নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
> কিছুক্ষন আগেই পেপারে একটা পাঞ্জাবির অ্যাড দেখে হাজীবাবা বলে- শোন এই পাঞ্জাবিটার দাম না কি ৩৫ হাজার টাকা, এটা কিনে দিবি আমাকে... মনটা ঝিমিয়ে ঠিক ওঠেনি... তবু কিছু একটা ভাবছিলাম... জানি এটা বাপি এমনি- ই বলেছে! আমি কিছু বলার আগেই বাপজান আবার বলল- শোন তুই যে পাঞ্জাবিটা আমাকে দিয়েছিস সেটার কাছে এই ৩৫হাজার টাকার পাঞ্জাবিটার কোন মূল্য নেই আমার কাছে! বেটি অল্পতেই তুষ্টি থাকতে হয়... আর একটা ঈদের জন্য এত দাম দিয়ে পাঞ্জাবি বা যেকোন ড্রেস-ই হোক না কেন তা বিলাসিতা ছাড়া আর কিছু নয়... এমন ফালতু আর লোক দেখানো বিলাসিতা আমাদের পছন্দ নয়...
> তবু একটা কথা থাকে- মানুষের শখ/ আহ্লাদ থাকে এবং কিছু অকেশন থাকে সে সময় মানুষ এর এসব শখ/ আহ্লাদের বাড়াবাড়ি রকমের বহিঃপ্রকাশ ঘটে সেসব অকেশনে... একদিক দিয়ে বলার মত অনেক কিছুই থাকে অন্যদিক দিয়ে কি বলবো - বলার মত কিছু নেই এই অনুভবটা থাকে... কেউ ৩৫ হাজার টাকার পাঞ্জাবি পড়বে কেউ ৫০ টাকার টুপিও পড়তে পারবে না... কেমন যেন তাই না...? ভাবুন তো একটু... কি বলতে চাইছি... ?
০৯ ই জুলাই, ২০১৫ দুপুর ১:৫৬
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ধইনা পাতা.........।
২| ০৯ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:০৬
বোকা মানুষ বলতে চায় বলেছেন: আনন্দের এই ক্ষণে আনন্দ প্রকৃতই ভাগ করে নেয়া।
ও হ্যাঁ, বেটি অল্পতেই তুষ্টি থাকতে হয়... (বাক্যটি খুব পছন্দ হয়েছে)
৩| ১০ ই জুলাই, ২০১৫ রাত ৩:০৬
ভ্রমরের ডানা বলেছেন: তবুও ওই হাড় জিরজিরে কঙ্কালরাই বেশি সুখী হয়। এটাই মজার বিষয়।
©somewhere in net ltd.
১| ০৯ ই জুলাই, ২০১৫ দুপুর ১২:৫১
ইমতিয়াজ ১৩ বলেছেন: বুজলাম তাই লাইক দিলাম
ভাল থাকুক ঈপ্সিতা চৌধুরী