নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Epshi007

ঈপ্সিতা চৌধুরী

I wanna know the wonders around me

ঈপ্সিতা চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

রোজা এবং পিরিয়ড! পুরুষেরা বিরত থাকুন বিব্রতকর প্রশ্ন করা থেকে আর মেয়েরা ?

১৬ ই জুন, ২০১৫ বিকাল ৩:১০

এমনিতেই পিরিয়ড নিয়ে মেয়েদের লাজ-লজ্জা কাটেনি এই সমাজের মানুষের-ই তৈরি কিছু নিয়ম-কানুনের কারনে এখনো এটা কিছু ছেলেদের কাছে হাস্যকর/ মজাদার/ চটকদার বিষয় আর মেয়েদের কাছে লুকানো- ছুপানো- যন্ত্রনার বিষয় ! এই সমাজ ব্যবস্থার কারনেই মেয়েরা এখনো এই প্রাকৃতিক নিয়মটাকে সহজভাবে মেনে নিয়ে স্বাচ্ছন্দে চলতে পারেনা, বলতে পারে না সেখানে রোজার সময় ছেলেদের মেয়েদের কাছে করা এই প্রশ্ন- রোজা আছেন কি না এটা বেশ বিব্রতকর!! (বেশির ভাগ মেয়ের কাছেই)
রোজা থাকলে সহজেই হয়ত বলা যায় কিন্তু পিরিয়ডকালীন রোজা ভংগ হলে আর এই প্রশ্নের মুখোমুখি দাঁড়ালে - মেয়েটা বিব্রত হয়, হাতে - গোনা কয়েকজন ছাড়া বাকিদের মিথ্যের আশ্রয় নিতে দেখা যায় কিংবা বেকুবদের বেহুদা প্রশ্নে বিব্রত হয়!
তাই আমি বলি কি পুরুষেরা অহেতুক নারীদের - রোজা আছেন কি না? এই প্রশ্ন করা থেকে বিরত থাকুন! আর মেয়েদের ও বলি- পিরিয়ডকালীন এইসব বেহুদা প্রশ্নের শিকার হলে , অইসব বেহুদ্দাদের চোখের দিকে তাকিয়ে সত্যিটাই বলবেন- না রোজা রাখিনি তারপর দেখবেন- বেহুদ্দারা কতক্ষন তাকিয়ে থাকতে পারে আপনার শীতল চোখের দিকে!

মন্তব্য ৩৭ টি রেটিং +১০/-০

মন্তব্য (৩৭) মন্তব্য লিখুন

১| ১৬ ই জুন, ২০১৫ বিকাল ৪:০২

মুদ্‌দাকির বলেছেন:

রোজা আছেন কি না?

এইটা কোন প্রাপ্ত বয়স্ক মুসলমানের প্রশ্নই হতে পারে না!!

১৬ ই জুন, ২০১৫ রাত ৮:২৩

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু... কিন্তু এই প্রশ্নের শিকার কিছু মানুষের দ্বারা মেয়েদের-ই বেশি হতে হয়... শুধু এটা জানতে- তারা ঋতুবতী কি না!!!!!!

২| ১৬ ই জুন, ২০১৫ বিকাল ৪:২৬

নীল আকাশ ২০১৪ বলেছেন: একজন প্রাপ্তবয়স্ক মানুষের প্রশ্ন হতে পারে, "রোজা রাখেননি কেন?" তবে কোন নারীকে এই প্রশ্ন করাটাও শোভনীয় নয়।

১৬ ই জুন, ২০১৫ রাত ৮:২৩

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: আমি সেটাই বলতে চেয়েছি- নারীকে এই প্রশ্নটা করা বিব্রত করা ছাড়া আর কি হতে পারে?

৩| ১৬ ই জুন, ২০১৫ বিকাল ৪:২৮

হাসান মাহবুব বলেছেন: অনেকেই অজ্ঞানতাবশত এমন প্রশ্ন করে। কিন্তু অধিকাংশই নিজের ভেতরের দানব কামুকতাটাকে আশ্রয় দেয়ার জন্যে বলে। পোস্ট ভালো লাগলো।

১৬ ই জুন, ২০১৫ রাত ৮:২৪

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু ভাইয়া বেশির ভাগ-ই তাদের ভেতরের কামুকতা দেখাতে এই কাজ করে... ধন্যবাদ !

৪| ১৬ ই জুন, ২০১৫ বিকাল ৪:৩৯

হানিফঢাকা বলেছেন: In Quran God only prohibits sexual intercourse during menstruation, nothing else. So, fasting is prohibited during menstruation- has no Quranic basis. Its a man made innovation.

১৬ ই জুন, ২০১৫ রাত ৮:২৪

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: আপনার কথা ঠিক বুঝলাম না! কি বোঝাতে চাইলেন?

৫| ১৬ ই জুন, ২০১৫ সন্ধ্যা ৭:২৯

বাবুই পািখ বলেছেন: অত্যন্ত গুরুত্বপূর্ণ পোস্ট ।

১৬ ই জুন, ২০১৫ রাত ৮:২৪

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ধন্যবাদ ! ভাল থাকবেন!

৬| ১৬ ই জুন, ২০১৫ রাত ৯:৪৫

হানিফঢাকা বলেছেন: What I am trying to say, there is a tradition among Muslim women that they should not fast during their menstruation period. Your post is also regarding this subject matter. However, nowhere in Quran Allah says so. Allah only says sexual intercourse is prohibited during menstruation period. So Muslim women should also fast their menstruation period according to Quran.

১৭ ই জুন, ২০১৫ সন্ধ্যা ৭:৫২

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: এই প্রথম শুনলাম একথাটা! ২য় বার আস্ক করেছিলাম এই কারনেই? এতদিন এতবছর ধরে এটাই তো দেখছি শুনছি - পিরিয়ডকালীন (যেটাকে হায়েজ) এবং বাচ্চা জন্মদানের পর ৪০ দিনে যে রক্ত যায় (যেটাকে নেফাজ বলে) সে সময় রোজা রাখা যায় না! এবং আমি যতদূর জানি - এটা ট্র্যাডিশন নয় এটাই কোরআন এ আছে... সো আপনার কথার বিশ্বাসযোগ্যতা নিয়ে সন্দেহ আছে!

৭| ১৭ ই জুন, ২০১৫ ভোর ৪:১৫

চুপ বলেছেন: হানিফ সাহেব কি নতুন ফতোয়া দিলেন ? মাথা খাটানো উচিত... এ ধরনের মতবাদ দেবার আগে....

১৭ ই জুন, ২০১৫ সন্ধ্যা ৭:৫২

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু আমিও অবাক হয়েছি ভাই! উনার কথা শুনে!

৮| ১৭ ই জুন, ২০১৫ সকাল ৮:৩০

লেখোয়াড়. বলেছেন:
আপনি কাদের সচেতন করলেন? পুংলিঙ্গযুক্ত পশুদের???
হাহাহা............. কাজ হবে না...............

তবুও পোস্টের জন্য আপনাকে ধন্যবাদ।

১৭ ই জুন, ২০১৫ সন্ধ্যা ৭:৫৩

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু ... হয়ত হবে না তবুও যদি হয় সেই আশায় এবং প্রত্যাশায় পোস্টটি দিলাম!

৯| ১৭ ই জুন, ২০১৫ সকাল ৯:৩৩

সিস্টেম অ্যাডমিন বলেছেন: শুচি অশুচি ও ঈশ্বর ! হায় কলিতে ( কলি অর্থে অন্ধকার বা অজ্ঞান রুপ মন প্রকৃতির অবস্থা ) সবই সম্ভব । আল্লাহ , গড , ভগবান নামধারী সেই সত্য স্বরূপের কাছে নশ্বর এই দেহের শুচি অশুচিতার কোন মূল্য আছে বলে মনে হয় । না কি এটি আমাদের কলি রুপ মনের অবস্থা মাত্র । তিনি কি আপনার থেকে পৃথক এক সতন্ত্র সত্ত্বা ? না কি আমাদেরsb] মন আমাদেরকে বার বার তাঁর প্রকৃত স্বরূপ সম্পর্কে আমরা যে এক নই এই অজ্ঞান এর জন্ম দিয়ে চলেছে ।

১৭ ই জুন, ২০১৫ সন্ধ্যা ৭:৫৩

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: আপনার কথা বুঝলাম না!!

১০| ১৭ ই জুন, ২০১৫ সকাল ১০:১৭

ইমতিয়াজ ১৩ বলেছেন: পিরিয়ডকালীন এইসব বেহুদা প্রশ্নের শিকার হলে , অইসব বেহুদ্দাদের চোখের দিকে তাকিয়ে সত্যিটাই বলবেন- না রোজা রাখিনি তারপর দেখবেন- বেহুদ্দারা কতক্ষন তাকিয়ে থাকতে পারে আপনার শীতল চোখের দিকে![/sb




ভাল থাকুক ঈপ্সিতা চৌধূরী।

১৭ ই জুন, ২০১৫ সন্ধ্যা ৭:৫৩

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু ভাইয়া ধন্যবাদ !

১১| ১৭ ই জুন, ২০১৫ সকাল ১১:৪৪

হানিফঢাকা বলেছেন: have been trying to answer several times, but the comment is not published. Those who views opposite what I said, please refer Quran chapter 2 verse 222

১৭ ই জুন, ২০১৫ সন্ধ্যা ৭:৫৪

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: দেখার এবং জানার চেষ্টা করবো...

১২| ১৭ ই জুন, ২০১৫ দুপুর ২:১১

তাসজিদ বলেছেন: এ নিয়ে বিব্রত না হয়ে পরে রোজা রেখে নিলেই হয়। আর যারা নিয়ে ফান করে তাদের নিয়ে কিছু বলার নেই

১৭ ই জুন, ২০১৫ সন্ধ্যা ৭:৫৪

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: বিব্রত হয় মেয়েরা সেই প্রশ্নে! আর পরে তো রোজা রাখতেই হয়! ধন্যবাদ

১৩| ১৭ ই জুন, ২০১৫ বিকাল ৫:২৬

নৈশ শিকারী বলেছেন: সহমত।

১৭ ই জুন, ২০১৫ রাত ৯:৪০

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ধন্যবাদ ! ভাল থাকবেন!

১৪| ১৭ ই জুন, ২০১৫ বিকাল ৫:৫৬

ঢাকাবাসী বলেছেন: ভদ্ররোকেরা 'রোজা রেখেছেন কিনা' এসব প্রশ্নই করেনা। যারা করে তারা খারাপ।

১৭ ই জুন, ২০১৫ সন্ধ্যা ৭:৫৪

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ধন্যবাদ ! ভাল থাকবেন!

১৭ ই জুন, ২০১৫ রাত ৯:৪১

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু ঠিক বলেছেন ভাইয়া!

১৫| ১৮ ই জুন, ২০১৫ দুপুর ১২:৩৪

সুফিয়া বলেছেন: হায়রে ঢাকাবাসী ----------!

ভাল পোস্ট। ধন্যবাদ শেয়ার করার জন্য

১৮ ই জুন, ২০১৫ দুপুর ২:৩২

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ধন্যবাদ ! ভাল থাকবেন!

১৬| ১৮ ই জুন, ২০১৫ বিকাল ৩:৩৬

bond007 বলেছেন: পাবলিক কি হঠাৎ কইরা ক্ষেইপা গেলো নাকি? দিন দিন যা দেখতাছি? মনে হইতাছে পিরিয়ডের বিষয়টি দুনিয়াই হঠাৎ করে পয়দা হইছে। গত কয়েক বছর যাবৎ বিষয়টারে যেভাবে পাবলিক ফিগার বানায় ফেল্লো!!!! আমিতো বুঝিনা এটা নিয়ে এত হট্টগোলের কি আছে? সব ক্যান যানি দিন দিন আযব হইয়া যাইতাছে!!

১৯ শে জুন, ২০১৫ দুপুর ২:৩৮

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: কই না তো এখানে তো কেউ এটা নিয়ে হাউ-মাউ করেনি... শুধু বিষয়টা তুলে ধরা হয়েছে!

১৭| ১৮ ই জুন, ২০১৫ বিকাল ৩:৫৩

বাড্ডা ঢাকা বলেছেন: সে নারীই কি আর পুরুষয়ইকি কেউ কাউকে রোজা রাখছেন
এ ধরনের প্রশ্ন করাই ঠিক না ।

১৯ শে জুন, ২০১৫ দুপুর ২:৩৮

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু ধন্যবাদ ! ভাল থাকবেন!

১৮| ০৩ রা জুলাই, ২০১৫ রাত ১০:০৯

প্রোফেসর শঙ্কু বলেছেন: কমন সেন্স। এইটার অভাব খুব বেশি এখন।

০৭ ই জুলাই, ২০১৫ রাত ৮:৫০

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু সেটাই! আজিব কারবার!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.