নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কেউ একজন শাসন করত বলেই তো এত্ত এত্ত অনিয়ম করতাম...
আজ অনিয়মটাই নিয়ম হয়ে গেছে আর শাসন করা মানুষটা হারিয়ে গেছে...
মাঝে মাঝে উঁকিঝুঁকি দেয় শাসন ও করে কিন্তু সে শাসনে আগের মত জোরটা নেই...
কেউ একজন চুড়ি কিনে দিবে বলেছিল - বলেই তো চুড়ির বায়নাটা মাথা থেকে যায় না...
তার কাছে আর বায়না করা যায় না জেনেও লাজ-শরমের মাথা খেয়ে করে ফেলি...
কুলফি মালাইটা তার নাকে ঘষে দিতাম বলেই তো এর প্রতি আকর্ষণ বেশি...
তাই তো সে নাকে কুলফিটা ঘষে দেয়ার অধিকার আর নেই জেনেও ... বেকুবের মত বলতে থাকি...!
কেউ একজন বলেছিল... বৃষ্টিতে শাড়ি পড়তে...বারবার করে বলেছিল- তুই কিন্তু শাড়ি পড়বি...
নীল শাড়ি... নীল টিপ... নীল চুড়ি...! শাড়ির আঁচলটা কিন্তু মাটিতে লুটোপুটি খাবে...
আমি আঁচলটা তোর কাঁধে তুলে দেয়ার অজুহাতে তোর গালটা আলতো একটু ছুঁয়ে দেবো...
তোর নিঃশ্বাসের শব্দ শুনবো... বৃষ্টির পানি তোর কপাল বেয়ে চোখে গালে গড়িয়ে পড়ে
গলা বেয়ে নীচে নেমে যাবে আমি মুগ্ধ হয়ে দেখবো... আলতো করে তোকে কাছে টেনে নেবো...
তোর দু’চোখে ডুব দেবো... কপালের উপর পড়া চুলগুলি সরিয়ে দেয়ার অজুহাতে
নীল টিপটা আর চুলের ক্লিপ্টা চুপিসারে খুলে নেবো...
বরাবরের মত টিপটা মানিব্যাগের ছবি রাখার পকেটে আর ক্লিপ্টা শার্টের বুক পকেটে রেখে দেবো...
তোর হাতে থাকা রিনিঝিনি চুড়ির শব্দে মুগ্ধ হব রে... মুগ্ধ হব...
কথারছলে হাত থেকে একটা চুড়ি খুলে নেবো...
বলেছিলাম আমি বুঝি কিছু করবো না...?
ঝেটিয়ে সব শাঁকচুন্নি আর কটকটিদের বিদায় করবো হু...
রাত জেগে আড্ডা বাজি? হাহ্!
রান্না করবো না... খাওয়া - দাওয়া বন্ধ করে দেবো...
দরজার সামনে দাঁড়িয়ে কান ধরে উঠ-বস না করলে ঘরে ঢুকতে দেবো না হু...
আর সেবা- যত্ন শুধু আমি করবো তা হবে না বাছাধন--
আমার পা টিপে দিতেহবে... জ্বর হলে আদুরে সেবায় ভাল করে দিতে হবে...
মাঝে মাঝে এক ডজন চুড়ি... একজোড়া পায়েল আর কুলফি কিনে দিলেই চলবে ...
আর তোর একলা ঘরে সংসার সংসার খেলাটাতে আমাকে রাজত্ব করতে দিতে হবে... ?
বল রাজি...? ইয়েস ওর নো?...
মানতে পারলে থাক নইলে যা ভাগ... !
১৯ শে মে, ২০১৫ সন্ধ্যা ৭:৪৭
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহা ভাইয়া... কই সন্ত্রাসীগিরি করলাম-- শুধু একটু ঝলকানি দিয়েছি আর কি !! ভাল থাকবেন!
২| ১৯ শে মে, ২০১৫ বিকাল ৩:২৭
মিনি বেগম বলেছেন: ভালো লাগলো ।
১৯ শে মে, ২০১৫ সন্ধ্যা ৭:৪৭
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ধন্যবাদ ! ভাল থাকবেন!
৩| ১৯ শে মে, ২০১৫ বিকাল ৩:৪৭
ভ্রমরের ডানা বলেছেন: আর তোর একলা ঘরে সংসার সংসার খেলাটাতে আমাকে রাজত্ব করতে দিতে হবে... ?
বল রাজি...? ইয়েস ওর নো?...
মানতে পারলে থাক নইলে যা ভাগ... !
কোন কম্প্রমাইজ নাই!
সবাই দেখি একই চিন্তার ওয়াও!! অনেক আদুরে কবিতা! ভাল লেগেছে। লাইক গ্রহন করেন মেম!
১৯ শে মে, ২০১৫ সন্ধ্যা ৭:৪৮
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহহা ... ভালোলাগা/ ভালোবাসার মানুষটিকে ঘিরে সবার-ই এক-ই চিন্তা ভাবনা থাকে... আর কম্প্রোমাইজ সেটাও করতে হয়- তবে একতরফা নয় দুজনকেই ! অনেক ধন্যবাদ ! লাইক ও কমেন্ট গ্রহণ করলাম।। ভাল থাকবেন!
৪| ২০ শে মে, ২০১৫ বিকাল ৩:০৪
জেন রসি বলেছেন: মানতে পারলে থাক নইলে যা ভাগ...
হা হা হা
শেষের লাইনটা পড়ে মজা পেলাম।
৫| ২০ শে মে, ২০১৫ বিকাল ৪:০২
রিকি বলেছেন: মানতে পারলে থাক নইলে যা ভাগ... ! একমত
©somewhere in net ltd.
১| ১৯ শে মে, ২০১৫ বিকাল ৩:১৫
ইমতিয়াজ ১৩ বলেছেন: ব্লগ সন্ত্রাসী ঈপ্সিতা চৌধুরীর এই পোস্টে প্রথম ভাল লাগা।
ভাল থাকুন সর্বদা।