নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পাগলা বাতাসের সাথে এলোমেলো উড়াউড়ি ঝড় বেশ ভাল লাগে...
বাতাসে চুল এলোমেলো হয়ে যাচ্ছে...পাগলাটা সেই চুলের সাথে দৌড়াচ্ছে ...
হুড়মুড় করে পাশে এসে কখনো চুলগুলো ধরে ক্লিপে আটকাচ্ছে...
নয়ত আরো এলোমেলো করে দিয়ে বলছে... পাগলী পাগলী...
আমিও কি কম না কি... চোখ গরম করে নাক লাল করে
বদের হাড্ডির চুল ধরে জোরসে টান... আ আ বলে চিৎকার...
বলে উঠি-- পাগলা পাগলা... এরপর ঝড়ের সাথে বৃষ্টি ...
আহ্ কি যে ভাল লাগে... ! ঝড়ের সাথে বৃষ্টি পাগলাটার সাথে ভেজা...
বৃষ্টির সাথে মিষ্টি বাতাস... অন্যরকম একটা গন্ধ...আহ্...
এরপর বৃষ্টি ভেজা বালকের আমার দু’চোখে ডুব দেয়া...
মাঝে মাঝে মেঘের গর্জন ... ভয়ে কেঁপে উঠে...
এক ছুটে বালকের বুকের মাঝে আশ্রয় নেয়া...
সবমিলিয়ে কি যে সুন্দর এক রাত...
এরপর হুট করেই চারপাশ জুড়ে লোডশেডিং...
অন্ধকারে ঢেকে যাওয়া ... ভীষণ মিস করছি রে বালক...
উহু... না...অদ্ভুদ এক তুইহীনতায় ভুগছি...
এই ঝড়ো বাতাসের সাথে... একসাথে যদি হুড়োহুড়ি করতে পারতাম...
এসব ভালোলাগার অনুভূতিগুলি আর সেইসব মধুর সময়...
আহ্ ... ধ্যাৎ ... ঘোড়ার ডিম...
০৬ ই এপ্রিল, ২০১৫ দুপুর ২:৩৪
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ !
২| ০৫ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:৫৭
সীমাবেস্ট বলেছেন: বাহ সুন্দর লিখেছেন
০৬ ই এপ্রিল, ২০১৫ দুপুর ২:৩৫
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ !
৩| ০৫ ই এপ্রিল, ২০১৫ রাত ৮:০১
কলমের কালি শেষ বলেছেন: আহ্ ... ধ্যাৎ ... ঘোড়ার ডিম...
অদ্ভুত বালিকাহীনতায় ভুগছি ।
০৬ ই এপ্রিল, ২০১৫ দুপুর ২:৩৫
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহা আহ্ বালিকা তুমি কই?
৪| ০৫ ই এপ্রিল, ২০১৫ রাত ৮:২১
শতদ্রু একটি নদী... বলেছেন:
লাস্ট লাইন অটা চমৎকার। এরচেয়ে নিস্পাপভাবে অনুভুতির প্রকাশ আর ক্যামনে সম্ভব?
++
০৬ ই এপ্রিল, ২০১৫ দুপুর ২:৩৫
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হহাহহা ধ্যাৎ + পেয়েছে!!!!!! অনেক ধন্যবাদ !
৫| ০৫ ই এপ্রিল, ২০১৫ রাত ৯:১৯
চাটগাইয়া জাবেদ বলেছেন: আহ্ ... ধ্যাৎ ... ঘোড়ার ডিম।
এইটা কবিতা নাকি ভিম?
০৬ ই এপ্রিল, ২০১৫ দুপুর ২:৩৬
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: কি জানি কি? হাহা
৬| ০৫ ই এপ্রিল, ২০১৫ রাত ৯:২৯
মনিরা সুলতানা বলেছেন:
০৬ ই এপ্রিল, ২০১৫ দুপুর ২:৩৬
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হিহিহি......
৭| ০৫ ই এপ্রিল, ২০১৫ রাত ৯:৩৩
এস কাজী বলেছেন: হু ঘোড়ার ডিম। ভাল্লাগসে।
০৬ ই এপ্রিল, ২০১৫ দুপুর ২:৩৬
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু ঘোড়ার ডিমের জয় জয়কার হাআহহা
৮| ০৫ ই এপ্রিল, ২০১৫ রাত ১০:১১
দিশেহারা রাজপুত্র বলেছেন: অনেক সময় অনুভূতিগুলো কারো কারো সাথে খুব মিলে যায়। কল্পনায় বাস্তবে। শুধু আবেগের পার্থক্য।
বর্ষা। বর্ষাস্নাত মুহূর্তে প্রিয় মানুষের সান্নিধ্য। উপলব্ধিটাই অন্যরকম।
আজ বৃষ্টি হয়েছে। অদ্ভুত তুমিহীন অনুভূতি।
আন্টি শরীরডা ভালো নি? এতো পেরেম।!
ভালো ভালো।
০৬ ই এপ্রিল, ২০১৫ দুপুর ২:৩৭
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হহাহা তুমিহীন না কি রাজকন্যাহীন? না রাজপুত্র... ছুপা জ্বর পিছু ছাড়ছে না... অনেক ঠান্ডা লেগেছে...... আর প্রেম-পিরিতি তো সব সময়-ই থাকে...
৯| ০৫ ই এপ্রিল, ২০১৫ রাত ১০:১৩
হাসান মাহবুব বলেছেন: ভালো হৈছে।
০৬ ই এপ্রিল, ২০১৫ দুপুর ২:৩৭
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ !
১০| ০৬ ই এপ্রিল, ২০১৫ দুপুর ২:৫৮
শায়মা বলেছেন: ইপ্সিমনি!!!!!
এখন কেমন আছো???
১১ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:৪১
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: সো সো বাচ্চুমনি!!!!! তুমি কেমন আছো?
১১| ০৬ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৩:৩২
দিশেহারা রাজপুত্র বলেছেন: যে তুমি সেই রাজপুত্র। আমার ভালুবাসার নেট স্লো। এখনো সার্চিং। যদিও মাঝে মাঝে হোম পেজ শো করে বাট আবার ডিসকানেক্ট হয়ে যায়।
গেট ওয়েল সুন।
১১ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:৪১
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হহাহহা আশা করছি খুব তাড়াতাড়ি... নেটের গতি বাড়বে......। ধন্যবাদ
১২| ০৮ ই এপ্রিল, ২০১৫ রাত ১১:১৪
(উৎপল) বলেছেন: অদ্ভুত তুমিহীনতায় ভুগছি,,, :-(
+++
১১ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:৪১
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ তুইহীনতায় ++ এর জন্য! ভাল থাকবেন!
©somewhere in net ltd.
১| ০৫ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:৫৪
শিশির বিনদ্ু বলেছেন: ভাল লিখেছেন