নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ বাবা দিবস! বাবাকে ভালোবাসার জন্য দিবসের প্রয়োজন হয় না জানি কিন্তু তবুও যখন একটা দিবস আছেই, মন্দ লাগে না সে দিবস উদযাপনে (আমার বাপি ও বেশ পছন্দ করে বিভিন্ন দিবস উদযাপন করাকে) এবং আমাদের পরিবারে বিভিন্ন দিবস উদযাপনের রেওয়াজ আছে সেই ধারাবাহিকতায় প্রতি বছর বাবা দিবসে বাপির জন্য নিজ হাতে কার্ড বানাই, গিফট আনি (না আনলে পরে দিয়ে দেই) আর ভোর বেলা সেইসব বাপির টেবিলে রেখে দেই এরপর মোবাইলে একটা মেসেজ দেই, কখনো কখনো বাইরে থাকলে ফোন ও করি! এবং বিকেলে স্পেশাল নাস্তার আয়োজন করি বা দুপুরে মামনী স্পেশাল কিছু করে! (মা দিবসেও করি)
যাক এবার রোজা, নিজে খুব একটা সুস্থ না থাকাতে ভাল লাগছিলো না তাই কার্ড বানানো হয়নি, গিফট ও আনিনি, স্কুল থেকে বাপিকে ফোন দিলাম, উইশ করলাম! বাপি হাসল এরপর টিফিন টাইমে যখন বাসায় আসি, বাইরের গেটে পা দেয়া মাত্রই বাপজান হাসতে হাসতে বলে উঠল- হাজীর বেটি, আমি হলাম গোল্ডেন ফাদার আমাকে এভাবে খালি খালি উইশ করলি!! আমি কি সিলভার মাদার না কি - হু? (মামনীকে ক্ষ্যাপাতে বলে)
হাসলাম, বললাম- হাজী বাবা অপেক্ষায় থাকো, গিফট এসে যাবে আর ইফতারটা না হয় স্পেশাল কিছু দিয়ে হবে আর তোমার ও মামনীর জন্য আমার প্রতিদিনের দোয়া - “ রাব্বির হাম হুমা কামা রাব্বা ইয়ানি ছাগিরা” এটাই তো বড় গিফট! শুধু দোয়া করো- যেন সব সময় তোমাদের পাশে থাকতে পারি, যেভাবে দেখে-শুনে আমাদের রেখেছো সেভাবে যেন তোমাদের দেখে রাখতে পারি!
২২ শে জুন, ২০১৫ বিকাল ৩:০৬
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু ভাইয়া ভাল থাকুক সব বাবা’রা এবং মায়ে’রা!
©somewhere in net ltd.
১| ২১ শে জুন, ২০১৫ দুপুর ১২:৫৩
ইমতিয়াজ ১৩ বলেছেন: ভাল থাকুক আমাদের সংশ্লিষ্টদের জন্মদাতারা