নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মনে মনে খুব চাইছি আজ সারারাত বৃষ্টি হোক
ঠিক ঠিক ভোরে বৃষ্টি থেমে গিয়ে সকালটা ঝিরঝিরি বাতাসের সাথে মেঘলা থাকুক
দ্রিম দ্রিম শব্দে মেঘের গর্জন থাকুক
ঝিরিঝিরি বাতাসের সাথে হুট হাট ঝিরিঝিরি বৃষ্টির ঝাপ্টা থাকুক
হাব্লাটা সাদা পাঞ্জাবীতে শুভ্র সাজুক
নীল শাড়ী আর খোঁপায় কদম ফুলের বাহারে আমি নীলাম্বরী হই
আর ইচ্ছেমত শহরের অলিতে গলিতে হুট ফেলে দিয়ে রিকশায় করে ঝিরিঝিরি বাতাসের সাথে ঝিরিঝিরি বৃষ্টির ঝাপ্টায় ভিজতে ভিজতে ঘুরতে থাকি দু’জনে
অই আয় আজ সারারাত ঝুম বৃষ্টির সাথে তাল মিলিয়ে ক্যাচাল করি
ক্যাচাল থেকে- ঝগড়া- ঝগড়া থেকে খামচামি
কাল না হয় সব কিছুর শোধ দিয়ে দেবো
মেঘের গর্জনে ভয় পেয়ে তোকে আঁকড়ে ধরবো
ঠোঁটে থাকা মেরুন কালারের লিপস্টিক এর রঙ না হয়
তোর সাদা পাঞ্জাবীর হাতের কোণায় নয়ত বুক পকেটে মেখে দিবো
ঝিরিঝিরি বৃষ্টিটা না হয় আজ রাতের ঝুম বৃষ্টির মতই হোক
ইচ্ছে করে ছাতা ফেলে দিয়ে বৃষ্টি বিলাসে মেতে উঠবো
হাতে হাত রেখে চোখে ডুব দেবো
আইস্ক্রিম কিনে না খেয়ে নাকে ঘষে দেবো
তুই হাব্লাটা না হয় তোর পঁচা গান গুলি-ই একটু শুনিয়ে দিস
“ এই বৃষ্টি ভেজা রাতে- উহু এই বৃষ্টি ভেজা সকালে চলে যেও না”
আজ আমার সবটুকু দাবী অই নীল আকাশের কাছে
ঠিক ঠিক এই কল্পনার মত করে কাল বৃষ্টি নামুক
কষ্ট কষ্ট সুখগুলো, রোমান্টিকতায় ভিজুক
আমার চুলের কালো ক্লিপটা খুলে নিয়ে তুই বুক পকেটে রেখে দিস
কপালে থাকা নীল টিপটা মানিব্যাগের পকেটে ছবি রাখার জায়গায়
হাতে থাকা নীল চুড়ির একটা খুলে নিয়ে লুকিয়ে ফেলিস
আলতো করে পায়ে থাকা নূপুরের একটা খুলে নিয়ে গেয়ে উঠিস
“ এক পায়ে নূপুর তোমার অন্য পা খালি”
১৯ শে জুন, ২০১৫ দুপুর ২:৩৪
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হহাহা তাড়াতাড়ি মাথায় ঢালেন বেসামাল হওয়ার আগে!
২| ১৮ ই জুন, ২০১৫ বিকাল ৩:৪৭
ইমতিয়াজ ১৩ বলেছেন: ভাল থাকুক ভালবাসা পাগল ব্লগ সন্ত্রাসী ঈপ্সিতা চৌধুরী
১৯ শে জুন, ২০১৫ দুপুর ২:৩৫
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: পাগল হাহহাহা আমি পাগল না ভাইয়া ! তাহলে কিন্তু আপনি পাগলের ভাই!
৩| ২০ শে জুন, ২০১৫ দুপুর ১:৩৩
হাসান মাহবুব বলেছেন: প্রথম লাইক।
২০ শে জুন, ২০১৫ দুপুর ২:৫৫
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া প্রথম লাইকে!
৪| ২০ শে জুন, ২০১৫ দুপুর ১:৪৬
জেন রসি বলেছেন: পড়ে মনে হচ্ছে কষ্ট কষ্ট সুখগুলো, আসলেই রোমান্টিকতায় ভিজতেছে।।
চমৎকার হয়েছে।
২০ শে জুন, ২০১৫ দুপুর ২:৫৫
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হহাআ কি জানি... কষ্ট কষ্ট সুখগুলো রোমান্টিকতায় ভিজেছিল কি না... অনেক ধন্যবাদ ভাইয়া!
©somewhere in net ltd.
১| ১৮ ই জুন, ২০১৫ বিকাল ৩:০৯
হাইপারসনিক বলেছেন: এত রোমান্স পেলেন কোথায়? আমিত নাজেহাল...