নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ সবার জন্য একটা বিশেষ দিন... ভালোবাসার মানুষেরা, কাছের মানুষেরা আপনজনেরা একে অপরকে শুভেচ্ছা দিবে... কত কি গিফট করবে... মেলাতে যাবে... হৈ হুল্লোড় করবে... আমি কি করবো বল তো...? তুই কি করবি...? দিবি আমাকে একটা লাল পেড়ে সাদা শাড়ী কিনে... সাথে ডজন খানেক টকটকে লাল রেশমি চুড়ি... এক জোড়া পায়েল... একটা আলতার শিশি ... সত্যি সত্যি না দিলেও সমস্যা নেই... কল্পনা কল্পনা খেলাটায় দিবি? খেলবি আজ আমার সাথে আবার...? এই দেখ আমি তোকে ধবধবে পাজামা/ পাঞ্জাবি দেবো... সাথে লাল টকটকে একটা ওড়না... তুই ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে পড়বি তা... আয়নার সামনে দাঁড়িয়ে ওড়নাটা পড়তে গিয়ে মুচকি হাসবি... ফেরত দিতে হবে আমায় এই ভেবে... শোন শোন... বেশি পারফিউম ইউজ করিস না রে পাগল... তাহলে যে কারনে ওড়নাটা ফেরত নেই সেটা অসম্পূর্ণ থাকবে... আমি তো অই ওড়নায় তুই তুই গন্ধটা অনুভব করতে চাই... যেটা জড়িয়ে নিলে মনে হবে... তুই আমায় জড়িয়ে আছিস... চোখ বন্ধ করে শ্বাস নিলে মাতাল করবে তুই তুই গন্ধটা ... পাগলা আমি না এই বিশেষ দিনটার জন্য আমার পার্সে চকচকে কিছু টাকা রেখে দিয়েছি... যাতে রিকশাওয়ালা মামাকে ... আর খাবারের বিলটা তুই এখান থেকেই দিতে পারিস... কি বিল দেয়ার সময় , ভাড়া দেয়ার সময় ছিনতাই করবি তো পার্স টা... শোন শোন আজ কিছু বলবো না... জানিস-ই তো আমি সবকিছুর হিসেব রেখে দেই... সুদে- আসলে শোধ না নিয়ে কি তোকে এমনি এমনি ছেড়ে দেবো রে পাগল...?
আমি তোকে এত্ত এত্ত দামী কিছু দিতে পারবো না... খুব সদামাটা কিছু জিনিস-ই দেবো... আমাকেও দিতে হবে না দামী সব গিফট... কারন তোর থেকে বড় গিফট আর কি হতে পারে বল...? শুধু ৪০টাকার লাল টকটকে রেশমি চুড়ি কিনে দিবি ... ১০ টাকার কুলফি মালাই... খাওয়ালেই হবে... বিকেলে রিকশায় করে ঘুরে বেড়ানোর সময় আমি হাতে চুড়ির টুংটাং শব্দে তোকে মুগ্ধ করবো আর আর আইস্ক্রিম অর্ধেক খাবো অর্ধেক তোর নাকে ঘষে দেবো... তুই কিছুই করতে পারবি না... শুধু তব্দিত হয়ে যাবি ... এরপর তো জানিস-ই তোর আইস্ক্রিম কেড়ে নিয়ে খাওয়া শুরু করবো ... ! আর শোন, অইসব শাড়ীর ও দরকার নেই... মিছিমিছি বলেছি ... আছেই তো শাড়ী... তবে তুই যদি কিনে দিস সেটা হবে অন্যরকম পাওয়া ... আর বিশেষ দিন... তুই যখন ভাল থাকিস... মন খুলে বিটকেলে হাসি দিস... সে সময়টাই আমার জন্য বিশেষ সময় ... তুই যেদিন আমার পাশে থাকবি... সেদিনটি - ই হবে আমার কাছে বিশেষ দিন... ! বুঝলি রে পাগলা...? আমার ছোট্ট চাওয়াগুলিকে পূরণ করতে তোকে বৃষ্টিতে ভিজতে হবে না...রে পাগল... তার জন্য নিজের ইচ্ছেটাই মুখ্য ... দেখ না একবার ভেবে পারিস কি না...
১৬ ই এপ্রিল, ২০১৫ দুপুর ২:৪৬
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হহাহা অপেক্ষায় থাকুন...... কেউ আসবে এমন-ই বায়না নিয়ে... শুভ নববর্ষ
২| ১৪ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৫:১১
কলমের কালি শেষ বলেছেন: শুভ নববর্ষের শুভেচ্ছা ।
১৬ ই এপ্রিল, ২০১৫ দুপুর ২:৪৬
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: শুভ নববর্ষ .........।
৩| ১৭ ই এপ্রিল, ২০১৫ দুপুর ২:০১
শায়মা বলেছেন: ইপ্সিমনি!!!!!!!!!!!!
আমার চুড়ি......
বৈশাখী শাড়ি আর গান .......
৪| ১৭ ই এপ্রিল, ২০১৫ দুপুর ২:০১
শায়মা বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা!!!!!!!!
১৭ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:৪৪
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: সায়মা বাচ্চু-কাচ্চু আমি ছবি ব্লগে দিতে পারি না... ইমো ও দিতে পারি না নইলে দেখাতাম আমার চুড়ি/ পায়েল/ আর ড্রেসের বাহার... তুমি ফেবুতে দেখে নিতে পারো...। শুভেচ্ছ..
৫| ১৭ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৩:০৪
অদ্ভুত_আমি বলেছেন: শায়মা (পরী) আপুকে দেখে ফেললাম তো
৬| ১৭ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৩:১০
শায়মা বলেছেন: অদ্ভুত আমি ভাইয়া গরমে ঘেমে নেয়ে ভুত হয়ে গিয়েছিলাম তো!!!!!!
©somewhere in net ltd.
১| ১৪ ই এপ্রিল, ২০১৫ রাত ২:৩৭
bappyalmamun বলেছেন: ইস যদি কেউ বলতো তোর মতো করে। আবদার করার মানুষ ই নেই।
লাল চুড়ি পানে তাকালে অনুভব করি এক জোড়া কোমল হাতের।
শুভ নববর্ষ।