নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
> বিভিন্ন পার্লার এমনকি ড্রেসের দোকানে ট্রায়াল রুমে থাকা গোপন ক্যামেরায় অনেকেই যে সমস্যায় পড়ছেন তা আমরা জেনেছি আগেই... এর আগে এদেশে কানিজের পার্লার পার্সোনায় এমনটা ঘটে... মহিলা সচেতন ছিলেন বলেই আমরা তা জানতে পারি, দু/ একদিনের নিউজ ভারতের স্মৃতি ইরানী ট্রায়াল রুমে গিয়ে গোপন ক্যামেরা দেখতে পান এবং সাথে সাথেই ব্যবস্থা নেন... ! এরা সচেতন ছিল বলেই বেঁচে যান কিন্তু আপনি বাঁচবেন কি না সন্দেহ আছে যদি এ ব্যাপারে সচেতন না হোন---
> আমি বাপু কখনোই কোন ড্রেস কিনে তা ঠিকমত হবে কি না এটা দেখতে ট্রায়াল রুমে যাইনি! সাধারণত বেশিরভাগ সময় কাপড় কিনেই বানাই... আর যদিও কিছু ড্রেস বানানো কিনি তা উপরে ধরে একটু দেখে নেই... কিংবা এমনভাবে কিনি যাতে সমস্যা হলে সে দোকানে এসে পাল্টাতে পারি বা দর্জি দিয়ে ঠিক করে নিতে পারি... তবু কখনো কোন ট্রায়াল রুমে যাইনি... আর পার্লারে যাই কিন্তু তাই বলে বিলাসিতা বা সুখানুভতির জন্য বা ক্লান্তি দূর করতেও কখনো বডি ম্যাসেজ করাতে যাইনি... এমনকি ফেসিয়াল করলেও শুধু মুখ... গলা থেকে নিচের অংশে করার জন্য সেখানেও কখনো ড্রেস চেঞ্জ করিনি... যা অনেকেই করেন... ! ট্রায়াল রুমে যাওয়া কিংবা পার্লারে ড্রেস চেঞ্জ করার ব্যাপারে মেয়েদের সচেতন হওয়া দরকার... আমি এটাই বলবো - আর এইসব গোপন ক্যামেরা বা সিসি ক্যামেরার ব্যাপারেও নির্দিষ্ট কিছু নিয়ম থাকা দরকার! ট্রায়াল রুমে বা ওয়াশ রুমে গোপন ক্যামেরা থাকার কি যুক্তি থাকতে পারে? এ ব্যাপারেও নিষেধাজ্ঞা দরকার ...।
১১ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:৩৮
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু ভাইয়া আমিও সেটাই চাই ... মেয়েরা সচেতন হোক! ধন্যবাদ !
২| ০৮ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৩:০১
ফ্রস্ট বাইট বলেছেন: ++++
১১ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:৩৯
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ধন্যবাদ ! মেয়েরা সচেতন হলেই লেখার সার্থকতা থাকবে... ভাল থাকবেন!
©somewhere in net ltd.
১| ০৮ ই এপ্রিল, ২০১৫ দুপুর ২:৪২
হাসান মাহবুব বলেছেন: সবাই আপনার মত সচেতন হোক এই কামনা করি।