নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
>যারাই পাসপোর্ট করে তারাই জানে এই পাসপোর্ট করতে গিয়ে কত বিড়ম্বনা পোহাতে হয়... শুধু পাসপোর্ট অফিস না টাকা জমা দিতে সোনালী ব্যাংকে গিয়েও বিড়ম্বনার শিকার হতে হয়...!
>এখন পর্যন্ত পাসপোর্ট অফিসে পা দেইনি, ফর্ম এক আঙ্কেল এনে দিয়েছেন, আমি শুধু গেলাম সোনালী ব্যাংকে টাকা জমা দিতে... সরাসরি যিনি টাকা জমা নেয়ার রশিদ দেবেন তার কাছে যেতেই হতভম্ব হলাম- বেশ বয়স্ক একজন বসে আছেন তাকে রশিদের কথা বলতেই তিনি তার সরকারী চেয়ারে বসার ক্ষমতার অপব্যবহার করলেন, খামোখা খারাপ ব্যবহার করলেন- সবকিছু জেনেশুনে আসছি কি না, এইটা -সেইটা!!! ভেবেছিলেন আমরা তাকে স্যার স্যার করবো- হাহ্! সাথে মামনী ছিল, তিনি তাকে বুঝিয়ে দিলেন, একজন গ্রাহকের সাথে কিভাবে কথা বলতে হয়, সাথে সাথে এটাও বললেন- তিনিও একজন চাকুরীজীবী ছিলেন, এইবার মহাশয় আমতা আমতা শুরু করলেন! যাক তাকে আর কিছু বললাম না- চাইলে হয়ত ব্যবস্থা নেয়া যেত...
>কিন্তু এখন প্রশ্ন হচ্ছে- ৩০০০/ ৬০০০ টাকার পাসপোর্ট করতে বাড়তি ভ্যাট কেন সোনালী ব্যাংক নিচ্ছে?!? ৩০০০/- টাকার জন্য ৪৫০টাকা ভ্যাট! যতদূর জানি ঐ ৩০০০ টাকার মধ্যেই সরকার ভ্যাট নিয়ে নিচ্ছে তাহলে ব্যাঙ্ক আবার কিসের জন্য ৪৫০/-টাকা নিচ্ছে? আজিব দেশে টাকা খাওয়ার এতই আজিব ধান্দা রে!!!!! শুনে গিয়েছিলাম আরো ২০০/- টাকা লাগবে সেটা নেয়নি!!!!! এখন ও তো পাসপোর্ট অফিসে পা দেইনি... না জানি আরো কত নমুনা দেখার বাকি আছে!!
২| ২৭ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৫:২১
অর্বাচীন পথিক বলেছেন: ৪৫০টাকা ভ্যাট এর কি রশিদ দিয়েছে আপনাকে ?
৩| ২৯ শে এপ্রিল, ২০১৫ রাত ১২:১৪
একাকী বালক বলেছেন: এখন পর্যন্ত পাসপোর্ট অফিসে পা দেইনি, ফর্ম এক আঙ্কেল এনে দিয়েছেন,
>>> http://www.passport.gov.bd/ অনলাইনে অাবেদন করেন
শুধু পাসপোর্ট অফিস না টাকা জমা দিতে সোনালী ব্যাংকে গিয়েও বিড়ম্বনার শিকার হতে হয়...!
>>> Click This Link
আমি তো ১ টাকাও বেশি দেই নাই ওয়ান ব্যাঙ্কে।
©somewhere in net ltd.
১| ২৭ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৩:১২
নক্শী কাঁথার মাঠ বলেছেন: এই নিয়ম গত ডিসেম্বরের শেষের দিক থেকে চালু হয়েছে। যেখানেই টাকা জমা দেন, এই অতিরিক্ত ভ্যাট আপনাকে দিতেই হবে।