নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
>একালের ডিজুস বাচ্চুরা...কিংবা ইয়ো ইয়ো পোলাপানদের কথাই যদি ধরি তারা অনেকেই জানে না ... ওপেন দি বাইস্কোপ, ইচিং- বিচিং চিচিং চা (টক্কর টক্কর) , রুমাল চুরি, কানা মাছি ভোঁ ভোঁ - যাকে পাবি তাকে ছোঁ , দাঁড়িয়াবাধা, বউ-চি, গোল্লাছুট, চি- বুড়ি , লুকোচুরি , মারবেল , পাশের বাড়ীর সেলিনা- তার সাথে খেলি না ... আরো অনেক মজার মজার খেলা...আছে...?
>এ যুগের বাচ্চুরা সেই প্লে থেকে ১০ম পর্যন্ত এত্ত এত্ত বই কাঁধে নিয়ে স্কুল আর কোচিং এরপর বাসায় এসে মুরগির খুপরিতে ঢুকে ব্যাট-বল, ক্রিকেট, ফুটবল আর কম্পিউটার গেমস নিয়েই বিজি... তারা জানে না বা তাদের পরিচয় করিয়ে দেয়া হয় না এখন এসব মজার মজার খেলার সাথে... জীবনযাত্রার যান্ত্রিকতার সাথে সাথে সবকিছুই কেমন যান্ত্রিক হয়ে যাচ্ছে... আবার যুগের সাথে তাল মিলিয়ে চলতে গিয়ে এসব মজাদার খেলাগুলি আমাদের সমাজ কিংবা পরিবেশ থেকে একেবারেই হারিয়ে যাচ্ছে...
>এবং এ যুগের বাবা- মা’রাও মনে হয় বাচ্চুদের এসব খেলার কথা বলে না... কারন সময় নেই... খেলার জায়গা নেই... মফঃস্বল শহরগুলিতে খেলার মাঠ, গলি-কাঞ্চি এখনও দেখা গেলেও ঢাকা শহরে নাই বললেই চলে...! এখনকার বাবা-মা’রাও যেমন বলে বাচ্চুরা সময় পায় না খেলার তেমন বাচ্চুদের ও মনে হয় আগ্রহ নেই মাঠে গিয়া খেলার কিংবা পাড়ার রাস্তার ফাঁকা জায়গায় খেলাধুলা করার... তারা স্কুল, কোচিং শেষে বাসায় এসে মোবাইল/ কম্পিউটারে বসে গেমস খেলতে পারলেই হল কিংবা হাতে একটা ব্যাট- বল নিয়ে বেলকনিতে পিটাপিটি ...
২৩ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:৩৩
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহা রাজপুত্র... আপনি কি কি খেলেছেন? আমার মনে হচ্ছে আপনিও মুরগির খুপ্রিতে ঢুকে শুধু মোবাইল/ কম গেমস খেলেছেন... হিহিহি ... “পাশের বাড়ির রাজপুত্র... দেয় শুধু চিঠিপত্র...” হিহিহি
২| ২৩ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৫:২৭
রিকি বলেছেন: আপু একালের শিশু পাশের বাড়ির সেলিনা কে না চিনলেও Catwoman Selina Kyle কে কিন্তু চেনে!! :#> :#> :#> যুগ পাল্টেছে, সেলিনাও পাল্টেছে !!!
২৩ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:৩৪
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হহাহহা হু ঠিক বলেছেন... “ সেলিনা সেলিনা? কে বলেছে তোমায় চিনি না চিনি না”? হিহিহি
৩| ২৩ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:২৬
শায়মা বলেছেন: আমি কিন্তু সব খেলা জানি!!!!
আমিও বাচ্চু তাইনা????
২৩ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:৩৪
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: জানলেও তুমিও যে খেলনি সে আমি জানি সায়মা বাচ্চুউউউউউউউউ - “আমি জানি তুমি খেলনি... সত্যি কথা বলনি”!!!!!! হিহিহি
৪| ২৩ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:৫৩
সিরাজুন নাজিয়া নাবিলা বলেছেন: একদম সত্যি কথা
২৩ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:৩৪
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু......।। হু......। আপনি কি খেলেছেন?
৫| ২৩ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:২৭
এ কে এম রেজাউল করিম বলেছেন:
রুমাল চুরি খেলার কথাটি ভুলে গেছেন ভাই ? (এখানে যে উল্লেখ করলেন না)
আমরা ছোট্ট কালে খেলতাম জ্যোছনা সন্ধ্যা রাতে ।
২৩ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:৩৬
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু ভাই ভুলে গেছি!!!!!! আরো অনেক মজার খেলা আছে, মনে পড়ছিল না... সবার কাছ থেকে জেনে নিয়ে ভেবেছি- সেগুলো যোগ করে দেবো!! অনেক ধন্যবাদ
৬| ২৩ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:৫১
দিশেহারা রাজপুত্র বলেছেন: ঈপ্সিমণি,
আমার কিছু বলার নেই। আমি বাকরুদ্ধ। মুরগিরখুপ্রি। বাংলাদেশে আমাদের যে বাড়ি ছিল আপনাকে যদি ব্যাটারি লাগিয়ে স্টার্ট দিয়ে দিতাম। পুরোটা ঘুরে আসতে সাতদিন লাগত। (আংশিক সত্য)
আর আমি খুবি তে ফুটবল প্র্যাক্টিস করতাম। ক্রিকেটও ভালো খেলতাম। নিজের গুণ গাইতে পছন্দ করি না যদিও তবুও আমি ভালু পোলা। হুম!
ঈপ্সিমণি কি কি খেলতে গিয়ে সামনের দুটো দাঁত ভেঙেছে জানতে মন চায়। নাকি আদৌ খেলে নি। খেলা দেখতে গিয়েই ফোকলা মণি।
২৩ শে এপ্রিল, ২০১৫ রাত ৮:৫০
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ঐ তো যাহাই আলু তাহাই কালু...! ক্রিকেট আর ফুটবল... !!!!! এ দুটো ছাড়া যে মজার মজার খেলাগুলির কথা বল্লুম তা কি খেলেছেন?
হাহহা দেখাতে হপ্পে না... বুঝলুম রাজপুত্রের রাজবাড়ী ইয়া বড়...? সাথে কি মাঠ ছিল? তা এখন কোথায় আছেন রাজপুত্র? চালাচালি করেন কি এখনো চিঠিপত্র...? হিহিহি!
মি?????? এখনো খেলি- বাচুদের সাথে স্কুলে +কাজিনদের সাথে বাসায়... ফেবুতে আজ ছবি দিয়েছি খেলার!! এই প্রসঙ্গে! আমি অইসব খেলা খেলার জন্য মার ও খেয়েছি, বিশেষ করে মার্বেল খেলার জন্য! এখনো হাতের টিপ ভাল আছে!!!
৭| ২৩ শে এপ্রিল, ২০১৫ রাত ৯:২৭
দিশেহারা রাজপুত্র বলেছেন: হা হা না না খুব বড়ো না। আবার ছোটও না। এখন মমতার বাড়ি আছি।
না ফুটবল বা ক্রিকেট ছাড়াও অন্যান্য খেলাও খেলেছি। ফোর ফাইভে থাকতে স্কুলের ব্রেকে গোল্লাছুট খেলেছি অনেক। মার্বেল আমিও খেলেছি।
এখনো খেলি- বাচুদের সাথে স্কুলে +কাজিনদের সাথে বাসায়... ফেবুতে আজ ছবি দিয়েছি খেলার!!
আমি ফেবুতে দিনে ঔষুধ সেবনের মতো দুবার ঢু মারি। আর আপনি এই মহান ব্যক্তিত্বের ফ্রেন্ড লিস্টে নেই।
ভালো থাকুন। খেলতে থাকুন। দেশের সব সন্ত্রাসী যদি এমন খেলতে শুরু করে। দেশবাসী শান্তিতে থাকততে পারবে।
২৭ শে এপ্রিল, ২০১৫ দুপুর ২:৪৭
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাআহ রাজপুত্র......।। পরে এর উত্তর দেব
৮| ২৩ শে এপ্রিল, ২০১৫ রাত ১১:২২
স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
ছোটবেলায় দাড়িয়াবান্ধা খেলতাম, খেলেছি লুকোচুরি।
আবার ফুটবল ক্রিকেটও খেলেছি একসময়।
কত কত মজার স্মৃতি জমে আছে যে !
আমার সে শৈশব
বড়ই দুরন্ত,
বর্ষা-বাদল,শীতের
স্থিরতা ভেঙে আনিতাম
রাঙা বসন্ত!
কেমন আছেন আজকাল ?? +++
২৭ শে এপ্রিল, ২০১৫ দুপুর ২:৪৮
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু... ! ভাল যাচ্ছে না দিনকাল ভাই... এ মাসেই পরিবার থেকে দুজনকে হারালাম...
৯| ২৪ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৪:২৯
কলমের কালি শেষ বলেছেন: মা বাবারাইতো যান্ত্রিক !
২৭ শে এপ্রিল, ২০১৫ দুপুর ২:৪৮
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু সে কারনেই তো.........
১০| ২৬ শে এপ্রিল, ২০১৫ দুপুর ২:৪২
ইমতিয়াজ ১৩ বলেছেন: বাস্তব কথা।
রাতে বাসায় গেলে ড্রইং রুমে বাপ-বেটা মিলে ব্যাট-বল (ক্রিকেট) খেলি।
২৭ শে এপ্রিল, ২০১৫ দুপুর ২:৪৮
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ভাইয়া পঁচাআআআআ! কেমন আছেন? অনেকদিন পর?
১১| ২৬ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৩:০৬
মনিরা সুলতানা বলেছেন: সময় কই....
২৭ শে এপ্রিল, ২০১৫ দুপুর ২:৪৮
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হহাহা সত্যিটা বলেই ফেললেন আপু?
১২| ২৬ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৩:৪৯
নিয়েল হিমু বলেছেন: ডাংগুলি বাদ গেল কেন ?!!
আরেকটা ছিল কিনাকিনি খেলা । ডাংগুলির মত কিন্তু এখানে দুইজনে খেলা শুরু করে পয়েন্ট জমিয়ে দলের লোক সংখ্যা বাড়াতে পারতাম । আরেকটা খেলা ছিল আলু বেগুন চর্চরি । এর পর আরেকটা বাদ গেল সাইকেল বৌচি । গোল্লাছুট....
২৭ শে এপ্রিল, ২০১৫ দুপুর ২:৪৯
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: তাই তো আমিও এসব খেলা খেলেছি কিন্তু ভুলে লিখতে ভুলে গেছি ভাই, একসময় এসে এই খেলাগুলির নাম যোগ করে দেবো লেখা এডিট করে... অনেক ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ২৩ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৪:৪১
দিশেহারা রাজপুত্র বলেছেন: পাশের বাড়ীর সেলিনা- তার সাথে খেলি না ..
হা হা হা।
কথা কিন্তু ১০০% সত্য। বইয়ের চাপে আর মোটা ফ্রেমের চশমার আড়ালে বাল্যকাল সিলিং ফ্যানে ঝুলে পড়ে।
আমায় একবার একজন বলেছিল
আরে তুমি তো চশমা পড়ো না।
আমি অবাক হয়ে গেছিলাম চশমা না পড়া যেন ব্যাপক অন্যায়।