নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আয় কিছু মজার কথা বলি... তুই কি জানিস,
তোর অই বাউন্ডুলেপনায় আমি যতটা না রাগ করতাম, মেজাজ দেখাতাম...
তার থেকে বেশি মজা পেতাম...
বরং বাউণ্ডুলেপনা ছেড়ে তুই ঘরোয়ানা হলেই কেমন কেমন লাগতো রে...
এখন চুপি চুপি বলি- তুই ওমন-ই বাউণ্ডুলে হারামী থাকিস...
আর আমি মেজাজের তীরটা তাক করে ঠিক-ঠাক জায়গা মত লাগিয়ে দেবো...হু !!!!!
ভুলে যাওয়া রোগটা সারানোর দরকার নেই রে হাব্লা!!!!
ফোন করবো বলে লাপাত্তা... মেসেজের রিপ্লাই দিচ্ছি বলেই ঘুম... মেইল চেক না করা...
এত্তসব গোজামেলে অভ্যাসগুলি পাল্টানোর দরকার নেই রে গাধা...
পাল্টালে আমি কি করে খামচামি করবো বল...?
আলসে বুড়ার মত রান্না না করা, এইত খাচ্ছি- খাচ্ছি বলেই বেলা গড়িয়ে যাওয়া ...
বাপ রে বাপ কি ঝগ্রু রে... ইচ্ছে করেই নিকোটিনের অনিয়মে ঝলসানো ঠোঁটের বাহার... আহহা!
বাড়ুক রে বাড়ুক... কারন আমি তো জানি-- তুই এরপর কি বলবি... !
সব কিছু মিলিয়ে তুই আমার সেই তুই টাই থেকে যাস আজীবন...
দরকার নেই এ যুগের আউলা-ঝাউলা শ্যাওলা পাতার কিলবিল করা মানুষ হবার...
আমার তো চিরকুটেই যত সুখ...
ভালোলাগাময় ভালোবাসায় আর আবদারে ঠাসা চিঠি-র মত অন্য কিছুতেই মন বসে না...
কি দরকার এসব ইমো আর ভাইবারে টুংটাং করার... কিছুক্ষন পরেই তো সব শেষ ...
ভালোবাসার এসব বাবুগিরি ডাক... ন্যাকামি... আপডেট এসব কিছু গোল্লায় যাক...
না হয় তোর বিড়ি খাওয়ার ম্যাচ খানা দিয়ে জ্বালিয়ে দে...
যা খুশি তাই কর... শুধু মনে রাখিস তোর এইসব বাউন্ডুলেপনাতে
একদিন আমি-ই ভালোলাগার নিয়মের শেকল পড়াবো...
তুই যতই কুইমুই করিস না কেন তখন... কিচ্ছুটি হবে না...হু!
শিস দিয়ে চোখের ইশারায়- আমি তো এমন-ই এই ডায়লগখানা পাল্টিয়ে দেবো...
শুধু তুই আমার সেই তুই-টাই থাকিস... একটা স্পেশাল তুই... !
যদিও তুই এই তুই টাকেই ছ্যাড়াব্যাড়া করে ফেলেছিস হাজারো শাঁকচুন্নি আর কটকটিকে তুই তুই বলে...
কিন্তু আমার কাছে তুই একটাই ...
একদম স্পেশাল একটা তুই...
০২ রা জুন, ২০১৫ দুপুর ২:২৭
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: নাআআআআআআআআআ শুভ কামনা শুধু আমার জন্য-- অন্য কাউকে দেয়া যাবে নাআআআআ ! হাহহা! ভাল থাকবেন ভাইয়া!
©somewhere in net ltd.
১| ০১ লা জুন, ২০১৫ বিকাল ৪:৩৫
ইমতিয়াজ ১৩ বলেছেন: শুধু তুই আমার সেই তুই-টাই থাকিস... একটা স্পেশাল তুই... !
সেই স্পেশাল তুই আর ব্লগ সন্ত্রাসীটার জন্য শুভ কামনা নিরন্তন ।
ভাল থাকুক ঈপ্সিতা চৌধুরী