নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
@ বুকের ভেতর খাঁ খাঁ করা হাহাকারটা ... ঝরে যাওয়া নীল নীল স্বপ্নগুলি কুড়িয়ে নিয়ে একাকী ঐ প্লাটফর্মে দাঁড়িয়ে অপেক্ষার প্রহর সাজিয়ে নিত্যদিন কত গল্পকথা বুনে চলেছি রে...
আমি কথা রেখেছিলাম অপেক্ষায় থাকবো... তুই কথা রেখে থামিসনি সেই প্লাটফর্মে ...শুধু সিগন্যাল দিয়ে চলে গিয়েছিস নিজ গন্তব্যে ... আমি চুপচাপ ঠায় দাঁড়িয়ে দেখেছি তা...
আটকানোর ইচ্ছে হলেও অভিমানে গলা দিয়ে কোন কথাই বের হয়নি...
@ সন্ধ্যার সেই মিসডবার্তা ক্ষণে ... সবাই যখন নিজেদের নিয়ে ব্যস্ত হয়ে যায় আপনভুবনে...আমি অস্থির হয়ে মুঠোফোনের দিকে তাকিয়ে একটা মিসডবার্তার অপেক্ষায় বসে...আনমনে হয়ে যাই আজও রে... আমি কথা রেখেছি সেই থেকে কেউ দেখেনি আমায় চ্যাটের সবুজ বাতিতে...তুই কথা রাখিসনি...মিসডবার্তায় ডাকিসনি আর চ্যাটে ... সচল রেখেছিস নিজেকে সবুজ বাতিতে...
@সেই কবে থেকে তোর বাস্তবতা আর ব্যস্ততার বেড়াজালে আটকে পড়েছি...পারিনি সেখান থেকে বেড়িয়ে আসতে ... সবকিছু মেনে নিয়ে তোর ভুলটাকে শুধরে আপন করে কাছে টেনে নেয়ার সেই তাগিদে আজ ও আমি তোর ফিরে আসার অপেক্ষায় বসে আছি রে...কথা রেখেছি হারিয়ে যাবো না... তুই কথা রাখিসনি... আড়াল করে ফেলেছিস নিজেকে ...
@ সেই যে একবার বলেছিলি...থাকতি পারবি না আর কিছুটা দিন...সেই থেকে কতদিন পার হয়ে যাচ্ছে... সময়ের অলিগলি দিয়ে তোর যাওয়া- আসার মাঝেই অনিশ্চয়তার ফাঁক - ফোঁকরে একটুখানি আশার আলো জাগিয়ে প্রতীক্ষার বাসায় হাবুডুবু খাচ্ছি রে...কথা রেখেছি ডুবতে ডুবতেও ছায়ার মত থেকে যাবো তোর পাশে...তুই কথা রাখিস নি... ডুবিয়ে দিতে চেয়েছিস বারে বারে...
@শুন্য বুকটা যখন একাকীত্বের হাহাকারে ফেটে চৌচির হয়ে যায়...তৃষ্ণায় একটু বৃষ্টিতে ভিজতে মন চায়...
আমি সেই ফেটে যাওয়া বুকের দগ্ধতাকে সহ্য করে নেই শুধু তুই বৃষ্টিতে ...হু ভালোবাসার বৃষ্টিতে ভিজিয়ে দিবি বলে আজ ও অপেক্ষায় থাকি...আমি কথা রেখেছি রে ডুব দেইনি আর কারো চোখে ...তুই কথা রাখিস নি... হয়ত ডুব দিয়েই দিয়েছিস অন্য কারো চোখে...
১১ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:৪৬
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু অনুভূতি গুলি কখন যে কেমন হয়... তা বোঝা মুশকিল!
২| ০৩ রা এপ্রিল, ২০১৫ বিকাল ৪:০৫
শায়মা বলেছেন:
১১ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:৪৭
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ????????
৩| ০৩ রা এপ্রিল, ২০১৫ রাত ৯:০৫
দিশেহারা রাজপুত্র বলেছেন: কিছুক্ষেত্রে অনুভূতি শূন্য থাকাই শ্রেয়। বুঝলেন?
১১ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:৪৭
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: উহু......অনেক সময় এসব অনুভূতি -ই মন ভাল করে দেয়...... শূন্য হয়ে গেলে তো রোবট হয়ে যেতে হবে রাজপুত্র
৪| ০৫ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১:১৪
ইমতিয়াজ ১৩ বলেছেন: আক্ষেপ গুলো আর শেষই হচ্ছে না।
ভাল থাকুক ব্লগ সন্ত্রাসীটা
১১ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:৪৭
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হহাহাহ আক্ষেপ শেষ হলে কি ভাল হয় ভাইয়া... এসব তো থাকবেই......।
৫| ১১ ই এপ্রিল, ২০১৫ রাত ৮:০২
দিশেহারা রাজপুত্র বলেছেন: তীব্রভাবে দ্বিমত।
রোবট অনভূতিহীন। অনুভূতি শূন্য আর হীন আমার কাছে এক না। আবার বলছি আমার কাছে। অন্যদের কাছে কি জানি না।
©somewhere in net ltd.
১| ০৩ রা এপ্রিল, ২০১৫ বিকাল ৩:৩৯
স্বপ্নময়২ বলেছেন: ভাল লাগলো । মানুষের মনের কিছু অনুভূতি এমনই হয় ।