নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তুই আমার মধু মাসের মজাদার
কাঁচামিঠা আর ফজলি আম......
কথা না শুনলে চান্দু তোর ভুলিয়ে দেবো নাম...
তুই আমার রসে ভরা মজাদার টসটসে লিচু...
ঝগড়া হলেই খাওয়াবো তোকে শুধু কচু...
তুই আমার খটখটে আর গদ্গদে পাঁকা কাঁঠাল
বুঝতে হবে তোকে আমার রোজকার হালচাল...
তুই আমার আঁশে ভরা মজাদার মিষ্টি মিষ্টি তাল...
বদমাশী করলেই দেখিস আমি কি করি তোর হাল...
তুই আমার রঙ্গিন রসে ভরা পাকা পাকা কালো জাম
ঝগ্রুড় রাজা মারবো তোকে এইবার তুই থাম...
তুই আমার টসটসে লাল লাল পানির তরমুজ...
কথায় কথায় হয়ে যাবো আমি একটুখানি অবুঝ...
তুই আমার ফ্যাস ফ্যাসে রসে ভরা একটুখানি মিষ্টি মিষ্টি বাঙ্গি
আয় না তোর মাথায় একটা বেল ভাঙ্গি ...
তুই আমার শাঁসে ভরা মজাদার তালের শাঁস
আশা করি তুই ভাঙ্গবি না কখনো আমার বিশ্বাস ...
তুই আমার গাছে থাকা থোকা থোকা
নোনা-মিষ্টি স্বাদের লটকন...
বুঝবি রে বুঝবি একদিন আমি তোর কতটা আপনজন ... !
৩১ শে মে, ২০১৫ দুপুর ২:২৭
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ধইনা পাতা ভাইয়া...... ফলের নাম খুঁজে পাচ্ছি না ধন্যবাদ দেয়ার জন্য! কেমন আছেন?
২| ৩১ শে মে, ২০১৫ দুপুর ২:৩৪
ইমতিয়াজ ১৩ বলেছেন: আমরুল/জামরুল , আনারস
৩১ শে মে, ২০১৫ সন্ধ্যা ৭:৫৩
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হহাহহা জাম্রুলীয় ধন্যবাদ ভাইয়া!
৩| ৩১ শে মে, ২০১৫ দুপুর ২:৫৮
হাসান মাহবুব বলেছেন: ভালা হৈছে ছড়া।
৩১ শে মে, ২০১৫ সন্ধ্যা ৭:৫৩
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহা আনারসীয় ধন্যবাদ ভাইয়া! ভাল থাকবেন!
©somewhere in net ltd.
১| ৩১ শে মে, ২০১৫ দুপুর ২:২৬
ইমতিয়াজ ১৩ বলেছেন: প্রথম ভাল লাগা মৌসুমী ফল নিয়ে ভাল লাগা মানুষটার সাথে খুনসুটি মাখা কথা মালায় ।