নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Epshi007

ঈপ্সিতা চৌধুরী

I wanna know the wonders around me

ঈপ্সিতা চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

ফোনটা মাঝে মাঝে ঠিক-ই আসে কিন্তু ছেলেটা আর গান গায় না......

১৬ ই মে, ২০১৫ বিকাল ৩:০৮

যখন ভাল লাগে না তখন একের পর এক গান একটুখানি শুনেই পাল্টাতে থাকে মেয়েটি... কি মনে করে...
গান শোনা বাদ দিয়ে কিছু রেকর্ডকৃত কথাতে ডুব দিল--
“ তুমি দিইয়ো না গো বাসর ঘরের ...” কারো কন্ঠে গানটা শুনতেই বুকের ভেতরটা অসম্ভব দ্রিম দ্রিম শব্দে কেঁপে উঠল...
মেয়েটি বুঝতে পারছিল... তার দু’চোখের কোণা বেয়ে জল গড়িয়ে পড়ছে...
ওড়নার প্রান্তটা নিয়ে চোখের কোনায় চেপে ধরল... চোখ বুজে এলো...
কানে বাজতে লাগল ফোনের রিংটোনের শব্দ......
>কি রে গাধা কি মনে করে...
>কথাটা না শুনেই ... ওপাশ থেকে ভেসে এলো বদমাশটার দরাজ গলায় গান- “তুমি দিয়ো না গো ...
> ছি! ছি! তুই ফোন করেই এই পঁচা গান গাওয়া শুরু করলি কেন রে শয়তান? ভিলেন একটা......
> সুন্দরী... কে বলেছে এটা পঁচা গান...?
> বন্ধ কর শয়তান তোর এই গান...
> হাহহহা সুন্দরী তুমি যতবার বলিবে আমি ততবার গাইবো এ গান... আমাকে মেরে ফেললেও গান আমি ছাড়বো না... হহাহা
> মেয়েটি ছেলেটিকে গান বন্ধ করতে বললেও চুপিসারে ছেলেটির গান সহ সব কথা রেকর্ড করছিল... আর বলছিল... থাম বলছি থাম......
>এবার ছেলেটা বলে চলে- আমার গলা কি খুব খারাপ রে...?
> আরে না রে বুদ্ধু! কিন্তু এই পঁচা গানগুলি করিস কেন?
>আমার ইচ্ছে!!
>ইচ্ছে হলেই গাইতে হবে না কি...?
>কেন কেন? তুই কি এই গানে লজ্জা পাস...?
>হুর... আজাইরা কথা কস কেন......?
> হাহা ভালোবাসি ... ভালোবাসি আমার পঁচা বউটাকে...
>মেয়েটি এবার চুপ হয়ে যায়... কিছুক্ষণ নীরব থেকে বলে ওঠে-ওকে গান কর আর একটা...
> শালা হারামী এতক্ষন না থামতে কইলি...?
>বলছি আমার ইচ্ছে... এখন গান কর...
>শালা শয়তান্নী... আর গামু না ...... তুই আমারে ভিলেন কইছিস!!
>ওকে যা এখন নায়ক বললাম- এইবার কর...
> ছেলেটি গেয়ে চলে- সখী ভালোবাসা কারে কয়... ভেতর কান্দে তোমার লাগি সখি আমার... এক জীবনে একটু ভুল হতেই পারে...
>> মাঝে মাঝে মেয়েটির ছেলেটির কন্ঠে সেই গান গুলি আবার শুনতে ইচ্ছে করে...
ইচ্ছে করে হুড়মুড় করে ছেলেটির ফোন আসুক... দরাজ কন্ঠে সে গেয়ে চলুক...
ফোনটা মাঝে মাঝে ঠিক-ই আসে কিন্তু ছেলেটা আর গান গায় না......
কথা শেষে মেয়েটির দু’চোখ নোনা জলে হাবুডুবু খায়...
দম বন্ধ করা কষ্টকে উপেক্ষা করে মেয়েটি নীরবে বলে... ভালোবাসি... ভালোবাসি...
তারপর হাপুসহুপুস করে কেঁদে চলে.........
আর তখন-ই আবার রেকর্ডকৃত গানগুলি একটার পর একটা বাজতে থাকে... সখি রে সখি রে...


মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৭ ই মে, ২০১৫ রাত ২:২৯

হাসান মাহবুব বলেছেন: কথোপকথনে নিজস্ব স্টাইলটা বজায় রেখেছেন।

১৭ ই মে, ২০১৫ বিকাল ৩:০৩

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহা এইবার কিন্তু আমি নিজেই দ্বিধায় পড়ে গেলাম-- আমার স্টাইলটা কি...? ভাল থাকবে না ভাইয়া!

২| ১৭ ই মে, ২০১৫ সকাল ৯:৫৫

ইমতিয়াজ ১৩ বলেছেন: কথোপকথনে নিজস্ব সন্ত্রাসী ভাবটা ফুটে উঠেছে :-P =p~



ভাল থাকুক ঈপ্সিতা চৌধুরী

১৭ ই মে, ২০১৫ বিকাল ৩:০৪

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহা কই সন্ত্রাসীগিরি করলাম ভাইয়া? কেমন আছেন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.