নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Epshi007

ঈপ্সিতা চৌধুরী

I wanna know the wonders around me

ঈপ্সিতা চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

এই নরম আদিখ্যেতাগুলি-ই বেঁচে থাকার স্বপ্ন দেখায়

২০ শে জুন, ২০১৫ বিকাল ৩:০৩

একটা সময় তুই নিজেই আমার চুল থেকে ক্লিপ খুলে নিতিস
কপালের কালো টিপ নিয়ে নিতিস
গায়ে জড়ানো ওড়নাটা দিয়ে দিতে বলে নতুন ওড়না জড়িয়ে দিতিস
হাতে থাকা চুড়ি গুলি থেকে একটা চুড়ি খুলে নিতিস
কিংবা ইচ্ছে করে একটা চুড়ি ভেঙ্গে ফেলে সেটা কুড়িয়ে নিতিস
সব কিছুই যে আমাকে ছুঁয়ে দেখার বাসনায় ছিল আমি জানতাম রে বুদ্ধু- জানতাম
আমি অবাক হয়ে তাকিয়ে দেখতাম
তুই যত্নে সেগুলি বুক পকেটে
মানিব্যাগের পকেটে রেখে দিচ্ছিস
তাকিয়ে দেখতাম ওড়নাটা বুকের কাছে জড়িয়ে নিয়ে গভীর শ্বাস নিচ্ছিস
আমি হেসে উঠতাম-তুই লজ্জায় চোখ নামিয়ে নিতিস
আমি ভেংচি কেটে বলতাম- আহ! ঢং! কি আদিখ্যেতা !
তুই মুচকি হেসে বলতিস, হারামী এই নরম আদিখ্যেতাগুলি-ই বেঁচে থাকার স্বপ্ন দেখায়
আমি বলতাম দেখবো রে বদমাশ- কতদিন এই নরম আদিখ্যেতা তোকে ছুঁয়ে থাকে- হু?
ঠিক ঠিক আমার ধারনাকেই সত্যি করে দিয়ে
তোর দেখানো নরম আদিখ্যেতাগুলি লেজ গুটিয়ে নিল! আহহাআহ !
সব ভালোলাগার অনুভূতিগুলিকে কাগজে মুড়িয়ে দিব্বি ছুড়ে ফেলে দিলি রিসাইকেল বিনে
আজকাল হয়ত অন্য কার জন্য ওমন নরম আদিখ্যেতা দেখাস
কাউকে ঠিক ঠিক ওভাবেই ছুঁয়ে দিস
অথচ জানিস ?
চুলে ক্লিপ দিতে গেলেই আমার ইচ্ছে করে তুই এসে খুলে নিয়ে যা ক্লিপ্টা
কপালের কালো টিপ টা -গায়ে জড়ানো ওড়নাটা
অসময়ের ভালোবাসা
ভিজতে ইচ্ছে করে আবার
খুব বেশি দিন হয়নি তো
ভুলবো কি করে বল
আমাদের ভালোবাসার সেই গল্পকে?

মন্তব্য ২ টি রেটিং +২/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২১ শে জুন, ২০১৫ দুপুর ১২:০৯

ইমতিয়াজ ১৩ বলেছেন: ভাল থাকুক ব্লগ সন্ত্রাসীটা



দু:খিত প্রথম মন্তব্যের জন্য।

২২ শে জুন, ২০১৫ বিকাল ৩:০৭

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ঠিক আছে ভাইয়া! আমি তো জানি এটা মিস্টেক ছিল! ভাল থাকবেন!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.