নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Epshi007

ঈপ্সিতা চৌধুরী

I wanna know the wonders around me

ঈপ্সিতা চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

দিবি আমায় সেরকম একটা বর্ষা আবার ফিরিয়ে...? (যা তোর আর আমার কষ্ট কষ্ট সুখের মত সত্য ... )

৩০ শে জুন, ২০১৫ দুপুর ২:৩৮

মনে পড়ে তোর কল্পনা কল্পনা খেলায় বর্ষার মেঘলা আকাশে মাতাল করা বাতাসের সাথে তাল মিলিয়ে
আমার খোঁপায় কদম গুঁজে দেয়ার কথা...?
জব জব করে বৃষ্টি ভেজা এই আমার-ই দু’চোখে ডুব দেয়ার কথা...?
আইস্ক্রিমে নাক ঘষা -ঘষি আর টং দোকানের এক কাপ চায়ে ঝুম বৃষ্টির জলে ভিজে ভিজে হুড়োহুড়ি করার কথা...
আহ্‌ কি মধুর ছিল রে প্রেমের সেই রঙ চা...
কখনো বা এক-ই ছাতার নীচে বৃষ্টি বিলাসে মত্ত হতে হতে ছাতা ছুড়ে ফেলে ছুটোছুটি করা...
কাকভেজা এই আমার ভেজা চুল কখনো তোর বুকের উত্তাপে শুকিয়ে যেত
কখনো বা তোর চুল আমার ওড়নার স্পর্শে শুকাতো...
বর্ষা আর বৃষ্টি মানেই আমাদের প্রেমের খেলার মাতামাতিতে ডুব দেয়া...
যেন নতুন এক প্রেমের সূচনা করা...
তারপর আরো দু’টো বর্ষা গেল শুধু হাহাকারে...
সেই বর্ষায় ডালপালা ছড়িয়ে গজিয়ে ওঠা প্রেমের মধুর গল্পটা এখন যন্ত্রনা দেয়...
বৃষ্টি ভেজা কপোত কপোতি দেখলেই ভেতরটা পুড়ে যায় রে...
এমন কি বৃষ্টি হলেই বুকের ভেতর হাহাকার করে...
চ্যাটে থাকা বর্ষার জলে ভেজা কাহিনীটা দগ্ধ করে...
মুখ বেঁকিয়ে হেসে বলে- সব মিথ্যা সব মিথ্যা !
মানতে চায় না মন ওটা শুধু প্রতারনার জলে ভেজা ছিল...
আমি আবার একটা বর্ষা চাই রে... আবার!
সেই আগের মতই আমার ভেজা চোখে ডুবাডুবির মত পবিত্র...
আইস্ক্রিমে নাক ঘষাঘষির মত ছটফটে আনন্দের...
টং দোকানের রং-চায়ের মত ভয়ংকর সুন্দর...
তোর আর আমার কষ্ট কষ্ট সুখের মত সত্য ...
আমার ভেজা চুল তোর বুকের উত্তাপে শুকিয়ে যাওয়ার মত শির শির করা শিহরণ ...
আর পাশাপাশি এক সাথে চলার মত একটা আস্থা...
ভালোবাসার বৃষ্টিতে অপেক্ষার পাহাড় গুলিকে ধসিয়ে দেয়া...
দিবি আমায় সেরকম একটা বর্ষা আবার ফিরিয়ে...?

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ৩০ শে জুন, ২০১৫ দুপুর ২:৫৬

ইমতিয়াজ ১৩ বলেছেন: দিবি আমায় সেরকম একটা বর্ষা আবার ফিরিয়ে...?


আকুতিটুকু পূর্ণ হোক




ভাল থাকুক ব্লগ সন্ত্রাসীটা।

০২ রা জুলাই, ২০১৫ দুপুর ২:৩৪

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহাহহা দেখা যাক কি হয়... ভাল থাকবেন ভাইয়া!

২| ৩০ শে জুন, ২০১৫ বিকাল ৩:৩৪

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ভালো লিখেছেন।

এখন বর্ষা থাকে বারোমাস, হৃদয় অতলে
আর পোড়া চোখের নোনা জলে

তাই না?

ইমতিয়াজ ১৩ বলেছেন: দিবি আমায় সেরকম একটা বর্ষা আবার ফিরিয়ে...?
আকুতিটুকু পূর্ণ হোক
আমিও বলি, আকুতিটুকু পূর্ণ হোক।

০২ রা জুলাই, ২০১৫ দুপুর ২:৩৫

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হহাহাহ কি জানি...! ধইনা পাতা! ভাল থাকবেন!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.