নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Epshi007

ঈপ্সিতা চৌধুরী

I wanna know the wonders around me

ঈপ্সিতা চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

দিনাজপুরবাসীর মত প্রতিবাদী মানুষ দেখি না কেন......?!?

১৭ ই মে, ২০১৫ বিকাল ৩:০২

>এক ইয়াসমিন ধর্ষণ / হত্যা ঘটনায় সমগ্র দিনাজপুরবাসী রাস্তায় নেমে এসে... থানা ঘেরাও করে প্রতিবাদের যে ইতিহাস তৈরি করেছিল... তা অন্য কোথাও দেখি না! সেদিন এই প্রতিবাদী মানুষগুলির উপর পুলিশ নির্বিচারে গুলি চালিয়েছিল, সম্ভবত ৩ জন মারা যায়, আহত হয় শতাধিক... তবুও খ্যান্ত হয়নি এই দিনাজপুরের মানুষেরা! কারফিউ জারি হয়েছিল শহর জুড়ে!! কিন্তু বিচার নিয়েই ছেড়েছে এই দিনাজপুরবাসী!!
> এরকম ধর্ষণ / হত্যা অহরহ এই দেশের বিভিন্ন জেলায়/ শহরে/ গ্রামে প্রতিদিন ঘটছে কিন্তু প্রতিবাদ করে বিচার আদায় করে নেয়াটা পারছে না সেরকম কোন জেলার/ শহরের/ গ্রামের মানুষ ... দেখিনা দিনাজপুরের মানুষের মত প্রতিবাদী!!!
>> ধর্ষণের পর তা যদি শুধু যৌন হয়রানী বলে চালিয়ে দেয়া হয়, অপরাধীকে যদি শুধু সাময়িক বরখাস্ত করা হয়, একজন নারী উপাধ্যক্ষ যদি অসঙ্গতি পূর্ণ মন্তব্য করে তবে এদেশে খুব বেশি দেরী নেই ধর্ষণ / হত্যার রেকর্ড করে গিনিস বুকে নাম লেখানোতে...! বলছিলাম মোহাম্মদপুর প্রিপারেটরী স্কুলের কথা- যেখানে ৫ম শ্রেনীর এক মেয়ে ধর্ষিত হয়েছে এবং মারা গেছে বলে নিউজ এসেছে বিভিন্ন জায়গায়... আবার নিউজ এটাও আছে প্রথম শ্রেনীর এক ছাত্রীকে যৌন হয়রানী করা হয়েছে ... দেখলাম কিছু অভিভাবকের বিক্ষোভ!! এটুকুই শেষ !!!
>>> ঘটনা যেটাই হোক এই স্কুলে কিছু একটা ঘটছে... এবং ছাত্রীরা যে নিরাপদ নয় তা এই স্কুলের অনেক পুরনো এবং পড়ছে এমন অনেক ছাত্রী সে কথা লিখছে... তাহলে সেই স্কুলের বিরুদ্ধে অভিভাবক কিংবা মোহাম্মদপুরবাসী সেরকম প্রতিবাদী হয়ে বিচার কেন আদায় করতে পারছে না...?

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৮ ই মে, ২০১৫ দুপুর ২:৩৪

হাসান মাহবুব বলেছেন: ইয়াসমিনের ঘটনার সময় আমি দিনাজপুরে ছিলাম। ক্লাশ এইটে পড়তাম। উত্তাল এক সময় ছিলো সেটা। এত আগে ফিরে যাওয়া কেন, এই তো কিছুদিন আগেই ভিকারুন্নিসাতে পরিমল কাণ্ডের সময় যেভাবে অনলাইনে অফলাইনে আন্দোলন হয়েছে তাকে উদাহরণ হিসেবে নিয়ে মাঠে নেমে পড়া উচিত।

১৯ শে মে, ২০১৫ বিকাল ৩:০১

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: সে সময়ের মত এমন কোথাও দেখি না!!!! পরিমলের কি সে রকম শাস্তি হয়েছে? প্রিপেরেটরীর ঘটনা তো চাপা পড়ে যাচ্ছে...!!! আসলে প্রতিবাদ করে থেমে গেলেই হয় না-- বিচার নিয়েই ছাড়তে হয় ভাইয়া!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.