নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Epshi007

ঈপ্সিতা চৌধুরী

I wanna know the wonders around me

ঈপ্সিতা চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

চাওয়া ছিল শুধু একটুখানি বিশ্বাস আর আস্থা... পরম নির্ভরতার একটা হাত...

২৯ শে এপ্রিল, ২০১৫ রাত ৮:০৭

মেয়েটা কি চেয়েছিল জানিস -? চেয়েছিল খুব ভোরে ঘুম ভেঙ্গে সারারাত ফোন বন্ধ রাখার জন্য কারো কাছ থেকে অজস্র গালি শুনতে...

কারন সে জানত - এই অজস্র গালি শেষে ভালোবাসার বৃষ্টিতে সে ভিজে যাবে...চেয়েছিল... কেউ একজন তাকে বারবার বলুক- ঠিক মত খাস না কেন...? ঔষধ গুলি খাস ঠিক মত...?

চেয়েছিল ঝুম বৃষ্টিতে ভিজতে তাকে বারন করুক... কিন্তু পরক্ষনেই ভেজার অনুমতি দিয়ে তার-ই বৃষ্টি ভেজা দু’চোখে ডুব মারুক...সব ব্যস্ততা আর বাস্তবতাকে কাঁচ কলা দেখিয়ে কেউ একজন তাকে ভালোবাসার মরন দিক...

সমস্ত বাঁধাকে উপেক্ষা করে কেউ একজন তাকে বুকের মাঝে আগলে নিক...চেয়েছিল ভুলের কুয়াশার জাল ছিন্ন করে কেউ একজন তার হাতটি আলতো করে ধরে বহুদূর হেঁটে যাক...

চেয়েছিল কেউ একজন হুট হাট ঝড়ের মত এসে তাকে ওলট পালট করে দিয়ে আবার ঝড় শেষে থম থমে শীতলতায় ডুবিয়ে দিক...হুড়মুড় করে যখন তখন এসে তার এলো চুলে ক্লিপ্টা আটকিয়ে দিক... তার অভিমানগুলি ভাঙাতে কান-ধরে উঠ-বস করুক...মাঝে মাঝে কঠোর হয়ে ধমকে ধমকে তাকে শাসন করেভ্যা ভ্যা করে কাঁদিয়ে দিক...

আবার পরক্ষনেই নিজেই কেঁদে -কেটে তাকে বুকে জড়িয়ে নিক...

ঘুম আসছে না মেসেজ পেয়ে কেউ একজন তাকে বাচ্চাদের মত বুকে আগলে নিয়ে ঘুম পাড়িয়ে দিক...

অভিমানে যখন সে ভেঙ্গে ভেঙ্গে পড়বে তখন কেউ একজন বলুক- বাচ্চাদের মত কাঁদছিস কেন হারামী...?

আয় বুকে আয়... তোকে আদর করে দেই... এরকম-ই ছোট্ট ছোট্টরাগ-অভিমান...একটুখানি ভাব- ভালোবাসা আর অধিকারের ভাগ চেয়েছিল মেয়েটা...

চেয়েছিল তার-ই মত করে কেউ একজন অপেক্ষা করুক...

বারবার মিসড বার্তা দিয়ে বলুক মিস করছি--কই তুই? চেয়েছিল ঝুল বারান্দায় বসে কারো সাথে এক কাপ চায়ে হুড়োহুড়ি করতে...

চেয়েছিল সেই একজনটা সারাটি জীবন তার পাশে থাকুক... চেয়েছিল...কেউ একজন তাকে ৪০টাকার এক ডজন রেশমি চুড়ি কিনে দিয়ে যত্ন করে তা হাতে পড়িয়ে দিক...

চেয়েছিল ১০টাকার কুলফি মালাইয়ের অর্ধেক খেয়ে বাকি অর্ধেক তার নাকে ঘষে দিতে...

চেয়েছিল কেউ একজন তার বসন্ত হোক... কিংবা শরত ...

কেউ একজন শীতের সকালের এক কাপ চায়ে হুড়োহুড়ি করে উষ্ণতা ভাগাভাগি করুক...

কেউ একজন তার পঁচা গানগুলির একমাত্র লিসেনার তাকেই বানাক...চেয়েছিল তার নীল শাড়ীটার সাথে সেই একজনের টি-শার্টের রঙটা মিলে যাক...

চেয়েছিল হুটহাট কেউ একজন পিছন থেকে এসে তাকে জড়িয়ে ধরে বলুক-- ভালোবাসি ভালোবাসি ...

আলতো করে কানের পাশে মুখ নিয়ে বলুক- তুই কি আমার সব হবি...?চেয়েছিল কেউ একজন হাজার কথার মাঝে তাকে নিয়ে কথা বলুক...লিখে ফেলুক কিছু গল্প- কবিতা... কিংবা একটা স্ট্যাটাস... চাঁদনী রাতে চিৎকার করে বলুক...

চাদনী চাদনী মিস করছি তোকে ...মেয়েটা চেয়েছিল... তার জন্মদিনে কেউ একজন সবার আগে তাকে উইশ করে চমকে দিক...চেয়েছিল কারো জন্মদিন আর তার নিজের জন্মদিন এক সাথে পালিত হোক...

কেউ একজন তারসমস্ত আবদারে... আহ্লাদে মিশে থাকুক...

বারবার তাকে বলুক- তুই বড্ড বেশীবাচ্চামিপনা করিস...

কেউ একজন তার স্বপ্নগুলোকে রাঙিয়ে দিক... পরম নির্ভরতায় তার বুকে আশ্রয় দিক...

তার অনুভূতিগুলিকে ছুঁয়ে যাক... হাতের মধ্যে হাতটি মুঠিবদ্ধ করে আশ্বাসের সাথে বলুক-এইত আছি পাশে... ভয় পাচ্ছিস কেন পাগলী? অপেক্ষার প্রহর গুলিকে ভেঙ্গে দিয়ে বলুক-

দেখ এইত আমি আমি আছি... হারিয়ে যাইনি কোথাও ...

মেয়েটির সব চাওয়া -পাওয়া সেই একজনকে ঘিরেই ঘুরপাক খায়...তার হৃদয়ের প্রতিটি কোণায় গেঁথে যায়...

যেখানে চাওয়া ছিল শুধু একটুখানি বিশ্বাসআর আস্থা...

পরম নির্ভরতার একটা হাত...

মন্তব্য ১৯ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ২৯ শে এপ্রিল, ২০১৫ রাত ৮:২০

সাজ্জাদ মণি বলেছেন: চাওয়া ছিল শুধু একটুখানি বিশ্বাসআর আস্থা... ভাল লাগলো :) চাওয়াগুলো এমনই হয়, সহজ অথচ দুর্লভ :) :)

৩০ শে এপ্রিল, ২০১৫ দুপুর ২:৩৭

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু এমন-ই এসব... মিলানো যায় না.........

২| ২৯ শে এপ্রিল, ২০১৫ রাত ৯:৫৩

রূপক বিধৌত সাধু বলেছেন: জীবনের কয়টা চাওয়াই বা পূরণ হয় । ভালো লাগলো ।

৩০ শে এপ্রিল, ২০১৫ দুপুর ২:৩৭

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: সেটাই... তবুও এইসব চাওয়া তৈরি হয়ে যায় মনে... ধন্যবাদ ! ভাল থাকবেন!

৩| ৩০ শে এপ্রিল, ২০১৫ সকাল ৯:০০

ভাবুক বিড়াল বলেছেন: বুঝেচি :#>

৩০ শে এপ্রিল, ২০১৫ দুপুর ২:৩৭

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু.........

৪| ৩০ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১২:১৪

সুফিয়া বলেছেন: খুব ভাল লেগেচে।

৩০ শে এপ্রিল, ২০১৫ দুপুর ২:৩৮

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ধন্যবাদ ! ভাল থাকবেন!

৫| ৩০ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১২:২০

ইমতিয়াজ ১৩ বলেছেন: প্রত্যাশা আর প্রাপ্তির হিসাব খুব কঠিন




ভাল থাকুক ব্লগ সন্ত্রাসীটা।

৩০ শে এপ্রিল, ২০১৫ দুপুর ২:৩৮

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: জানি ভাইয়া! আপনি এতদিন কোথায় ছিলেন? কেমন আছেন?

৬| ৩০ শে এপ্রিল, ২০১৫ দুপুর ২:০১

হাসান মাহবুব বলেছেন: খুব সুন্দর হয়েছে লেখাটা।

৩০ শে এপ্রিল, ২০১৫ দুপুর ২:৩৮

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া! ভাল থাকবেন!

৭| ৩০ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৩:৩২

োকা মানুষ বলেছেন: অনেক ভাল লিখেছেন। কিন্তু বাস্তবতা মাঝে মাঝে ভিন্নও হয়। কারোর কাছে এটাই আবার পেইন হয়ে দেখা যায়। আফসুস হয় ঐ মানুষদের জন্য :(

৩০ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:৫৫

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু হতে পারে... ওদের জন্য আফসোস করেও লাভ নেই...! ধন্যবাদ ! ভাল থাকবেন!

৮| ৩০ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৩:৫৪

দিশেহারা রাজপুত্র বলেছেন: ভালো লেগেছে। আটপৌরে ভালোবাসার কথা।



বোকা মানুষ একটা জ্ঞানী কথা বলেছে। একমত।

৩০ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:৫৫

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হহহা কি জানি রাজপুত্র... ! নিজেকে খুব বোকা বানানো হচ্ছে বুঝি... হু?

৯| ০১ লা মে, ২০১৫ সকাল ৯:৩১

অদ্ভুত_আমি বলেছেন: শিরোনামটা অনেক আবেগের, অনেক সুন্দর ।

১০| ০১ লা মে, ২০১৫ সকাল ১১:৪০

মোহামমদ অাবুল বাশার বলেছেন:
সপনো গুলো সপনো হয়ে রয়

১১| ১০ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:৪৬

রেজা এম বলেছেন: ভালো লাগলো । বাস্তব খুবই ....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.