নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Epshi007

ঈপ্সিতা চৌধুরী

I wanna know the wonders around me

ঈপ্সিতা চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

বাবাকে না পেয়ে স্কুলছাত্রীকে আটক...!!!!!!

২১ শে এপ্রিল, ২০১৫ দুপুর ২:৩১

> স্কুল ড্রেস পরা অবস্থায় দু’দিন কারাভোগের পর গতকাল মুন্সীগঞ্জ আমলী আদালত থেকে জামিনে মুক্তি পেয়েছে ১০ম শ্রেনীর ছাত্রী প্রিয়াঙ্কা!!!!! মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার মেয়ে প্রিয়াঙ্কা জানায়- গত শনিবার স্কুল থেকে বাড়ী আসার সঙ্গে সঙ্গে পুলিশ তার ব্যাগ ফেলে দিয়ে তাকে আটক করে নিয়ে যায়... অপরাধ তার নয় তার বাবার! তার বাবা একজন মাদক বিক্রেতা!!!! ছাড়া পেয়ে মেয়েটা লজ্জায় সাংবাদিকদের বলেছে- আমি কিভাবে স্কুলে যাবো? সহপাঠীদের কি বলবো ? আমার কি আর পড়াশুনা হবে? (খবর - আজকের বাংলাদেশ প্রতিদিন- ৯ পৃষ্ঠা )
>> অবাক হয়ে যাচ্ছি এদেশের পুলিশের এরকম কান্ডে !!!! বাবার অপরাধে যদি মেয়েকে এভাবে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয় তাহলে প্রত্যেক অপরাধীর বেলায় কি হবে তাদের না পেয়ে কি তাদের পরিবারের যে কাউকে উঠিয়ে নিয়ে গিয়ে শাস্তি দিবে? হাউ কুড? আজিব কারবার!! একে তো মেয়েটা বাপের কর্মের ফল এমনিতেই হয়ত পাচ্ছিল... আর এখন লজ্জায় সে হয়ত পড়াশুনা ছেড়ে দিবে, এমন ও হতে পারে সেই স্কুল কতৃপক্ষ তাকে বের করে দিবে... !!!! এভাবে একটা নিষ্পাপ বাচ্চার ভবিষ্যৎ নষ্ট করার কিংবা বাবার কারনে তাকে কলঙ্কিত করার মানে কি? আজিব দেশে আজিব সব কারবার রে... একজনের অপরাধের শাস্তি অন্যজন কেন পাবে?

মন্তব্য ১৬ টি রেটিং +১/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২১ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৩:০৫

দিশেহারা রাজপুত্র বলেছেন: আরে পুলিশ না ফুলিশ।

২৩ শে এপ্রিল, ২০১৫ দুপুর ২:৪৩

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু রাজপুত্র... ফুলিশ... এদের নিয়ে অনেক লিখেছি ভিমরুলে !!!

২| ২১ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৩:১৫

শায়মা বলেছেন: কি আশ্চর্য্য!!!

২৩ শে এপ্রিল, ২০১৫ দুপুর ২:৪৩

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু বাচ্চু-- সত্যি!

৩| ২১ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৩:১৮

চাঁদগাজী বলেছেন:


পুলিশের মত কাজে ইডিয়টদের নেয়া হয়েছে।

২৩ শে এপ্রিল, ২০১৫ দুপুর ২:৪৪

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: মাঝে মাঝে তাই মনে হয়!!!!!!!!

৪| ২১ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৩:৩৩

জ্বলন্ত রিপন বলেছেন: পুলিশরা কি গাজা খাওয়া শুরু করল নাকি !!!!!

২৩ শে এপ্রিল, ২০১৫ দুপুর ২:৪৪

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: কি জানি।

৫| ২১ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৩:৩৫

নীল আকাশ ২০১৪ বলেছেন: এ আর এমন কি! রাজধানীর দনিয়ায় জামায়াত নেতা বাবাকে না পেয়ে তার কলেজ পড়ুয়া কন্যাকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করেছে মাত্র তিন মাস আগে। বাবা জামায়াত করে - এই অপরাধে কোন নিউজ মিডিয়াতে এই খবর আসেনি। কেবল জামায়াতিদের ফেসবুকে শেয়ার হয়েছে।

২৩ শে এপ্রিল, ২০১৫ দুপুর ২:৪৫

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু এরকম অনেক কিছুই ঘটছে!!!!!

৬| ২১ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৩:৩৯

জেন রসি বলেছেন: শায়মা বলেছেন: কি আশ্চর্য্য!!!

২৩ শে এপ্রিল, ২০১৫ দুপুর ২:৪৫

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু!!

৭| ২২ শে এপ্রিল, ২০১৫ সকাল ১০:৩৬

আরজু পনি বলেছেন:
পুলিশের এই কাজকি বৈধ ? জানতে ইচ্ছে করছে...
যদি বৈধ না হয় তবে এইসব পুলিশি কুকর্মের বিরুদ্ধে মানববন্ধন, শ্লোগান, মিছিল হয়না কেন ?

২৩ শে এপ্রিল, ২০১৫ দুপুর ২:৪৬

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: না আপু এসব নিয়ে শ্লোগান / মিছিল, আন্দোলন করার কেউ নেই!!!!!!

৮| ২২ শে এপ্রিল, ২০১৫ সকাল ১০:৫৯

নতুন বলেছেন: অন্যায় কাজ এখন খুবই সাভাবিক হয়ে গেছে আমাদের সমাজে...

মাদক বিক্রেতার মেয়ে তাই তার পক্ষে কথা বলবেনা সমাজ... পুলিশের এই কাজ বৈধ হয়ে যাবে... :(

২৩ শে এপ্রিল, ২০১৫ দুপুর ২:৪৮

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু ঠিক বলেছেন, সে মাদক বিক্রেতার মেয়ে বলে তাকে নিয়ে প্রতিবাদ করতে কেউ এগিয়ে আসবে না!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.