নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Epshi007

ঈপ্সিতা চৌধুরী

I wanna know the wonders around me

ঈপ্সিতা চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

মধুমাসের মজাদার ফলে তুই আর আমি--- ! ;)

৩১ শে মে, ২০১৫ দুপুর ২:২০

তুই আমার মধু মাসের মজাদার
কাঁচামিঠা আর ফজলি আম......
কথা না শুনলে চান্দু তোর ভুলিয়ে দেবো নাম...
তুই আমার রসে ভরা মজাদার টসটসে লিচু...
ঝগড়া হলেই খাওয়াবো তোকে শুধু কচু...
তুই আমার খটখটে আর গদ্গদে পাঁকা কাঁঠাল
বুঝতে হবে তোকে আমার রোজকার হালচাল...
তুই আমার আঁশে ভরা মজাদার মিষ্টি মিষ্টি তাল...
বদমাশী করলেই দেখিস আমি কি করি তোর হাল...
তুই আমার রঙ্গিন রসে ভরা পাকা পাকা কালো জাম
ঝগ্রুড় রাজা মারবো তোকে এইবার তুই থাম...
তুই আমার টসটসে লাল লাল পানির তরমুজ...
কথায় কথায় হয়ে যাবো আমি একটুখানি অবুঝ...
তুই আমার ফ্যাস ফ্যাসে রসে ভরা একটুখানি মিষ্টি মিষ্টি বাঙ্গি
আয় না তোর মাথায় একটা বেল ভাঙ্গি ...
তুই আমার শাঁসে ভরা মজাদার তালের শাঁস
আশা করি তুই ভাঙ্গবি না কখনো আমার বিশ্বাস ...
তুই আমার গাছে থাকা থোকা থোকা
নোনা-মিষ্টি স্বাদের লটকন...
বুঝবি রে বুঝবি একদিন আমি তোর কতটা আপনজন ... ! ;)

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ৩১ শে মে, ২০১৫ দুপুর ২:২৬

ইমতিয়াজ ১৩ বলেছেন: প্রথম ভাল লাগা মৌসুমী ফল নিয়ে ভাল লাগা মানুষটার সাথে খুনসুটি মাখা কথা মালায় ।

৩১ শে মে, ২০১৫ দুপুর ২:২৭

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ধইনা পাতা ভাইয়া...... ফলের নাম খুঁজে পাচ্ছি না ধন্যবাদ দেয়ার জন্য! কেমন আছেন?

২| ৩১ শে মে, ২০১৫ দুপুর ২:৩৪

ইমতিয়াজ ১৩ বলেছেন: আমরুল/জামরুল , আনারস

৩১ শে মে, ২০১৫ সন্ধ্যা ৭:৫৩

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হহাহহা জাম্রুলীয় ধন্যবাদ ভাইয়া!

৩| ৩১ শে মে, ২০১৫ দুপুর ২:৫৮

হাসান মাহবুব বলেছেন: ভালা হৈছে ছড়া।

৩১ শে মে, ২০১৫ সন্ধ্যা ৭:৫৩

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহা আনারসীয় ধন্যবাদ ভাইয়া! ভাল থাকবেন!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.