি দিস বলে..

সেদিন- ফাঁসির পরে
আবার দু'জনে-
ফিরে আসবো শিউলি তলে
বকুলের মালা হাতে
সাঁঝের আঁধারে
আধখানা চাঁদের আলোয়
কলাবাগানের আড়ালে হারাব
আবার বুক তিরতির সেই সূখের খনিতে।।
উপ্স্‌! কি দারুন করে বলেছেন...... ! এই আপনি না এসে এমন সুন্দর করে লিখে ফেলেন তখন আমি আর কিছু লিখতে পারি না! অনেক ধন্যবাদ ভাইয়া! অনেকদিন পর দেখলাম!

৪| ১৫ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:২১

অপূর্ণ রায়হান বলেছেন: বোঝেনা সে বোঝেনা :( :((

আপনার তেলাপোকা , টিকটিকি ও আরশোলার রেসিপি দিয়ে একটা পোস্ট দিয়েন তো , আপনার রান্নার হাত কেমন জানতাম :-& :-&

শুভকামনা সবসময় :)

১৫ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৩৫

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হহাহহা! “ বোঝে সে বোঝে... বোঝেও না বোঝার ভান করে থাকে” -- বাস্তবতা তাকে ঘিরে আছে! হহাহা! হু সেটাই ভাবছি, একদিন টিকটিকি ফ্রাই, তেলাপোকার সুপ/ ঘাস-লতা-পাতা দিয়ে মুড়ি, এসবের রেসিপি দেবো আপনাদের জন্য- সব পেটুক ভাইদের জন্য! তবে চুপি চুপি বলে যাই- আমার রান্নার প্রশংসা কিন্তু সবাই করে! হাহহা!

৫| ১৫ ই নভেম্বর, ২০১৪ রাত ৮:২৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সেদিন শ্বশুর বাড়ী গেলাম । আমার শ্যালিকা বললো আজ আমি রান্না করেছি ।
বললাম তাহলে আমার খিদা নাই ।
খেতে বসে দেখলাম রান্না ভালই হয়েছে ।
শ্যালিকা বললো রান্না কেমন হয়েছে ?
তাকে ক্ষেপানোর জন্য বললাম , একটা রবীন্দ্র সংগীত খুব মনে পড়ছে ।
-কোনটা ?
- আমি জেনে শুনে বিষ করেছি পান --
সবাই আপনার রান্নার প্রসংশা করে বলে জানলাম , কেউ আবার মনে মনে এই টেগর সংটা গায় নাতো ?
চামে একখান কতা কই , আমার কিন্তু "পাগলা " হইতে মন চায় ।

১৬ ই নভেম্বর, ২০১৪ দুপুর ২:৫৪

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহা প্রব নেই ভাইয়া, পাগলা হয়ে যান-- এক ডজন চুড়ি কিনে পাগলী ভাবীর জন্য নিয়ে যান ... ! হাহহা অই রকম গান আপনাকে দিয়েই গাওয়াবো যেদিন আপনাকে টিক্টিকির ফ্রাই আর তেলাপোকার সুপ খাওয়াবো ......।

৬| ১৫ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:০৮

অপূর্ণ রায়হান বলেছেন: :-& :-& :-& :-& :(( :(( :(( :((

১৬ ই নভেম্বর, ২০১৪ দুপুর ২:৫৪

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ইয়াক ইয়াক ......।

৭| ১৬ ই নভেম্বর, ২০১৪ রাত ১:৩৭

দীপংকর চন্দ বলেছেন: ভালো লাগা।

শুভকামনা জানবেন। অনিঃশেষ।

১৬ ই নভেম্বর, ২০১৪ দুপুর ২:৫৪

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ ! ভাল থাকবেন!

৮| ১৬ ই নভেম্বর, ২০১৪ সকাল ৭:০৮

কাহাফ বলেছেন:
এখানেও আপনাকে খুজে পেলাম!ধন্যবাদ অনিঃশেষ অাপনাকে!
একেবারেই নতুন এই ব্লগে! কয়েকদিন হল মন্তব্য করার অনুমতি পেলাম!
B-) B-) B-)

১৬ ই নভেম্বর, ২০১৪ দুপুর ২:৫৫

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হহাহা! আমি এখানে তো অনেকদিন থেকেই! শুভ কামনা রইল! স্বাগতম !

৯| ১৬ ই নভেম্বর, ২০১৪ সকাল ১০:৩৯

ইমতিয়াজ ১৩ বলেছেন: আমি ছাড়াও লাইক দেয়ার মানুষ আছে এই ব্লগে, তার পরে ও লাইক




ভাল থাকুক এই ব্লগ সন্ত্রাসীটা।

১৬ ই নভেম্বর, ২০১৪ দুপুর ২:৫৫

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহহা সন্ত্রাসীর ভাই! কই ছিলেন এত দিন?

১০| ১৬ ই নভেম্বর, ২০১৪ সকাল ১১:২২

রাফা বলেছেন: হুম....চমৎকার লিখেছেন।শিউলি কুড়ানো দিন গুলোকে সহজে ভুলে যাওয়া যায়না।

ধন্যবাদ,ইপ্সিতা~~

১৬ ই নভেম্বর, ২০১৪ দুপুর ২:৫৫

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু...... সেই শিউলি গাছটা আর নেই...... আমার খুব ইচ্ছে করে আবার অইভাবে কুঁড়াতে ...। অনেক ধন্যবাদ ! ভাল থাকবেন!

১১| ১৬ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১:০৯

কলমের কালি শেষ বলেছেন: না না আমি চুপ করে নেই..বল কখন চুড়ি পাঠাবো..প্লিজ অভিমান কোরো না !!.. ;) ;) :P :P :P

১৬ ই নভেম্বর, ২০১৪ দুপুর ২:৫৬

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: আহহহা আপনার দেয়া চুড়ি নিমু না......।

১২| ১৬ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:০৭

ইমতিয়াজ ১৩ বলেছেন: শুক্র ও শনি এই দুই দিন বিক্রি করে দিয়েছি লায়লা (আমার একমাত্র আপন বউ), আয়মান ও আরহামের কাছে, তবে কিছুটা পায় আমার বাবা মা ও ।

১৬ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:১০

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: অহ্‌! ভাল তো! এভাবেই ভাল থাকুন সব সময় ভাইয়া!

১৩| ১৮ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৫:৪৩

ভূতের কেচ্ছা বলেছেন: :D :D :D :D :D :D :D :D :D

১৮ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:১১

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: উউউউ!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.