নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তুই কিন্তু টাইয়ের নট বাঁধা শিখে নিবি...
এমন-ই আহ্লাদী আবদার করেছিল ছেলেটা...
মেয়েটা হাসতে হাসতে লুটিয়ে পড়ে বলেছিল- কেন কেন?
ছেলেটা বলেছিল- বুঝিস না কেন?
রোজ সকালে টাইয়ের নট বেঁধে দে এই অজুহাতে তোর নিঃশ্বাসের শব্দ শুনে যাত্রা করতে চাই...
ইচ্ছে হলেই যেন তোর ভেজা চুলের ফাঁকে মুখ লুকাতে পারি... রে গাধি!!!
শোন শোন, এখনো শেষ হয়নি তো আরো আছে ...
অফিসের কাজের ফাঁকে ফাঁকে তোকে জ্বালাতন করবো কিন্তু...
মেয়েটা আবার বলে কেন কেন? জানিস না বুঝি?
তোকে বারবার দেখতে মন চায় যে...
আমি কিন্তু হুট-হাট অফিসে মিথ্যে বলে বাসায় চলে আসবো...
এসেই তোকে আলতো করে বুকের সাথে জড়িয়ে নিয়ে ঠোঁটে ঠোঁট ঘষে দিয়ে পালিয়ে যাবো...
কিছু বলতে পারবি না কিন্তু বুঝলি? মেয়েটাও কম যায় নাকি...হু?
বলেছিল- শোন শোন আমি কিন্তু প্রতিদিন হাতের চুড়ি ভেঙ্গে ফেলবো ...
চুড়ি ভেঙ্গে গেছে এই অজুহাতে রোজ রোজ আবদারে তোকে জ্বালিয়ে মারবো...
বকা দিতে পারবি না কিন্তু... আর ইচ্ছে করেই জ্বর বাঁধাবো ...
বৃষ্টি এলেই মরি আর বাঁচি ভিজবো... তোকে ভেজাবো... আইস্ক্রিম নাকে ঘষাঘষি ...
জ্বর হয়েছে আমার এই অজুহাতে তোর আদুরে সেবা নেবো...
নাকের পানি তোর টি-শার্টে মুছবো... কোন টিস্যু তে না ...হু ...
ইচ্ছে হলেই তোর সাথে খামচামি করবো...
কিল- ঘুষিতে হুড়োহুড়ি করবো...
রাগ হলে শাস্তি স্বরূপ কান ধরে উঠ-বস... হু... মনে থাকবে তো... ?
এমন-ই নানা আবদারে ভরা ছেলেটার টাইয়ের নট বেঁধে দেয়া...
অফিস ফাঁকি দিয়ে বাসায় এসে মেয়েটার কাছে আসা...
মেয়েটার জ্বরের অজুহাতে সেবা নেয়া...
রোজ রোজ চুড়ির বায়না ... বৃষ্টিতে ভেজা...
আইস্ক্রিমে নাক ঘষাঘষি ... আদুরে শাস্তি ...
এত্ত এত্ত আহ্লাদ থেকে একদিন ছেলেটা/ মেয়েটা বিচ্ছিন্ন হয়ে যায়...
পড়ে থাকে শুধু আবদারে ভরা তাদের আহ্লাদী ইচ্ছেগুলি ......
১৬ ই জুন, ২০১৫ রাত ৮:২৫
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু... এরকম-ই হয় কারো কারো কারনে...
©somewhere in net ltd.
১| ১৫ ই জুন, ২০১৫ বিকাল ৩:২৫
আরণ্যক রাখাল বলেছেন: এটাই হয়