নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Epshi007

ঈপ্সিতা চৌধুরী

I wanna know the wonders around me

ঈপ্সিতা চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

জানি উত্তরটা দিতে পারবি না... আড়াল করে নিবি আবার... আমিও কিছু বলবো না...

২৪ শে এপ্রিল, ২০১৫ দুপুর ২:৪১

আচ্ছা এমন কি কখনো হবে... ধর এখুনি... বৈশাখী বাতাসের সাথে হন্তদন্ত হয়ে ছুটে এসে কানের পাশে মুখ নিয়ে বলছিস... “ভালোবাসি ভালোবাসি ...”?
এমন কি হতে পারে... তোর ঘরের জানালার কাছে দাঁড়িয়ে এক চিলতে আকাশের দিকে তাকিয়ে চিৎকার করে বলছিস... দূরত্ব যতই বাড়ুক... সেই দূরত্বকে ছাপিয়ে তোকে অনেক অনেক ভালোবাসি রে ... মিস করি রে গাধি...!!
বল এমন কি হতে পারে... চারপাশের সমস্ত জঞ্জাল/ ব্যস্ততা/ বাস্তবতাকে কাঁচ কলা দেখিয়ে ... বেসুরা গলায় গেয়ে উঠছিস সেইসব পঁচা গান... ফোন করেই কথা নেই বার্তা নেই কানে বেজে চলছে একজনের দরাজ গলায় কিসব পঁচা গান...
এমন কি হবে... এই বৈশাখে আবারো আমাকে এলোমেলো করে দিয়ে... বর্ষার ঝুম বৃষ্টিতে ভিজিয়ে দিচ্ছিস... ?
এমন কি হতে পারে বল...? বৈশাখের এই কড়া রোদে এক ঝলক শীতল ছোঁয়া দিয়ে জানতে চাইছিস... ভাল আছিস? ভালোবাসা কি ফুড়িয়ে গেছে...? তুই কি বলতে পারবি? ভালোবাসা ফুড়িয়ে গেছে... হু?
জানি উত্তরটা দিতে পারবি না... আড়াল করে নিবি আবার... আমিও কিছু বলবো না...
রেখে যাবো এখানেই যত না বলা কথা... জানি না সেসব দিয়ে হবে কি না আস্ত ভালোবাসার গল্পকথা .........

মন্তব্য ১১ টি রেটিং +৩/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ২৪ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৩:১৫

দিশেহারা রাজপুত্র বলেছেন: ভালো লেগেছে। খুব সুন্দর কথামালা। কিছু উপমা নিয়ে এসেছেন অসাধারণ ভাবে। প্লাস।

২৭ শে এপ্রিল, ২০১৫ দুপুর ২:৪২

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ধইনা পাতা রাজপুত্র!!!! অসাধারণ ভাবে কিছু উপমা এসেছে কি না জানি না... তবে লেখাটা দেয়ার পর ডিলেট করতে চেয়েছিলাম , ভেবেছিলাম... কি সব লিখলাম এরপর তো দেখি-- একদম সত্যি বলতে কি আমি উপমা টানিনা বেশি সাদামাটা ভাবে যা ভাবি তাই লিখি......।

২| ২৪ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৩:৫০

শায়মা বলেছেন: ইপ্সিমনি!!!!!!!!!

কোথায় তুমি??????????????

কোথায় লুকিয়ে থাকো??????????????

আসো আবার ফুড়ুৎ করে চলে যাও।:(

২৭ শে এপ্রিল, ২০১৫ দুপুর ২:৪২

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহা তোমার এই আচার্য মানে-- লেখা দেখিনি তোমার এই তো? আমি কেমন আছি বলেছি তো

৩| ২৪ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৪:০০

নতুন বলেছেন: হুম...

২৭ শে এপ্রিল, ২০১৫ দুপুর ২:৪৩

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হুম-২

৪| ২৪ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৪:১৪

শতদ্রু একটি নদী... বলেছেন:
ভাল্লাগছে। আপনার মধ্যে ন্যাচারালী যা ইচ্ছা তা বইলা ফেলা অথবা লিখে ফেলার ক্ষমতা আছে।

++

২৭ শে এপ্রিল, ২০১৫ দুপুর ২:৪৩

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হহাহা ক্ষমতা আছে কি না জানি না- তবে আমি এভাবেই সাদামাটা ভাবে যা ভাবি তা লিখে ফেলি... অনেক ধন্যবাদ ভাইয়া!

৫| ২৪ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৪:৩২

শায়মা বলেছেন: শতদ্রু একটি নদী... বলেছেন:
ভাল্লাগছে। আপনার মধ্যে ন্যাচারালী যা ইচ্ছা তা বইলা ফেলা অথবা লিখে ফেলার ক্ষমতা আছে।



শতদ্রুভাইয়ু এতক্ষনে তুমি একটা মনের মত কথা বলছো।

এটাই ইপ্সিমনির বিশেষত্ব!!!!!!!!!


আমি বা অনেক মেয়েরাই মরে গেলেও মনের কথা তো দূরের কথা নিজের অনেক অনেক ইচ্ছা অনিচ্ছাও মরে গেলেও মুখ ফুটে বলবেই না বলবেই না। কিন্তু ইপ্সিমনি সেটা পারে আর শুধু তাই না খুব খুব খুব অন্য রকম একটা ভালোমানুষের মন আছে তার মাঝে আর শুধু তাইও না খুব স্ট্রেইট ফরওয়ার্ড আর কোনো রকম ভন্ডামী নেই। এত এত আল্লাদী কথা কিন্তু নেকামী মনে হয় না।

কিন্তু আমার কথা বার্তা কিন্তু অনেকেই বলে নেকামী ।:( যদিও বেশিভাগ সময় ইচ্ছা করে ফাজলামি করি!!! :P


কিন্তু যাই বলো আর তাই বলো ইপ্সিমনি একদমই আলাদা রকম একটা মেয়ে।:)

২৭ শে এপ্রিল, ২০১৫ দুপুর ২:৪৩

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: মরে গেলাম তো এত্ত এত্ত প্রশংসা শুনে... কি বলবো বুঝতে পারছি না তো!!!!

৬| ০৭ ই মে, ২০১৫ বিকাল ৩:৩৪

ইমতিয়াজ ১৩ বলেছেন: ভাল থাকুক নিরন্তন ব্লগ সন্ত্রাসী ঈপ্সিতা চৌধুরী ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.