নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Epshi007

ঈপ্সিতা চৌধুরী

I wanna know the wonders around me

ঈপ্সিতা চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

চা-পানি খাবে তারা, টাকা দিতে হবে আমাদের .., ভুল তাদের আর ভোগান্তি আমাদের......!

৩০ শে এপ্রিল, ২০১৫ দুপুর ২:৩৪

> এই হল আমাদের দেশ!!! আগেই বলেছিলাম, সাধারণ পাসপোর্ট করতে ৩০০০/- টাকার ক্ষেত্রে সোনালী ব্যাঙ্ক টাকা খাচ্ছে ৪৫০/-টাকা! এরপর আমাদের দিনাজপুরের জেলা প্রশাসক সাহেব “এল আর ডি ফান্ড” নামক একটি ফান্ড খুলে টাকা খাচ্ছেন ২০০/-! শুনেছি ডিসি অফিসে বহু লোকজন আসে তাদের চা-পানি খাওয়াতে টাকা খরচ হয় সেই টাকা এই ফান্ড থেকে খরচ করা হয়!!! শয়তানরা তোরা অন্যের কষ্টের টাকা মেরে চা খাস... অই চা খেয়ে তোরা মরিস না কেন...? যা তোদের ভিক্ষা দিলাম বলতেও পারছি না কারন এই ভিক্ষায় আমার কোন পুণ্য হবে না!!

> জন্ম নিবন্ধন সার্টিফিকেটে - নিবন্ধন নাম্বারের প্রথম ৪ অঙ্ক ব্যক্তির জন্ম সাল, পরবর্তী সাত অঙ্ক এরিয়া কোড ও শেষ ছয় অঙ্ক ধারা ক্রমিক! ২০০৭ এ রংপুর ছিলাম, এবং তখন জন্মনিবন্ধন করতে গিয়ে সেই রংপুর পৌরসভা আমাদের নিবন্ধন নং এর প্রথম ৪ অক্ষরে ২০০৭ বসিয়ে দিয়ে, জন্মসাল না বসিয়ে নিবন্ধন আমাদের হাতে ধরিয়ে দিয়েছেন, আমরা এতশত জানতাম না, এতদিন এই নিবন্ধন দিয়েই অন্য কাজ চলছিল, কিন্তু পাসপোর্ট করতে গিয়ে জানা গেল, এই নিবন্ধন নং ভুল!!! যাক ভোটার আইডি দিয়ে পাসপোর্ট করা যাবে কিন্তু এই নিবন্ধন ঠিক করতে আমাদের ৭/৮০০/- টাকা খরচ করে আবার রংপুর যেতে হবে, যেহেতু এখন দিনাজপুরেই থাকি! টাকাটা বড় কথা না কিন্তু এধরনের গুরুত্বপূর্ণ কাজ কিভাবে তারা এত বড় ভুল দিয়ে করে ফেলে?

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ৩০ শে এপ্রিল, ২০১৫ দুপুর ২:৪২

শায়মা বলেছেন: ইপ্সিমনি!!!!!!


তুমি দেখছি অনেক ঝামেলায় আছো।

৩০ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:৫৭

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু বাচ্চুমনি ঝামেলায় আছি... মেজাজ খারাপ হয়ে যাচ্ছে!

২| ৩০ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৩:০১

ইমতিয়াজ ১৩ বলেছেন: আমাদের কিছিই করার নেই।


ভাল থাকুক ঈপ্সিতা চৌধুরী

৩০ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:৫৭

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: জানি ভাইয়া কিছুই করার নেই তবুও এসব তুলে না ধরলে মানুষ জানবে কি করে?

৩| ৩০ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৩:২১

মাঘের নীল আকাশ বলেছেন: ভুল মানুষের ভুল দেশ

৩০ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:৫৭

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু

৪| ৩০ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৫:০১

নিমপাতা১২ বলেছেন: উত্তরাতে পাসপোট করাচ্চি, অভিষ্ঘ ব্যাক্তিরা বলল, লাইনে দাড়াতে ও র্ফম ঠিক করতে করতে কয়েকটা জুতা ক্ষয় হয়ে যাবে, তার চেয়ে বরং ৬০০ টাকার মাধ্যমে দালাল কে দিলে বেশি ভাল হবে

৫| ৩০ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৫:০২

নিমপাতা১২ বলেছেন: সরি ৬০০০/- টাকা

৩০ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:৫৭

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হা ঠিক বলেছেন-- আমিও জানি দালালের কথা কিন্তু এদের তামশা দেখতেই এবং মানুষকে সচেতন করতেই এসব বলা...

৬| ০১ লা মে, ২০১৫ সকাল ৯:২১

অদ্ভুত_আমি বলেছেন: ব্যাংক ৪৫০.০০ টাকা বেশী খাচ্ছে সেটা ঠিক নয় আপু, এটা সরকারের নতুন সংযোজন গত ডিসেম্বর-২০১৪ হতে, ৩০০০.০০ টাকার উপর ১৫% ভ্যাট ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.