নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Epshi007

ঈপ্সিতা চৌধুরী

I wanna know the wonders around me

ঈপ্সিতা চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

বহুদূরে থাকা এই ছেলেটার ভালোবাসা মেয়েটাকে মুগ্ধ করে বারেবারে...

১১ ই এপ্রিল, ২০১৫ দুপুর ২:২৯

নীল রঙের শাড়ীটা পড়ে ছাদে হাঁটছিল মেয়েটা... অপেক্ষায় একটা ফোনের... ছেলেটা বলেছিল ...

ঠিক বিকেলে এই সময়টাতে ফোন করবে... মেয়েটা জানত ছেলেটা ঘুমাবে এই সময় তবুও ছেলেটা নিজে থেকেই বলেছিল আজ...

তুই নীল শাড়িটা পড়ে ছাদে যাবি আজ ... কল্পনার চোখে দেখবো তোকে ... কল্পনা কল্পনা খেলাটা খেলবো আজ ...

এপাশ ওপাশ একাকী হাঁটাহাঁটি করছে আর মুঠোফোনটার দিকে বারবার তাকাচ্ছে...

অবশেষে চমক ভাঙ্গে মেয়েটার মুঠোফোনের রিংটোনে ... স্ক্রিনে ভেসে ওঠে চেনা মুখটা...ছেলেটাও আজ নীল টিশার্ট পড়েছে...

>অ্যাই অ্যাই হাফাচ্ছিস কেন রে মেয়েটা ফোনটা রিসিভ করে বলে ওঠে...

> চুপ চুপ একটাও কথা বলবি না... চাদনী বানু... এই দেখ কান ধরে দাঁড়িয়ে আছি... প্লিয মাফ করে দে...এইবার... আর একদম নড়াচড়া করবি না...

>হহাহা তোর কান ধরার পিক দে তাহলে বিশ্বাস করবো... নইলে করবো না...আর নড়বো না কেন বল তো?একশবার নড়বো আমি নিজে তোর কান ধরবো...এদিকে আয়... কাছে আয় বলছি... আমাকে এভাবে ছাদে দাঁড় করিয়ে রাখলি কেন বদমাশ?

>বললাম না চুপ কর... কথা বলবি না... তোকে দেখতে দে...

>মানে কি? এভাবে দেখার কি আছে হাঁদারাম ?

>তোকে অদ্ভুদ না না ভয়ংকর সুন্দর লাগছে চাদনী...!!!!! মনে হচ্ছে একটা নীল পরী...

>ইসসস্‌ ঢং কত? আমি মনে হয় আজকেই সুন্দর হু...? অন্যদিন বুঝি বান্দর?

>হাহহহা বান্দরনী!!!!!

>অই অইহইছে বহুত দেখছিস... লজ্জা লাগছে আমার ... চোখ নামা...শোন, তোকেও না এই টিশার্টটাতে ভয়ংকর সুন্দর লাগছে... তুই আমার দেখা-দেখি নীল টিশার্ট কিনছিস হাব্লা... হু...?

>হাহাহু... উফস্‌ সরি রে হাব্লী... চোখ বন্ধ কর... তোর জন্য একটা জিনিস এনেছি...

>কি এনেছিস? বাপ রে-- তুই ফকিরটা এত্ত ভাল হয়ে গেলি কবে থেকে রে...?

>হাহাহ এই দেখ নীল চুড়ি... ছেলেটা চুড়ির টুং-টাং শব্দ মেয়েটাকে শোনায়... পছন্দ হয়েছে তোর?

>অই অই তোকে না বলেছি কিছু লাগবে না আমার!!!!!এসব বায়না তো এমনি এমনি করি রে গাধা...ওকে এনেছিস যখন তখন পড়িয়ে দে...

>আমি দেবো ...?

>তা তুই দিবি না তো কে দেবে...? অই থাক থাক অন্য কাউকে ডাকি...

>ডাক দেখি কাকে ডাকবি... হাত-পা সব তার ভাইঙ্গা দিমু কইলাম... হাত টা দে তো চাদনী আমার হাতে...

>>মেয়েটা হাত বাড়িয়ে দেয়... অনুভব করে ছেলেটা মাথা নীচু করে যত্ন সহকারে তার হাতে চুড়িগুলি পড়িয়ে দিচ্ছে...

একটা একটা চুড়ি হাতে ঢুকছে আর টুং-টাং শব্দে ভেতরে একটা আন্দোলন হচ্ছে...মেয়েটা বোঝার চেষ্টা করছে হাব্লাটার ভালোবাসাটাকে...বহুদূরে থাকা এই ছেলেটার ভালোবাসা মেয়েটাকে বারেবারে মুগ্ধ করে...মাঝে মাঝে ছেলেটা মাথা উঁচু করে মেয়েটার দিকে তাকাচ্ছে...মুচকি হাসি হাসছে... মেয়েটা ছেলেটার চুল ধরে এলোমেলো করে দেয়...

>হু হয়ে গেছে... দেখ তোর হাত দুটো কি সুন্দর লাগছে... চল হাঁটি ... তোর হাতটা একটু ধরতে দিবি...

>হহিহি এতক্ষন কি পা ধরে ছিলি না কি রে গাধা?

>শয়তান্নী... এতক্ষণ তো চুড়ি পড়াচ্ছিলাম... হাত দে...

> মেয়েটা হাত বাড়িয়ে দেয়... ছেলেটা আলতো করে সে হাত ধরে একটুখানি চাপ দিয়ে বলে--ভালোবাসি ... ভালোবাসি ... তুই কি আমার সব হবি?

>মেয়েটা ছেলেটার কাঁধে মাথা এলিয়ে দেয়...ভাবতে থাকে এভাবেই যদি সারাটি জীবন হাঁটা যেত...

> ছেলেটা বলতে থাকে... এরপর পড়বি হলুদ শাড়ি...জর্জেটের ...

আমি জানি অই রঙ্গে তোকে আরো অদ্ভুদ লাগবে...

তবে আমি কিন্তু অই কটকটে রঙ সেদিন পড়বো না... আরো কাইলা দেখাবে... হাহাহ...

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১১ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৪:১৭

হাসান মাহবুব বলেছেন: ++

১১ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:৩৭

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া...... ভাল থাকবেন!

২| ১১ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:৩০

দিশেহারা রাজপুত্র বলেছেন: সন্ত্রাসীকে বোমা মারা হোক।
প্রতিউত্তর করে না। X( X(

১১ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:৩৮

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: বাইচা যেতাম রাজপুত্র তাহলে... আসলে ব্যস্ততা + অসুস্থতার কারনে জাস্ট লেখা দিয়েই চলে যাই রিপ্লাই দেয়া হয়নি অনেক লেখার... সরি ...

৩| ১১ ই এপ্রিল, ২০১৫ রাত ৮:০৩

দিশেহারা রাজপুত্র বলেছেন: উদার আমি। ক্ষমা কইরা দিলাম :-0

১৬ ই এপ্রিল, ২০১৫ দুপুর ২:৪৫

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহা রাজপুত্র!!!!!

৪| ১২ ই এপ্রিল, ২০১৫ সকাল ১০:৪০

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:

+++
ভাল লাগা রেখে গেলাম।

১৬ ই এপ্রিল, ২০১৫ দুপুর ২:৪৫

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাইয়া এত্তগুলা + পেয়েছি তাই! অনেকদিন পর-- কেমন আছেন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.