নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মন খারাপের মেঘলা আকাশটাকে ঝলমলে করে দেয়ার মানুষটা
একদিন হুট করেই সে আকাশে ঝড় উঠিয়ে চলে যায়...
ভালোবাসার বৃষ্টিতে সেই আকাশ আবার ভিজবে
এমনটা ভাবা বোকামী ছাড়া আর কিছু নয়...
তবু পাগল মন তো... সে না বোঝে কিছু ... না মানতে চায় কোনকিছু ...
উদাসীন বিকেলগুলিতে একাকী ছাদে হাঁটতে হাঁটতে
একাকীত্বে ডুবে থাকা সময়গুলিকে ফুঁ দিয়ে দূর করে দেয়ার যাদুকরটা
একদিন ছু-মন্তর পড়ে সত্যি সত্যি আরো বেশি একাকীত্বে ডুবিয়ে দিয়ে লাপাত্তা হয়ে যায়...
ছু-মন্তর পড়ে হুট হাট সে আবার সামনে চলে আসবে এমনটা ভাবা গাধামী ছাড়া আর কি হয়...?
তবু বোকা মন তো... সে গাধামীটাকেই বেছে নেয়...
ক্ষ্যাপাটে পাগলা টাইপের ছেলেটার ...
চলে যাওয়ার কষ্টে মেয়েটা কাঁদবে না
এমন আশা করা নিছক কথার কথা ছাড়া আর কি... হতে পারে...?
মন তো ... সে দিব্বি ছেলেটার কথা ভেবে যায় ......!
এত্ত এত্ত আহ্লাদী আবদারে ছটফট করা মেয়েটার চোখের কাজল লেপ্টে দিয়ে
হাজারো স্বপ্ন দেখানো ছেলেটা একদিন বাস্তবতার অজুহাতে পালিয়ে বেঁচে যায়...
শুধু মেয়েটার চোখে লেপ্টে যাওয়া কাজলের কালি থেকে
কষ্টের কালি জমতে জমতে চোখ দুটোই ঝাপসা হয়ে যায়...
সে পাশে নেই... কিংবা আছে
এই দ্বিধা দ্বন্দ্ব নিয়ে ভাল থাকার ছন্দের সুর কি জীবনে সেট করে নেয়া যায়...?
০৫ ই জুলাই, ২০১৫ রাত ৯:২০
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ধন্যবাদ ভাল থাকবেন!
২| ০২ রা জুলাই, ২০১৫ রাত ৯:০৩
জেন রসি বলেছেন: যে যায় সে যাক!
যে থাকে সেও যাক!
সাথে মন খারাপ করাটাও যাক!
০৫ ই জুলাই, ২০১৫ রাত ৯:২১
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হহাহাআ তাই না কি?
৩| ০২ রা জুলাই, ২০১৫ রাত ১০:১৯
তামান্না তাবাসসুম বলেছেন: চমৎকার
০৫ ই জুলাই, ২০১৫ রাত ৯:২২
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ধন্যবাদ ভাল থাকবেন!
৪| ০৩ রা জুলাই, ২০১৫ বিকাল ৩:৫১
বোকা মানুষ বলতে চায় বলেছেন: উপমাময় সুন্দর কবিতায় ভালোলাগা রইল।
উদাসীন বিকেলগুলিতে একাকী ছাদে হাঁটতে হাঁটতে
একাকীত্বে ডুবে থাকা সময়গুলিকে ফুঁ দিয়ে দূর করে দেয়ার যাদুকরটা
একদিন ছু-মন্তর পড়ে সত্যি সত্যি আরো বেশি একাকীত্বে ডুবিয়ে দিয়ে লাপাত্তা হয়ে যায়...
ছু-মন্তর পড়ে হুট হাট সে আবার সামনে চলে আসবে এমনটা ভাবা গাধামী ছাড়া আর কি হয়...?
তবু বোকা মন তো... সে গাধামীটাকেই বেছে নেয়... অদ্ভুত সুন্দর!!!
ভালো থাকুন সবসময়। শুভকামনা রইল।
০৫ ই জুলাই, ২০১৫ রাত ৯:২১
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ ... খুব সাধারণ কিছু উপমা দিয়েছি... ভাল লেগেছে জেনে ভাল লাগল আমারো ভাই! ভাল থাকবেন!
৫| ০৪ ঠা জুলাই, ২০১৫ দুপুর ১:০৯
হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো।
০৫ ই জুলাই, ২০১৫ রাত ৯:২২
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ধন্যবাদ ভাল থাকবেন!
৬| ০৪ ঠা জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:১৯
প্রোফেসর শঙ্কু বলেছেন: চমৎকার।
০৫ ই জুলাই, ২০১৫ রাত ৯:২২
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ধন্যবাদ ভাল থাকবেন!
৭| ০৫ ই জুলাই, ২০১৫ রাত ৯:৫৬
লিখে বলেছেন: ঈপ্সিতা, আপনার লেখাটা খুব পরিচিত মনে হয়। আমি একজনকে খুজছি... এই প্রশ্নটা ব্লগের নিয়মের পরিপন্থি হলে দুঃখিত, নিয়ম ভাংগাটা আমার উদ্দেশ্য না। মানুষটাকে খুজে পাওয়াটা জরুরী, তাই। এইটা কি আপনার ব্লগের নাম না আসল নাম?
০৭ ই জুলাই, ২০১৫ দুপুর ২:২২
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: এটা আমার-ই ব্লগ এবং আমার নাম ঈপ্সিতা! আপনি কাকে খুঁজছেন ?
৮| ০৮ ই জুলাই, ২০১৫ রাত ৮:৫০
লিখে বলেছেন: আমি যাকে খুঁজছি তার আসল নাম ঈপ্সিতা না। আপনার লেখাগুলো পরিচিত লাগে তাই জিজ্ঞাসা করেছি।
০৯ ই জুলাই, ২০১৫ দুপুর ১:৫৫
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: বুঝলাম... খুঁজতে থাকুন...... পরিচিত বলতে কি বোঝান?
৯| ০৮ ই জুলাই, ২০১৫ রাত ৯:১৫
লিখে বলেছেন: নামটা এখানে লেখা উচিত হবে না। আর আমার নামটা লিখে লাভ নাই, যার কথা বলছি তিনি আমার নাম জানেন না। উত্তর করার জন্য ধন্যবাদ।
০৯ ই জুলাই, ২০১৫ দুপুর ১:৫৫
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: বুঝলাম... খুঁজতে থাকুন......
©somewhere in net ltd.
১| ০২ রা জুলাই, ২০১৫ রাত ৯:০০
নাসরীন খান বলেছেন: ভাল লাগল।