নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Epshi007

ঈপ্সিতা চৌধুরী

I wanna know the wonders around me

ঈপ্সিতা চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

মাইর দিলেও কাম করার লাগবে...

০১ লা মে, ২০১৫ দুপুর ২:১১

>বলেছেন রায়পুর (লক্ষীপুর) শহরের বাসাবাড়ী এলাকার অটোরিকশা চালক ফারুক হোসেন! যিনি ৬ সদস্যের সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যাক্তি (খবর- ইত্তেফাক- ১৯ পৃষ্ঠা ) ! মে দিবস আসলেই শ্রমিক ইউনিয়নের নেতাদের এই বাড়াবাড়িটা চলে- কাউকে কাজ করতে দিবে না...অথচ সারা বছর ধরে এইসব খেটে খাওয়া মানুষগুলোর উপর অবিচার চলে, তাদের শ্রমের মূল্য তারা ঠিক মত পায় না... রয়ে গেছে পুরুষ / নারী শ্রমিকের মধ্যে বেতন/ ছুটি বৈষম্য ! এই শ্রমিকরা জানে না মে দিবস কি...? জানে না হয়ত এইসব তথাকতিত নেতারাও... !!!
>এখনো এ দেশে মহিলা চাতাল কর্মীরা/ পরিচ্ছন্ন কর্মীরা সহ গার্মেন্টসের কিংবা নির্মাণ শ্রমিক মেয়েরা নানা নির্যাতনের শিকার হয়... বেতন পায় পুরুষের অর্ধেক / মাতৃত্বকালীন ছুটি নেই।। এদের কথা বাদ দিয়ে যদি আমাদের ঘরের গৃহকর্মীদের/ ড্রাইভার চাচাদের কথাই ধরি- তারাও নির্যাতিত হচ্ছে ঘরে ঘরে... এরপর তাদের ও ছুটি নেই... কোন শুক্রবার নেই, ঈদের দিন নেই... রিকশা/ অটো চালকদের সাথে আমাদের তুই- তোকারী...শিশুশ্রম বৃদ্ধি ... কোনটার -ই সমাধান নেই, সংস্কার নেই... তাহলে শুধু শুধু এই মে দিবস পালন করে লাভ কি...?
> সমাজের সংস্কারের আগে সংস্কারটা আমাদের ঘর থেকেই না হয় শুরু হোক... আমাদের ঘরে থাকা শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করেই না হয় শুরু করি শ্রমিকের মর্যাদা দেয়া...

মন্তব্য ৩ টি রেটিং +২/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০১ লা মে, ২০১৫ দুপুর ২:২৩

কালের সময় বলেছেন: ++

২| ০৩ রা মে, ২০১৫ দুপুর ১২:৩৩

দিশেহারা রাজপুত্র বলেছেন: :(

৩| ০৪ ঠা মে, ২০১৫ সকাল ১১:৫১

ইমতিয়াজ ১৩ বলেছেন: কি বিচিত্র এই জগৎ, যে খানে কাজ না করলে দিনের খাওয়া জুটে না সেখানেই কাজ বন্ধ রাখতে হয় তথাকথিত অধিকার আদায়ের নামে । আর মে দিবসের আসল তাৎপর্যটা কি আসলে সবাই বুঝি????

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.